এস এস সি বাংলা পরীক্ষা ২০২৩

Rate this post

এস এস সি বাংলা পরীক্ষা ২০২৩

বাংলা (সৃজনশীল)

প্রথম পত্র
[২০২৩ সালের সিলেবাস অনুযায়ী।

সময় ২ ঘণ্টা ৩০ মিনিট পূর্ণমান – ৭০

[দ্রষ্টব্য: ডান পাশের সংখ্যা প্রশ্নের পূর্ণমান জ্ঞাপক। প্রদত্ত উদ্দীপকগুলো মনোযোগসহকারে পড় এবং সংশ্লিষ্ট প্রশ্নগুলোর যথাযথ উত্তর দাও। ক বিভাগ (গদ্য) হতে কমপক্ষে দুটি, খ বিভাগ (কবিতা) হতে কমপক্ষে দুটি, গ বিভাগ (উপন্যাস) হতে কমপক্ষে একটি ও ঘ বিভাগ (নাটক) হতে কমপক্ষে একটিসহ মোট সাতটি প্রশ্নের উত্তর দিতে হবে। একই প্রশ্নের উত্তরে সাধু ও চলিত ভাষারীতির মিশ্রণ দূষণীয়।

এস এস সি বাংলা পরীক্ষা ২০২৩

ক বিভাগ—গদ্য
১। স্বপ্না সপ্তম শ্রেণির ছাত্রী। লেখাপড়ায় যেমন ভালো খেলাধুলাতেও তেমনি। এজন্য সহপাঠীরা স্বপ্নাকে খুব ভালোবাসতো। একদিন স্কুল থেকে বাড়ি ফেরার পথে সড়ক দুর্ঘটনায় একটি হাত ও একটি পা হারাতে হয় তাকে। এতে স্বপ্না মানসিকভাবে ভেঙে পড়ে। সবার সামনে আসতে বিব্রতবোধ করে। লেখাপড়া যে আর হবে না সে ও তার পরিবার নিশ্চিত হয়ে যায়। কিন্তু তার সহপাঠীরা সান্ত্বনা, সহযোগিতা আর সাহস দিয়ে তাকে আবার লেখাপড়ার ব্যাপারে উৎসাহী করে তোলে। এই স্বপ্নাই একদিন এসএসসিতে জিপিএ-৫ পেয়ে স্কুলের সুনাম বৃদ্ধি করে।

(ক) সুভা জলকুমারী হলে কী করত?

(খ) ‘আমি তোমার কাছে কী দোষ করেছিলাম?’—উক্তিটি দ্বারা কী বুঝানো হয়েছে?

(গ) উদ্দীপকে স্বপ্নার মানসিকভাবে বিপর্যন্ত হয়ে পড়ার দিকটি ‘সুভা’ গল্পের সুভার সাথে কীভাবে সাদৃশ্যপূর্ণ? ব্যাখ্যা কর।

(ঘ) “সুভার প্রতি সমাজের মানসিকতা যদি উদ্দীপকের সহপাঠীদের মতো হতো, তাহলে ‘সুভা’ গল্পের সুভার পরিবারকে এতো বিড়ম্বনার শিকার হতে হতো না। ” মন্তব্যটির যথার্থতা বিশ্লেষণ কর।

২। মোহিনীদেবী আর শৈলবালা দুই বান্ধবী। দুজনের ছেলেই এবার পঞ্চম শ্রেণিতে। মোহিনীদেবী এ বয়সেই তার ছেলে অমিতকে ডাক্তার-ইঞ্জিনিয়ার বানিয়ে ফেলতে চান। খেলাধুলা ও আমোদ-প্রমোদ বাদ দিয়ে সবসময় লেখাপড়ার চাপে রাখেন। এতে অমিত মানসিকভাবে অসুস্থ হয়ে পড়ে। অপরদিকে শৈলবালা মোহিনীদেবীর বিপরীত। ছেলের ইচ্ছার বিরুদ্ধে কোনো কাজ করেন না। পাঠ্যবইয়ের বাইরে । ছেলে যে বই পড়তে ভালোবাসে লাইব্রেরি থেকে এনে পড়তে দেন। এতে পড়ালেখার প্রতি ছেলের আগ্রহ উত্তরোত্তর বৃদ্ধি পায় এবং সে মানসিকভাবে চাঙ্গা হয়ে উঠে ।

(ক) ‘কারদানি’ শব্দের অর্থ কী?

