আজকে আমরা টেকনিকের মাধ্যমে বিভিন্ন সংস্থার সদর দপ্তর মনে রাখার উপায় শিখতে যাচ্ছি। আশা করি আজকের টপিক্টি চাকরি প্রার্থীদের এবং স্কুল, কলেজ পর্যায়ের স্টুডেন্টদেরও কাজে দিবে। কারন আমরা এখানে সদর দপ্তর সম্পর্কে জানার পড়ও ভুলে যাই, তাই আজকে আমরা টেকনিকের মাধ্যমে সদর দপ্তরগুলো মনে রাখবো। তো চলুন শুরু করি…
প্রথমে জানা দরকার সদর দপ্তর কি? সদর দপ্তর বলতে এমন একটি অবস্থানকে নির্দেশ করে যেখানে কোনও সংস্থার গুরুত্বপূর্ণ ক্রিয়াকলাপগুলির সমন্বয় সাধন করা হয়। অর্থাৎ এখানে খুবই গুরুত্তপুর্ণ কাজগুলো সম্পুর্ণ করা হয়।
মার্কিন যুক্তরাষ্ট্রে, কর্পোরেট সদর দপ্তর কেন্দ্রের শীর্ষস্থানীয় সংস্থা বা কর্পোরেশনের সম্পূর্ণ দায়িত্বের জন্য সমস্ত ব্যবসায়িক ক্রিয়াকলাপ গ্রহণ করে। যুক্তরাজ্যে, প্রধান কার্যালয়টি সাধারণত বড় কর্পোরেশনের প্রধান কার্যালয়ের জন্য শব্দটি ব্যবহার করা হয়।
বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার সদর দপ্তর মনে রাখার কৌশল জানার আগে সদর সম্পর্কে বিভিন্ন সরকারি বেসরকারি প্রিলিমিনারী এবং লিখিত পরিক্ষায় বার বার আশা কিছু প্রশ্ন ও উত্তর দেখে নেয়া যাক…
জাতিসংঘের সদর দপ্তর কোথায় অবস্থিত?
প্রিয় পাঠক এই প্রশ্নটি যেকোন চাকরি পরিক্ষার জন্য খুবই গুরুত্তপুর্ণ। জাতিসংঘ সদর দপ্তর যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক সিটিতে অবস্থিত একটি কমপ্লেক্স। ১৯৫২ সালে নির্মাণের পর থেকে এটি জাতিসংঘের দাপ্তরিক কার্যালয় হিসেবে ব্যবহৃত হয়ে আসছে। নিউ ইয়র্ক সিটির ম্যানহাটন বরোর টার্টল বে এলাকায় এটি অবস্থিত। এই কমপ্লেক্সের সামনে ইস্ট রিভার অবস্থিত। এর পশ্চিমে ফার্স্ট এভিনিউ, দক্ষিণে ইস্ট ফোর্টি সেকেন্ড স্ট্রিট, ইস্ট ফোর্টি এইটথ্ স্ট্রিট উত্তরে এবং পূর্বে ইস্ট রিভার অবস্থিত। টার্টল বে নামটি অনেক সময় জাতিসংঘের সদর দপ্তর বা পুরো জাতিসংঘকে বোঝাতে ব্যবহৃত হয়।
ইউনেস্কোর সদর দপ্তর কোথায় অবস্থিত?
জাতিসংঘ শিক্ষা, বিজ্ঞান ও সংস্কৃতি সংস্থা ( The United Nations Educational, Scientific, and Cultural Organization) বা ইউনেস্কো (UNESCO) জাতিসংঘের একটি বিশেষ সংস্থা। বিশ্বে শিক্ষা, বিজ্ঞান ও সংস্কৃতির প্রসার এবং উন্নয়নের মাধ্যমে মানুষের জীবন মানের উন্নয়ন ঘটানো এই সংস্থার কার্যক্রম। ১৯৪৫ সালের নভেম্বরে লন্ডন সম্মেলনে ইউনেস্কো প্রতিষ্ঠার সিদ্ধান্ত হয়। ১৯৪৬ সালে এই সংস্থা জাতিসংঘের সহায়ক সংস্থা হিসাবে স্বীকৃতি লাভ করে। প্যারিসে এর সদর দপ্তর অবস্থিত।
ফিফার সদর দপ্তর কোথায় অবস্থিত?
