সম্মানিত পাঠক আশা করি ভালো আছেন। আপডেট চাকরির পক্ষ থেকে জানাই স্বাগতম। আমরা প্রতিনিয়ত আমাদের ওয়েবসাইটে বিভিন্ন চাকরির প্রস্তুতি বিষয়ে পোষ্ট করে থাকি। আজকে আমরা উপসর্গ কাকে বলে উপসর্গের শ্রেণীবিভাগ | উপসর্গের বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করতে যাচ্ছি। আশা করি শেষ পর্যন্ত সাথে থাকবেন। চলেন তাহলে শুরু করা যাক।
উপসর্গ কাকে বলে উপসর্গের শ্রেণীবিভাগ
উপসর্গঃ কিছু অব্যয়সূচক শব্দাংশ রয়েছে যারা স্বাধীন পদ হিসেবে বাক্যে ব্যবহৃত হতে পারে না; বরং অন্য শব্দের পূর্বে বসে নতুন অর্থবোধক শব্দ গঠন করতে পারে তাদের উপসর্গ বলা হয়। ড. মুহম্মদ এনামুল হকের মতে, ‘যে সকল শব্দ কৃদন্ত বা নাম পদের পূর্বে বসিয়া শব্দগুলির অর্থের সংকোচন, সম্প্রসারণ বা অন্য কোনো পরিবর্তন সাধন করে, ঐ সকল অব্যয় শব্দকে বাংলা ভাষায় উপসর্গ বলে।
উপসর্গের বৈশিষ্ট্য
১. উপসর্গ নামপদ বা কৃদন্ত শব্দের আগে যুক্ত হয়। এর স্বাধীন ব্যবহার নেই। তবে ‘অতি’ ও ‘প্রতি’ উপসর্গ দুটোর কখনো কখনো স্বাধীন ব্যবহার দেখা যায়।
২. উপসর্গের নিজের অর্থ না থাকলেও শব্দের অর্থের পরিবর্তন ঘটায়
৩. উপসর্গ মূল শব্দের আগে বসে।
৪. উপসর্গ নতুন শব্দ গঠন করে। শব্দের অর্থের পরিবর্তন ঘটায় ।
উপসর্গের প্রয়োজনীয়তা
১. উপসর্গ বাক্যে অর্থদ্যোতনায় অনুঘটকের মতো কাজ করে।
উপসর্গ শব্দে যুক্ত হয়ে শব্দের অর্থের পরিবর্তন ঘটিয়ে বক্তব্য ওজস্বী করে। যেমন
অপ + কর্ম = অপকর্ম (নেতিবাচক অর্থে)
অপ + প = অপরূপ (ইতিবাচক অর্থে)
৩. শব্দকে প্রাঞ্জল ও সুনির্দিষ্ট অবয়বে উপস্থান করে। যেমন সু + অল্প = স্বল্প (এখানে ‘সু’ উপসর্গ ‘অস্ত্র’ শব্দটিকে আরও প্রাঞ্জল ও বৈশিষ্ট্যময় করেছে)
উপসর্গের শ্রেণিবিভাগ
বাংলা ভাষায় ব্যবহৃত উপসর্গকে তিন ভাগে ভাগ করা যায়। যথা :
১. খাঁটি বাংলা উপসর্গ
২. সংস্কৃত বা তৎসম উপসর্গ
৩. বিদেশি উপসর্গ
১. খাঁটি বাংলা উপসর্গ : বাংলা ভাষায় ব্যবহৃত নিজস্ব উপসর্গকে ঘাঁটি বাংলা উপসর্গ বলা হয়। এর সংখ্যা মোট একুশটি । যথা :
অ, অঘা, অজ, অনা, আ, আড়, আন, আব, ইডি, উন, কদ, কু, নি, পাতি, বি, ভর, রাম, স, সা, সু, হা।

বি. দ্র. বাংলা উপসর্গ মূলত বাংলা শব্দের পুর্বেই বসে থাকে।
খাঁটি বাংলা উপসর্গ মনে রাখার উপায়
সুহাস, আদর নিবি। তুই অজপাড়ার ভরসা বলে অনেকে অনাচার, কুকথা ও আড়চোখে দেখে। আবডালের ঊনত্রিশটি পাতিলেবু ও কদবেল আনবি।
ইতি-
অঘারাম
২. সংস্কৃত বা তৎসম উপসর্গ : বাংলা ভাষায় যেসকল সংস্কৃত উপসর্গ ব্যবহার করা হয় তাদের সংস্কৃত বা তৎসম উপসর্গ বলে ।
সংস্কৃত উপসর্গের সংখ্যা মোট বিশটি। যথা প্র, পরা, অপ, সম, নি, অব, অনু, নির, অধি, অতি, অপি, অভি, পরি, প্রতি, উপ, উৎ, দূর, বি, সু, আ
সংস্কৃত বা তৎসম উপসর্গ মনে রাখার উপায়ঃ অপি ও অনু অপরের প্রতি সম অধিকার সু প্রতিষ্ঠায় অতি উৎসাহ পরায়নির বিপরিতে দূর উপনিবেশে অবরোধ অভিযান আনিয়েছে।
৩. বিদেশি উপসর্গ : আরবি, ফারসি, ইংরেজিসহ অন্যান্য ভাষা থেকে যে সকল উপসর্গ বাংলা ভাষায় এসেছে তাদের বিদেশি উপস বলে।
যেমন- ফুল, হাফ, হেড, সাব, বে, বাজে, আম, খাস, না, পর ইত্যাদি। বিদেশি উপসর্গের সংখ্যা নির্দিষ্ট করে বলা যায় না।
বিদেশি উপসর্গ মনে রাখার উপায়ঃ
ইংরেজি উপসর্গঃ হেড-মাস্টার সাব হাফ-পাগল, ফুল-চালাক!