(খ) ইংরেজি সভ্যতার সংস্পর্শে এসেও আমরা ডেমোক্রেসিকে কীভাবে আয়ত্ত করেছি? বুঝিয়ে লেখ।

(গ) উদ্দীপকের মোহিনীদেবীর কর্মকাণ্ডে ‘বইপড়া’ প্রবন্ধের কোন বিষয়টির ছায়াপাত ঘটেছে? ব্যাখ্যা কর।

(ঘ) শৈলবালার মানসিকতায় ‘বইপড়া’ প্রবন্ধের প্রাবন্ধিকের প্রত্যাশার সঠিক প্রতিফলন ঘটেছে কি? উত্তরের সপক্ষে যুক্তিপূর্ণ মতামত দাও।

৩। উদ্দীপক (i) : ৰূপালি গৃহস্থালির কাজে বেশ পটু। বাড়ির সদস্যদের প্রয়োজনে যতটুকু কাজ করা দরকার তার চেয়ে বেশিই করে। ভদ্র ও অমায়িক আচরণের জন্য বাড়ির সবাই তার প্রতি সন্তুষ্ট।

‘উদ্দীপক (ii) : এত স্নিগ্ধ নদী কাহার, কোথায় এমন ধূম্র পাহাড়, কোথায় এমন হরিৎ ক্ষেত্র আকাশতলে মেশে।

এমন ধানের উপর ঢেউ খেলে যায় বাতাস কাহার দেশে।

এমন দেশটি কোথাও খুঁজে পাবে নাকো তুমি,

ও সে সকল দেশের রাণী সে যে আমার জন্মভূমি।

(ক) কাবুলের পানিকে কীসের সাথে তুলনা করা হয়েছে?

(খ) অল্প শোকে কাতর, অধিক শোকে পাথর লেখক কেন এ কথা বলেছেন? বুঝিয়ে লেখ ।

(গ) উদ্দীপক (i) এর রূপালির সঙ্গে ‘প্রবাস বন্ধু গল্পের আবদুর রহমানের যে দিকটি সাদৃশ্যপূর্ণ, তা ব্যাখ্যা কর ।

(ঘ) “উদ্দীপক (ii) এর ভাব যেন আবদুর রহমান চরিত্রের একটি বিশেষ বৈশিষ্ট্যের ধারক।”— মন্তব্যটি মূল্যায়ন কর।

৪। প্রমিত ও অনুরাগ দুই বন্ধু। পাঠ্যবইয়ের পাশাপাশি তারা সাহিত্যবিষয়ক বই পড়তে খুবই পছন্দ করে। প্রমিত গদ্যে লিখিত বৃহৎ পরিধির কাহিনীনির্ভর সাহিত্য পড়তে ভালোবাসে। অপরদিকে অনুরাগ আধ ঘণ্টা থেকে এক ঘণ্টার মধ্যে পড়ে ওঠা যায়। এমন কাহিনীই পড়তে সাচ্ছন্দ্যবোধ করে। সাহিত্যের এ শাখাটি অনুরোগের খুব প্রিয় ।

(ক) কোন ধরনের প্রবন্ধে ব্যক্তিহৃদয় প্রাধান্য পায়?

(খ) নাটকের লক্ষ্য সর্বকালেই দর্শকসমাজ–কেন? বুঝিয়ে লেখ।

(গ) উদ্দীপকে প্রমিতের পছন্দের সাহিত্যটি ‘সাহিত্যের রূপ ও রীতি’ প্রবন্ধের কোন শাখাকে নির্দেশ করে? ব্যাখ্যা কর।

(ঘ) “অনুরাগের প্রিয় শাখাটি উদ্দীপকে উল্লিখিত দিক ছাড়াও আরো অনেক বৈশিষ্ট্যপূর্ণ”—’সাহিত্যের রূপ ও রীতি’ প্রবন্ধের আলোকে বিশ্লেষণ কর।

খ বিভাগ – কবিতা

৫। হাসান সাহেব ছেলেকে ইংরেজি মাধ্যম স্কুলে ভর্তি করিয়ে গৌরবের শেষ নেই। কারণ তিনি মনে করেন, ভাষিক যোগাযোগের ক্ষেত্রে ইংরেজি ভাষা অধিক কার্যকর। অন্যদিকে জামান সাহেব ছেলেকে বাংলা মাধ্যমে পড়াচ্ছেন। তিনি ড. মুহম্মদ শহীদুল্লাহর যে কথাটিতে অনুপ্রাণিত হন তা হল “মাতা, মাতৃভাষা ও মাতৃভূমির প্রতি যারা অনুরাগহীন তারা পশু বিশেষ।”

(ক) কোন শাস্ত্রে কবির কোনো রাগ নেই?