ফিফা (ফরাসি: FIFA বা Fédération Internationale de Football Association. আন্তর্জাতিক ফুটবল সংস্থা হচ্ছে আন্তর্জাতিক ফুটবল নিয়ন্ত্রণকারী প্রতিষ্ঠান। এর সদর দপ্তর সুইজারল্যান্ডের জুরিখ শহরে অবস্থিত। বর্তমান প্রেসিডেন্ট জিয়ান্নি ইনফান্তিনো। ফিফা ফুটবলের প্রধান অনুষ্ঠানগুলো বিশেষ করে ফিফা বিশ্বকাপ আয়োজন ও তত্ত্বাবধান করে থাকে।
who এর সদর দপ্তর কোথায় অবস্থিত?
WHO – এর সদর দপ্তর সুইজারল্যান্ডের জেনেভায় অবস্থিত। ৭ এপ্রিল ১৯৪৮ সালে এটি প্রতিষ্ঠিত হয়। WHO – এর পূর্ণরূপ – World Health Organisation. জাতিসংঘের বিশেষ সংস্থার মর্যাদা লাভ করে।
সার্কের সদর দপ্তর কোথায় অবস্থিত?
দক্ষিণ এশীয় আঞ্চলিক সহযোগিতা সংস্থা (সংক্ষেপে সার্ক) দক্ষিণ এশিয়ার একটি আঞ্চলিক সংস্থা। এর সদস্য দেশগুলো বাংলাদেশ, পাকিস্তান, ভারত, শ্রীলঙ্কা, মালদ্বীপ, নেপাল, ভুটান এবং আফগানিস্তান। চীন, জাপান, যুক্তরাষ্ট্র, দক্ষিণ কোরিয়া, ইরান, মায়ানমার, মরিশাস, ও অস্ট্রেলিয়া হল সার্কের ৮ টি পর্যবেক্ষক রাষ্ট্র। সার্ক ১৯৭৯ সালের ৮ই ডিসেম্বর বাংলাদেশের প্রেসিডেন্ট জিয়াউর রহমান এর হাত ধরে প্রতিষ্ঠিত হয়েছিল। তবে জেনারেল হুসাইন মোহাম্মদ এরশাদ দ্বারা সার্কের পথ চলা শুরু হয়েছিল।
বাংলাদেশ, ভারত, পাকিস্তান, নেপাল, ভুটান, মালদ্বীপ ও শ্রীলঙ্কা নেতারা দক্ষিণ এশিয়ার আঞ্চলিক, অর্থনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক উন্নয়ন এবং অন্যান্য উন্নয়নশীল দেশসমূহের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ও সহযোগিতা করার লক্ষ্যে এক রাজকীয় সনদপত্রে আবদ্ধ হন । এটি অর্থনৈতিক, প্রযুক্তিগত, সামাজিক, সাংস্কৃতিক এবং উন্নয়নের যৌথ আত্মনির্ভরশীলতা জোর নিবেদিত । সার্কের প্রতিষ্টাতা সদস্য সমূহ হল বাংলাদেশ, ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা, নেপাল, মালদ্বীপ, ভুটান এবং ২০০৭ সালে আফগানিস্তান সার্কের সদস্য পদ লাভ করে । রাষ্ট্রের শীর্ষ মিটিং সাধারণত বাৎসরিক ভিত্তিতে নির্ধারিত এবং পররাষ্ট্র সচিবদের সভা দুই বছর পর পর অনুষ্ঠিত হয় । নেপালের রাজধানী কাঠমান্ডু সার্কের সদর দফতর অবস্থিত ।
oic এর সদর দপ্তর কোথায় অবস্থিত?
