স্ট্যান্ডিং টিকিট দিচ্ছে রেল। শোভন শ্রেণীর বিপরীততে ২৫% টিকিট ইস্যু হবে কাউন্টারে। কাউন্টারে ম্যানুয়ালি দেয়ায় কোচের নম্বর দিয়ে টিকিট ইস্যু সম্ভব হচ্ছে না।
তবে টিকিটে লিখা থাকবে এসিতে ভ্রমণ নিষিদ্ধ। কড়াকড়ি চেক করলে এর জন্য জরিমানা হতে পারে।
এবার নতুন পদ্ধতি মানে সব অনলাইন হওয়ায় এবং যাত্রী চাপের কথা বিবেচনা করে স্ট্যান্ডিং টিকিট ইস্যু করবে রেল। বনলতা, সুবর্ণ এবং সোনার বাংলায় কোন স্ট্যান্ডিং টিকিট ইস্যু হবে না।
** ফুট নোট: রেল আইন অনুযায়ী স্ট্যান্ডিং টিকিট ইস্যু সম্পূর্ণ অবৈধ। রেল কোচের সিট ক্যাপাসিটির বাইরে একজন যাত্রীও তুলতে পারবে না বা তোলার কোন প্রক্রিয়া বা ব্যবস্থা গ্রহণ করতে পারবে না।
হাউকাউ না করে সবাই মিলে বাড়ি যান। সহ্য না হলে ছবি ভিডিও সহ ভোক্তায় অভিযোগ করুন। এই সিস্টেম স্থায়ীভাবে বন্ধ হয়ে যাবে।