(খ) দেশি ভাষা বুঝিতে ললাটে পুরে ভাগ।। – বুঝিয়ে লেখ ।

(গ) উদ্দীপকের হাসান সাহেবের মানসিকতায় ‘বঙ্গবাণী’ কবিতার কোন দিকটি ফুটে উঠেছে? ব্যাখ্যা কর।

(ঘ) “উদ্দীপকের জামান সাহেবের অনুপ্রাণিত হওয়ার বিষয়টি কবি আবদুল হাকিমের চিন্তাধারারই বহিঃপ্রকাশ” – বিশ্লেষণ কর।

৬। উদ্দীপক (i) : ঈদ এলো, ঈদ এলো চান্দু মিয়ার ঘরে, রঙিন পোশাক দামি খাবার আপনজনের তরে। পাশের ঘরে পড়ে আছে, রহিমুদ্দির মা, পেটের ক্ষুধায় কেঁদে মরে তাকে দিলাম না। এইতো মোদের ঈদ

উদ্দীপক (ii) : জাতি-ধর্ম-রাষ্ট্র-ন্যায় সকলি যে মানুষের তরে, মানুষ সবার ঊর্ধ্বে—নহে কিছু তাহার উপরে।

(ক) কালাপাহাড়ের প্রকৃত নাম কী?

(খ) ‘মানুষ’ কবিতায় কবি মানুষকে মহীয়ান বলেছেন কেন? বুঝিয়ে লেখ।

(গ) উদ্দীপকের চান্দু মিয়ার সাথে ‘মানুষ’ কবিতার মোল্লা-পুরোহিত চরিত্রের যে সাদৃশ্য পরিলক্ষিত হয়, তা ব্যাখ্যা কর।

(ঘ) উদ্দীপকের দ্বিতীয় অংশ মানুষ কবিতায় বর্ণিত কবি চেতনারই প্রতিচ্ছবি।”— মন্তব্যটির যথার্থতা মূল্যায়ন কর।

৭। ইসমাইল সাহেব একজন ধনাঢ্য ব্যবসায়ী। সুরম্য অট্টালিকায় বাস করেন। একমাত্র আদরের মেয়ে ডলির কোনো ইচ্ছা তিনি অপূর্ণ রাখেন না। হঠাৎ ডলি অসুস্থ হয়ে পড়লে তিনি দিশেহারা হয়ে পড়েন। দেশে-বিদেশে চিকিৎসা করিয়েও কিছুতেই কিছু হচ্ছে না। রোগমুক্তির আশায় প্রচুর দান-খয়রাত করার পাশাপাশি সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করছেন, তিনি যেন ডলিকে দ্রুত সুস্থ করে দেন।

(ক) ‘পল্লিজননী’ কবিতায় ছেলের কোঁচভরা কী ছিল?

(খ) “বালাই বালাই, ভালো হবে যাদু মনে মনে জাল বোনে।” পঙক্তিটি বুঝিয়ে লেখ ।

(গ) উদ্দীপকের ডলিদের অবস্থার সঙ্গে ‘পল্লিজননী’ কবিতার রুগ্ন ছেলেটির পরিবারের যে বৈসাদৃশ্য লক্ষ করা যায় তা ব্যাখ্যা কর ।

(ঘ) উদ্দীপকের ইসমাইল সাহেবের অনুভূতির মাঝে ‘পল্লিজননী’ কবিতার মায়ের অপত্য স্নেহের দিকটিই যেন প্রকাশিত।”

গ বিভাগ—উপন্যাস

৮। পাকিস্তানি হানাদার বাহিনী বিজয়পুর গ্রামে প্রবেশ করে নির্বিচারে গণহত্যা শুরু করে। চারদিক থেকে মুহুর্মুহু গুলির আওয়াজ ভেসে আসছে। পথে পথে রক্তের দাগ। প্রাণ বাঁচাতে আতঙ্কিত মানুষ যে যেদিকে পারে ছুটছে। এসব দেখে এ গ্রামেরই কিশোর বিপ্লব মনে মনে সিদ্ধান্ত নিল এ অন্যায়ের বিরুদ্ধে তাকে রুখে দাঁড়াতেই হবে। তাই দেশমাতৃকার ডাকে সাড়া দিয়ে বিপ্লব যুদ্ধে ঝাঁপিয়ে পড়ে।

(ক) মাটিকাটার দলে বুধাকে কে নিয়েছিল?

(খ) ‘নদীর নাম জয়বাংলা বা বঙ্গবন্ধু হলে ক্ষতি কী?’— কেন বলা হয়েছে? বুঝিয়ে লেখ ।

(গ) উদ্দীপকের পাকবাহিনীর আচরণ ‘কাকতাড়ুয়া’ উপন্যাসের কোন দিকটিকে স্মরণ করিয়ে দেয়? ব্যাখ্যা কর।

(ঘ) উদ্দীপকের কিশোর বিপ্লব ও উপন্যাসের বুধা একই প্রেরণায় উজ্জীবিত হয়েছিল।”—উক্তিটির যথার্থতা নিরূপণ কর। মন্তব্যটি বিশ্লেষণ কর।