ইসলামি সহযোগিতা সংস্থা বা সংক্ষেপে ওআইসি একটি আন্তর্জাতিক ইসলামি সংস্থা। পূর্বে সংস্থাটির নাম ছিল ইসলামি সম্মেলন সংস্থা। ১৯৬৯ সালে গঠিত সংস্থাটিতে ৫৭টি দেশ প্রতিনিধিত্ব করছে যার মধ্যে ৪৯টি মুসলমান প্রধান দেশ। সংস্থাটির মতে তারা ‘মুসলিম বিশ্বের সম্মিলিত কণ্ঠস্বর’ হিসেবে এবং ‘আন্তর্জাতিক শান্তি ও সম্প্রীতি প্রচারের চেতনা নিয়ে মুসলিম বিশ্বের স্বার্থ ধারণ ও সুরক্ষায়’ কাজ করে থাকে। জাতিসংঘ এবং ইউরোপীয় ইউনিয়নে ওআইসির স্থায়ী প্রতিনিধি রয়েছে। সংস্থাটির দাপ্তরিক ভাষা আরবী, ইংরেজি ও ফরাসি। সংস্থাটির বর্তমান মহাসচিব হুসেইন ইব্রাহীম তাহা। সদর দপ্তর সৌদি আরবের জেদ্দায় অবস্থিত।
ন্যাটোর সদর দপ্তর কোথায় অবস্থিত?
ন্যাটো একটি সম্মিলিত প্রতিরক্ষা গোষ্ঠী। এর সদর দপ্তর বেলজিয়ামের ব্রাসেলসে অবস্থিত। ন্যাটোর বর্তমান সদস্য-দেশের সংখ্যা ৩১। এদের মধ্যে ২৯ টি দেশ ইউরোপের, আর বাকি ২ টি দেশ উত্তর আমেরিকার।
read more : Vivo Y21 price in Bangladesh | ভিভো y21 দাম কত বাংলাদেশে ২০২৩
ইন্টারপোলের সদর দপ্তর কোথায় অবস্থিত?
ইন্টারপোল বা ইন্টারন্যাশনাল ক্রিমিনাল পুলিশ অর্গানাইজেশন (ইংরেজি: International Criminal Police Organization – INTERPOL)[১] একটি আন্তর্জাতিক সংস্থা যার প্রধান কাজ আন্তর্জাতিক পুলিশকে সহায়তা করা। এটি ১৯২৩ সালে ইন্টারন্যাশনাল ক্রিমিনাল পুলিশ কমিশন নামে প্রতিষ্ঠিত হয় এবং ১৯৪৬ সালে বর্তমানের নামে পরিবর্তিত হয়। ইন্টারপোলের বর্তমান সদস্য ১৯৪টি দেশ এবং এই সদস্যরাই বাৎসরিক চাদার মাধ্যমে ৫৯ মিলিয়ন ডলারের বাৎসরিক খরচ নির্বাহ করে। এর সর্বশেষ সদস্য দেশ ভানুয়াতু। প্রধান দপ্তর লিয়োঁ, ফ্রান্স-এ। এটি জাতিসংঘ-এর পর দ্বিতীয় বৃহত্তম আন্তর্জাতিক সংস্থা।
সদর দপ্তর থেকে আরোও কিছু প্রশ্ন ও উত্তর
১। UNDP এর সদর দপ্তর কোথায়? ☞ নিউইয়র্ক
২। জাতিসংঘের সদর দপ্তর কোথায়? ☞ নিউইয়র্ক।
৩। C I A এর সদর দপ্তর কোথায় অবস্থিত ? ☞ ভার্জিনিয়া।
৪। OIC এর সদর দফতর অবস্থিত- ☞ জেদ্দা
৫। IRRI-এর সদর দপ্তর কোন দেশে অবস্থিত? ☞ ফিলিপাইন (লস ব্যানোস)
৬। সার্কের সদর দপ্তর কোথায় অবস্থিত ? ☞ নেপালে (কাঠমুন্ড)
