কাতার ফুটবল বিশ্বকাপ ২০২২ সময় সূচি বাংলাদেশ অনুযায়ী

কাতার ফুটবল বিশ্বকাপ ২০২২ সময় সূচি বাংলাদেশ অনুযায়ী

আজকে আমরা কাতার বিশ্বকাপ ফুটবল খেলার সময় সূচি ২০২২ বাংলাদেশ সময় অনুযায়ী কখন শুরু এবং শেষ হবে সেই বিষয় নিয়ে আজকে আলোচনা করব। তো চলেন তাহলে বাংলাদেশ এর সময় অনুযায়ী কাতার ফুটবল বিশ্বকাপের সময়সূচি দেখে নেওয়া যাক।

কাতার ফুটবল বিশ্বকাপ ২০২২ সময় সূচি বাংলাদেশ অনুযায়ী

নিম্নে কাতারে অনুষ্ঠিত FIFA বিশ্বকাপ ফুটবল খেলার সময় সূচি ২০২২ (বাংলাদেশ সময় অনুযায়ী) ও অন্যান্য দরকারি তথ্য নিয়ে এই পোস্টে বিস্তারিত তুলে ধরা হয়েছে। ফিফা বিশ্বকাপ ফুটবল ২০২২ সময়সূচী অনুযায়ী কাতার ফুটবল বিশ্বকাপ ২০২২ সালের প্রথম পর্বের খেলা বাংলাদেশ সময় ২০ নভেম্বর ২০২২ রাত ১০টায় অনুষ্ঠিত হয়েছে। ইতোমধ্যে কাতার বিশ্বকাপের সব টিকিট বিক্রি হয়ে গেছে! এটি ফুটবল বিশ্বকাপের ২২তম আসর। তবে আজকে আমরা ফুটবল বিশ্বকাপ ২০২২ সময় সূচি নিম্নে বিস্তারিত দিয়েছি।

২০ নভেম্বর ২০২২ তারিখ রাত ৮টায় (বাংলাদেশ সময়) অনুষ্ঠিত হয়েছে ফিফা বিশ্বকাপ ফুটবল ২০২২-এর উদ্বোধনী অনুষ্ঠান হয়েছে। উদ্বোধনী অনুষ্ঠান ও বিশ্বকাপের সবগুলো ম্যাচ দেশের ৩টি টিভি চ্যানেল ও একাধিক অ্যাপে দেখা যাবে। এছাড়া ফেসবুক লাইভে বিভিন্ন পেইজে কাতার ফুটবল বিশ্বকাপ খেলা দেখতে পারেন।

কাতার বিশ্বকাপ ফুটবল এর প্রতিটি দলে ২৬ জনের স্কোয়াড।
কাতারের ৮টি ফুটবল স্টেডিয়ামে ৬৪টি ম্যাচ অনুষ্ঠিত হবে।
বিশ্বকাপের আসর ২০ নভেম্বর শুরু হয়ে ১৮ ডিসেম্বর পর্যন্ত, টানা ২৯ দিন চলবে।

ফিফা বিশ্বকাপ ফুটবল ২০২২

খেলার ধরন : ফিফা বিশ্বকাপ ফুটবল ২০২২ কাতার
মোট অংশগ্রহণকারী দেশ : ৩২টি দেশ / দল
ভেন্যু : কাতার।
বাংলাদেশ সময় কখন হবে : বিকাল, সন্ধ্যা ও রাতে অনুষ্ঠিত হবে।
বিশ্বকাপ উদ্বোধন / ১ম ম্যাচ : ২০ নভেম্বর ২০২২
ফিফার ওয়েবসাইট : https://www.fifa.com

উদ্বোধনী ম্যাচ ও ফাইনাল খেলা যে মাঠে হবেঃ
কাতার ফুটবল বিশ্বকাপ উদ্বোধনী ম্যাচে এবং ফাইনাল খেলা একই স্টেডিয়ামে হবে না। উদ্বোধনী ম্যাচ অথবা ওপেনিং ম্যাচ অনুষ্ঠিত হবে Al Bayt Stadium এবং বিশ্বকাপ কবে লুসাইল স্টেডিয়ামে।

উদ্বোধনী খেলা (Opening match) : ২০-১১-২০২২ Al Bayt Stadium
ফাইনাল খেলা : ১৮-১২-২০২২ Lusail Stadium

কাতার ফুটবল বিশ্বকাপ ২০২২ সময় সূচি বাংলাদেশ অনুযায়ী
কাতার ফুটবল বিশ্বকাপ ২০২২ সময় সূচি বাংলাদেশ অনুযায়ী

কোন কোন চ্যানেলে ফিফা বিশ্বকাপ ফুটবল লাইভ দেখা যাবে?