৯। ২০২০ সালের এপ্রিল মাসে ৪/৫ দিনের ব্যবধানে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে ৫ম শ্রেণি পড়ুয়া ফাতিনের মা-বাবা এবং বড় দুইবোন মৃত্যুবরণ করে। ভাগ্যক্রমে বেঁচে যায় ফাতিন। চোখের সামনে প্রিয়জনদের মরতে দেখে সে হতবিহ্বল ও শোকে মূহ্যমান হয়ে পড়ে। কখন কী করে ঠিক-ঠিকানা নেই। লোকে বলে ফাতিন পাগল হয়ে গেছে। যেখানে-সেখানে রাত কাটায়। পাড়া প্রতিবেশী যা দেয় তা খেয়েই কোনো রকমে বেঁচে আছে ফাতিন ।

(ক) শান্তি কমিটির চেয়ারম্যান কে?

(খ) “লোহার টুপি কি মানুষের মগজ খায়” বলতে কী বোঝানো হয়েছে?

(গ) উদ্দীপকের ফাতিনের নিঃস্ব হওয়ার দিকটি ‘কাকতাড়ুয়া’ উপন্যাসের কোন ঘটনার সাথে সাদৃশ্যপূর্ণ? ব্যাখ্যা কর।

(খ) উদ্দীপকের ফাতিন ‘কাকতাড়ুয়া উপন্যাসের বুধা চরিত্রের সার্থক প্রতিনিধি হয়ে উঠতে পেরেছে কি? তোমার উত্তরের সপক্ষে যুক্তি উপস্থাপন কর।

ঘ বিভাগ — নাটক

১০। আরমান সাহেবের ছেলে কঠিন রোগে আক্রান্ত। টাকার অভাবে চিকিৎসা করাতে পারছেন না। একান্ত নিরূপায় হয়ে তিনি প্রতিবেশি ধনী জোতদার বাদশা মিয়ার শরণাপন্ন হন। তিনি টাকা ধার দিতে রাজি হলেও শর্ত দেন যে, তার ছেলের সাথে আরমান সাহেবের মেয়ের বিয়ে দিতে হবে। কিন্তু আরমান সাহেবের মেয়ে এ বিয়েতে রাজি নয়। বিয়ের শর্তে টাকা ধার না নেয়ার বিষয়টি জানাতে গেলে বাদশা মিয়া বলেন যে, “শর্ত ছাড়াই প্রতিবেশী হিসেবে আমি আপনাকে ধার দেব।”

(ক) খোদা কার দিলে রুহানি শক্তি দিয়েছেন?

(খ) “ এমন মেয়েও কারও পেটে জন্মায়, জানতাম না”— খোদেজার উক্তিটির কারণ বুঝিয়ে লেখ ।

(গ) উদ্দীপকের আরমান সাহেবের সাথে ‘বহিপীর’ নাটকের কোন চরিত্রের সাদৃশ্য রয়েছে? ব্যাখ্যা কর।

(ঘ) “বহিপীরের মতোই উদ্দীপকের বাদশা মিয়ার শেষ পর্যন্ত বোধোদয় ঘটেছে।”— উক্তিটির যৌক্তিকতা বিচার কর।

১১। রিমি স্বাস্থ্যকর্মী হিসেবে একটি এনজিওতে কাজ নিয়েছে। কাজের প্রয়োজনে তাকে মোটর সাইকেলে করে গ্রামের এ প্রান্ত থেকে ও প্রান্তে ঘুরে বেড়াতে হয়। ধর্মীয়- গোঁড়ামি ও কুসংস্কারের কারণে গ্রামের কিছু লোক ব্যাপারটি সহজভাবে মেনে নেয়নি। তারা রিমিকে চাকরি ছাড়তে চাপ প্রয়োগ করে, কিন্তু রিমি কিছুতেই তা করতে রাজি নয়। এমন সংকটময় মুহূর্তে তার সাহায্যে এগিয়ে আসেন এলাকার চেয়ারম্যান সাহেব। তিনি ঐ লোকদের উদ্দেশ্যে বলেন, “নারীপুরুষের সমন্বিত প্রচেষ্টা ছাড়া উন্নয়ন সম্ভব নয়। আমাদের চিন্তা-চেতনায় পরিবর্তন আনা দরকার।”

(ক) বহিপীর কাকে পুলিশ ডেকে আনতে বললো?

(খ) ‘নতুন এক জীবনের স্বাদ পেয়েছি,’ বলতে কী বোঝানো হয়েছে?

(গ) উদ্দীপকের চেয়ারম্যান সাহেবের মনোভাবে ‘বহিপীর’ নাটকের বৈশিষ্ট্য ফুটে উঠেছে? ব্যাখ্যা কর।

(ঘ) “উদ্দীপকের রিমি এবং ‘বহিপীর’ নাটকের তাহেরা উভয়ই অনমনীয় চরিত্রের অধিকারী। ” -মূল্যায়ন কর।

Leave a Comment