ঈদ মানে খুশি ঈদ মানে আনন্দ। আর ঈদ মানে মার্কেটে গিয়ে নতুন নতুন পোশাক কেনাকাটা।
সম্প্রতি জানা গেছে যে, কুমিল্লার চান্দিনায় শপিং মলে এক মা দুই মাস বয়সের বাচ্চা নিয়ে ঈদের পোশাক কিনতে গিয়েছে। তবে ২ মাসের বাচ্চা নিয়ে মায়ের শপিং। প্রচন্ড গরমে মায়ের কোলেই বাচ্চার মৃত্যু। শপিংয়ের মনোযোগে বুঝতেই পারে নি “মা”। শপিং এর দিকে এতো ম্নোযোগ ছিলো যে, এদিকে বাচ্চা মারা গেছে মা নিজেও বুজতে পারে নি।
এই মর্মান্তিক ঘটনা্টি ঘটে কুমিল্লার চান্দিনায়। আল্লাহ এই ধরনের মানুষ কে হেদায়েত দান করুন। এর সাথে আল্লাহর কাছে পার্থনা এই যে, আল্লাহ অসহনীয় গরম থেকে রক্ষা করো আমাদের সবাইকে।
আমি মনে করি যেসব মায়েদের ছোট বাচ্ছা রয়েছে তারা সন্ধার দিকে মার্কেটে গিয়ে কেনাকাটা করতে পারেন। এতে আপনি এবং আপনার বাচ্ছা সবাই ভালো থাকবে। ধন্যবাদ সবাইকে।