৭। ইউরোপীয় ইউনিয়নের সদর দপ্তর কোথায় অবস্থিত ? ☞ ব্রাসেলস
৮। NATO এর সদর দপ্তর কোথায় অবস্থিত ? ☞ ব্রাসেলস
৯। ‘UNESCO’ এর সদর দপ্তর কোথায় অবস্থিত ? ☞ প্যারিসে।
১০। WIPO এর সদর দপ্তর কোথায়? ☞ জেনেভা।
১১। ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনালে সদর দপ্তর অবস্থিত কোথায়? ☞ বার্লিন,জার্মানি।
১২। আন্তজার্তিক রেডক্রস এর সদর দপ্তর কোথায়? ☞ জেনেভা।
১৩। এশীয় উন্নয়ন ব্যাংকের সদর দফতর যে শহরে অবস্থিত – ☞ ম্যানিলা
১৪। ইসলামী উন্নয়ন ব্যাংকের সদর দফতর যে শহরে অবস্থিত – ☞ জেদ্দা
১৫। World Bank এর সদর দপ্তর কোথায়? ☞ ওয়াশিংটন
১৬। আন্তর্জাতিক আদালতের সদর দপ্তর কোথায়? ☞ হেগ
১৭। IMF এর সদর দপ্তর কোথায়? ☞ ওয়াশিংটন ডিসি
১৮। ব্রিটেনের প্রশাসনিক সদর দপ্তরকে বলা হয় – ☞ হোয়াইট হল
১৯। PLO এর সদর দপ্তর হল – ☞ রামাল্লা, ফিলিস্তিন
২০। IAEA এর সদর দপ্তর কোথায়? ☞ ভিয়েনা
২১। WHO এর সদর দপ্তর কোথায়? ☞ জেনেভা
২২। FAO এর সদর দপ্তর কোথায়? ☞ রোম
২৩। BIMSTEC এর সদর দপ্তর কোথায়? ☞ ঢাকা
২৪। ‘সিরডাপ’ (CIRDAP) এর সদর দপ্তর কোথায়? ☞ ঢাকা
২৫। NAM এর সদর দপ্তর কোথায়? ☞ সদর দপ্তরবিহীন
২৬। G-8 এর সদর দপ্তর কোথায়? ☞ সদর দপ্তরবিহীন
২৭। UNIDO এর সদর দপ্তর কোথায়? ☞ ভিয়েনা
২৮। ICJ ( International Court of Justice) এর সদর দপ্তরকোথায়? ☞ হেগ
২৯। OPCW (Organisation for the Prohibition of Chemical Weapons) এর সদর দপ্তর কোথায়? ☞ হেগ
৩০। OPEC এর সদর দপ্তর কোথায়? ☞ ভিয়েনা
৩১। WTO এর সদর দপ্তর কোথায়? ☞ জেনেভা।
৩২। WLO এর সদর দপ্তর কোথায়? ☞ জেনেভা
৩৩। ILO-এর সদর দফতর কোথায় অবস্থিত? ☞ জেনেভা।
৩৪। ইউএন উইমেন (UN Women) এর সদর দপ্তর কোথায়? ☞ নিউইয়র্ক
৩৫। জাতিসংঘের বিশেষ সংস্থা ইফাদ (IFAD) এর সদর দপ্তর কোথায় অবস্থিত? ☞ রোম
৩৬। অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল-এর সদর দপ্তর কোথায়? ☞ লন্ডন
৩৭। ইন্টারপোল সংস্থার সদর দপ্তর কোথায়? ☞ লিও
৩৮। IDA ( Int’l Development Association) এর সদর দপ্তর কোথায়? ☞ ওয়াশিংটন ডিসি ৩৯। UNICEF এর সদর দপ্তর কোথায় অবস্থিত? ☞ নিউইয়র্কে