বাংলা উপসর্গঃ গর আম খাস লা বাজে।
ফারসি উপসর্গঃ বদ বরকে নিম ফি কম-বেশ দেয়ার দরকার নাই
হিন্দি উপসর্গঃ হর
উপসর্গ থেকে প্রশ্ন ও উত্তর
১। প্রশ্নঃ ‘অজমূখর্ভ’ শব্দের অজ কোন জাতের উপসর্গ?
ক.আরবি
খ.বাংলা
গ.সংস্কৃত
ঘ.ইংরেজি
উত্তরঃ খ
২। প্রশ্নঃ উনুসর্গ কোন পদ ?
ক.বিশেষ্য
খ.বিশেষণ
গ.অব্যয়
ঘ.সর্বনাম
উত্তরঃ গ
৩। প্রশ্নঃ সুনজর, সুখবর, সুদিন এ শব্দগুলোতে ‘সু’ কোন উপসর্গ ?
ক.তৎসম উপসর্গ
খ.খাঁটি বাংলা
গ.সংস্কৃত
ঘ.কোনটিই নয়
উত্তরঃ খ
৪। প্রশ্নঃ “নিজস্ব কোন অর্থবাচকতা না থাকলেও, নতুন শব্দ সৃজনের ক্ষমতা আছে” –কোনটির?
ক.অনুসর্গের
খ.বিভক্তির
গ.উপসর্গের
ঘ.পদাশ্রি অব্যয়ের
উত্তরঃ গ
৫। প্রশ্নঃ উপসর্গ সবসময় শব্দের কোথায় বসে ?
ক.শব্দের মাঝে
খ.শব্দের আগে
গ.শব্দের শেষে
ঘ.কোনটিই নয়
উত্তরঃ খ
৬। প্রশ্নঃ ‘বিনির্মাণ’ শব্দ ‘বি’ উপসর্গটি কী অর্থে প্রযুক্ত হয়েছে?
ক.প্রসারণ
খ.সংকোচন
গ.নেতিবাচক
ঘ.ইতিবাচক
উত্তরঃ ঘ
৭। প্রশ্নঃ উপসর্গজাত শব্দ কোনটি?
ক.অপিচ
খ.অধীত
গ.অজিন
ঘ.অগ্রজ
উত্তরঃ ক
সর্বশেষ কথা হচ্ছে আমরা প্রতিদিন আমাদের আপডেট চাকরির সাইটে বিভিন্ন সরকারি চাকরির প্রস্তুতি বিষ্যক আর্টিকেল প্রকাশ করে থাকি। আজকে উপরে আমরা উপসর্গ কাকে বলে উপসর্গের শ্রেণীবিভাগ | উপসর্গের বৈশিষ্ট্য এবং উপসর্গ মনে রাখার উপয়া নিয়ে বিস্তারিত দিয়েছি। আশা করি আজকের টপিক পড়লে আপনাদের উপসর্গ নিয়ে ধিধা থাকবে না।
আজকের চাকরির প্রস্তুতি টপিকের সাথে সম্পর্কিত প্রশ্নঃ উপসর্গ কী, বিদেশি উপসর্গ, উপসর্গ উদাহরণ, ফারসি উপসর্গ, উপসর্গ কত প্রকার, তৎসম উপসর্গ, আরবি উপসর্গ, উপসর্গ যোগে শব্দ গঠন, উপসর্গ কাকে বলে, কোলেস্টেরল এর উপসর্গ, উপসর্গ মনে রাখার কৌশল , সংস্কৃত উপসর্গ, খাঁটি বাংলা উপসর্গ কয়টি, উপসর্গ কাকে বলে pdf, উপসর্গ কাকে বলে কত প্রকার, উপসর্গ কত প্রকার, বাংলা উপসর্গ কি।