দ্রুত সাবস্কাইবার বাড়ানোর দুটি উপায় আছে। ১ম ও প্রধান উপায় আপনার কনটেন্ট আকর্ষনীয় এবং ইউনিক হতে হবে। লোকজন আপনার ভিডিও দেখে আনন্দিত হলে অবশ্যই সাবস্কাইব করবে। আর ২য় উপায় হল কনটেন্টটি মানুষের কাছে পৌছাতে হবে।
১। সাবস্ক্রাইব বাড়ানোর জন্য তথ্যবহুল কোয়ালিটি সম্পন্ন কন্টেন্ট তৈরি করুন।
২। সাবস্ক্রাইব বাড়ানোর জন্য চ্যানেল অপটিমাইজ করুন।
৩। সাবস্ক্রাইব বাড়ানোর জন্য সুন্দর টাইটেল তৈরি করুন।
৪। সাবস্ক্রাইব বাড়ানোর জন্য ইউটিউব চ্যানেলে আকর্ষণীয় থাম্বনেল ব্যবহার করুন।
৫। সাবস্ক্রাইব বাড়ানোর জন্য দর্শকদের চাহিদা অনুযায়ী ভিডিও আপলোড করুন।
৬। সাবস্ক্রাইব বাড়ানোর জন্য গিভওয়ে কন্টেন্ট এর আয়োজন করুন।
৭। সাবস্ক্রাইব বাড়ানোর জন্য নিয়মিত ভিডিও আপলোড করুন।
প্রতিদিন সময় করে ইউটিউবের অন্য যে ভিডিওগুলো কয়েক লাখ ভিজিটর আছে সেগুলোতে কমেন্ট করুন। কমেন্ট টি অবশ্যই এমনভাবে করুন যাতে লেখা থাকবে আপনি তার চ্যানেল সাবস্ক্রাইব করবেন তার বদলে সে আপনার চ্যানেল সাবস্ক্রাইব করবে। আপনি যে ভিডিওগুলো আপলোড করবেন, সেগুলোর বর্ণনাতে অবশ্যই আপনার অন্য ভিডিওর লিংক যোগ করবেন।
এছাড়া আপনার ভিউয়ার কে সাবস্ক্রাইব করতে অনুরোধ করবেন। সম্ভব হলে মজাদার জোকস বলে আপনার ভিউয়ার কে সাবস্ক্রাইব করতে বলতে পারেন। অনেকেই মনে করেন চ্যানেলে অনেকগুলো ভিডিও থাকলে অনেক বেশি সাবস্ক্রাইবার পাওয়া যায়। এটি একটি ভুল ধারনা। আপনি যদি কয়েক শো ভিডিও আপ করেন যেগুলো কোন কাজেরই না, তাহলে আপনি কোনদিনও সাবস্ক্রাইবার পাবেন না, বরং সাবস্ক্রাইবার হারাবেন। কারণ কেউই চায় না অন্যের ভিডিও দিয়ে তার ইফটিউব একাউন্ট ভরে থাক।
ভিডিও আপলোড করার জন্য নির্দিষ্ট একটি দিন বেচে নিন এবং নির্দিষ্ট একটি সময়। কারণ আপনার যারা সাবস্ক্রাইবার তারা ওই দিনটি মাথায় রাখবে, এবং নির্দিষ্ট ওই সময়েই আপনার চ্যানেলে ঢুকবে আপনার ভিডিওটি দেখার জন্য। আপনি যখনই সিডিউল মেইনটেন করে আপনার ভিডিও আপলোড করবেন, তখন আপনার ভিডিওটি ইফটিউব তার সার্চ রেজাল্টে এক নাম্বারে নিয়ে আসবে।
তবে একটি জিনিষ মাথায় রাখবেন যাই আপলোড করেন না কেন, তা যেন সকলের উপকারে আসে। আপনার ভিডিও যখন কারো উপকারে আসবে, তখন আপনি আপনার ভিডিও থেকে উপকৃত হবেন। মানে আপনার ভিডিও থেকে তখন টাকা আসা শুরু হবে। আর একটি কাজ করতে পারেন আপনার চ্যানেলের সাবস্ক্রাইবার বাড়ানোর জন্য। সেটা হলো অন্যান্য ইউটিউব চ্যানেল ক্রিয়েটরদের সাথে যোগাযোগ করে তাদের বলতে পারেন,
যে আপনার ভিডিওর মধ্যে আপনি তাদের চ্যানেলের সাবস্ক্রাইবার বক্স বসাবেন, বিনিময়ে তারা তাদের ভিডিওর মধ্যে আপনার চ্যানেলের সাবস্ক্রাইবার বক্স বসাবে। এতে দু পক্ষই লাভবান হবেন।