৪০। UNCTD এর সদর দপ্তর কোথায় অবস্থিত? ☞ জেনেভা
৪১। ITU (Int’l Telecommunication Union) এর সদর দপ্তর কোথায় অবস্থিত? ☞ জেনেভা ৪২। AFP এর সদর দপ্তর কোথায়? ☞ প্যারিস, ফ্রান্স।
৪৩। AP এর সদর দফতর কোথায়? ☞ নিউইয়র্ক, যুক্তরাষ্ট্র।
৪৪। রয়টার্সের সদর দপ্তর কোথায়? ☞ লন্ডন, ব্রিটেন।
৪৫। CNN (Cable News Network) এর সদর দফতর কোথায় অবস্থিত? ☞ আটলান্টা, জর্জিয়া(যুক্তরাষ্ট্র)
৪৬। কমনওয়েলথ এর সদর দফতর কোথায় অবস্থিত? ☞ লন্ডন
৪৭। D-8 (Developing 😎 এর সদর দফতর কোথায় অবস্থিত? ☞ ইস্তাম্বুল, তুরস্ক ৪৮.UNU (United Nation University) কোথায়? ☞ টোকিও, জাপান।
৪৯। ফিফার (FIFA) সদর দপ্তর কোথায় অবস্থিত ? ☞ জুরিখ, সুইজারল্যান্ড
৫০। আইসিসি এর সদর দপ্তর কোথায় অবস্থিত? ☞ দুবাই, (ইউনাইটেড আরব আমিরাত)
টেকনিকে বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার সদর দপ্তর মনে রাখার কৌশল
আমরা অনেকেই আজকে পড়ি বাট কালকে মনে থাকে না। হ্যাঁ এটাই সবার ক্ষেত্রে হয়। তবে আজকে আমরা এমন একটি টেকনিক দেখিয়ে দিবো আশা করি আজকের সদর দপ্তর মনে রাখার টেকনিক একবার আয়ত্ত করতে পাড়লে সারাজীবন সকল সদর দপ্তর মনে থাকবে। তো চলুন দেখে নেয়া যাক…







সকল সংস্থার সদর দপ্তর এর শর্টকাট| একসাথে মুখস্ত করুন সকল সদর দপ্তর
উপরের আলোচনা থেকে অবশ্যই বুজতে পেরেছেন আজকের আলোচনা। তারপরও আরেকটু ক্লিয়ার করার জন্য নিম্নে আরেকটি ভিডিও দিয়েছি। আশা করি নিচের ভিডিও দেখলে সডর দপ্তর সম্পর্কে ধারনা ক্লিয়ার হবে।
প্রিয় পাঠক উপরে আমরা সদর দপ্তর কি,বিভিন্ন সংস্থার সদর দপ্তর,সকল সংস্থার সদর দপ্তর এর শর্টকাট,আন্তর্জাতিক সংস্থার সদর দপ্তর শর্টকাট এবং সদর দপ্তর মনে রাখার কৌশল এবং বিভিন্ন সরকারি বেসরকারি প্রিলি-লিখিত পরিক্ষায় আশা প্রশ্ন ও উত্তর দিয়েছি। আশা করি আজকের আর্টিকেলটি পড়লে সদর দপ্তর সম্পর্কে কোন প্রকার ডাউট থাকবে না।
শেষ কথা হচ্ছে যে, আমরা এই update chakri ওয়েবসাইটে প্রতিদিন চাকরির প্রস্তুতির বিভিন্ন বিষয়ে আলোচনা করে থাকি। আপনি যদি অনলাইনে চাকরি প্রস্তুতি নিতে চান তাহলে আমাদের ওয়েবসাইটটি ফলো করতে পারেন। ধন্যবাদ সবাইকে।