বাংলাদেশে বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠান ও বিশ্বকাপের প্রতিটি খেলা সরাসরি সম্প্রচার করা হবে ৩টি চ্যানেলে। দেশি চ্যানেলগুলো হলো বিটিভি (BTV), টি স্পোর্টস (T sports) এবং জী টিভি (G tv)। ২০ নভেম্বর ২০২২ তারিখ রাত ৮টা থেকে এই উদ্বোধনী অনুষ্ঠান শুরু হবে। যদিও বিশ্বের বেশ কিছু বড় বড় শিল্পী কাতারে মানবাধিকার লংঘনের প্রতিবাদে এই অনুষ্ঠান থেকে নিজেদের সরিয়ে নিয়েছেন। এরপরও জমজমাট উদ্বোধনের অপেক্ষায় বিশ্ব।

কোন অ্যাপে দেখা যাবে বিশ্বকাপ ফুটবল
অনলাইনে স্মার্টফোন অ্যাপ টফিতে (Toffee) দেখা যাবে ম্যাচটি। অ্যান্ড্রয়েড বা আইওএস অপারেটিং সিস্টেমে চলা ফোনের পাশাপাশি ট্যাবলেট কম্পিউটার, ল্যাপটপ, কম্পিউটার ও স্মার্ট টেলিভিশনে উপভোগ করা যাবে এই ম্যাচ। Toffee লিখে স্মার্টফোনের Google Play Store-এ সার্চ করলেই এই অ্যাপটি পাওয়া যাবে। অথবা, সরাসরি এই লিংক থেকেও অ্যাপটি ইনস্টল বা ডাউনলোড করতে পারেন। Toffee app down load link : https://play.google.com/store/apps/details?id=com.banglalink.toffee&hl=en&gl=US&pli=1

অনলাইনে বিশ্বকাপ লাইভ
অনলাইনে বিশ্বকাপ লাইভ দেখতে ক্লিক করুন এই লিংকে :

https://toffeelive.com/#video/36a828a74c6b885ba29eab98e118168c33

গাজী টিভিতে বিশ্বকাপ লাইভ ম্যাচ
বিশ্বকাপ ম্যাচের সময় অনুযায়ী গাজী টিভির এই লিংক থেকে সরাসরি ম্যাচ দেখা যাবে : https://www.youtube.com/watch?v=vSHelsYpvkc

ফিফা ফুটবল বিশ্বকাপ ২০২২ গ্রুপ
২০ নভেম্বর ২০২২ তারিখে Group-A এর কাতার ও ইকুইডর-এর খেলার মাধ্যমে ফিফা ফুটবল বিশ্বকাপ ২০২২-এর আসর শুরু হতে যাচ্ছে। ১৮ ডিসেম্বর ২০২২ তারিখে ফাইনাল ম্যাচের মাধ্যমে শেষ হবে ফিফা বিশ্বকাপ ফুটবল ২০২২।

কোন কোন গ্রুপে কোন কোন দল বা দেশ :

গ্রুপ এ : কাতার, সেনেগাল, ইকুয়েডর, নেদারল্যান্ডস
গ্রুপ বি : ইংল্যান্ড, ইরান, ইউএসএ, ওয়েলস
গ্রুপ সি : আর্জেন্টিনা, সৌদি আরব, মেক্সিকো, পোল্যান্ড
গ্রুপ ডি : ফ্রান্স, অস্ট্রেলিয়া, ডেনমার্ক, টুনিশিয়া
গ্রুপ ই : স্পেন, কোস্টারিকা, জার্মানি, জাপান
গ্রুপ এফ : বেলজিয়াম, কানাডা, মরক্কো, ক্রোয়েশিয়া
গ্রুপ জি : ব্রাজিল, সার্বিয়া, সুইজারল্যান্ড, ক্যামেরুন
গ্রুপ এইচ : পর্তুগাল, ঘানা, উরুগুয়ে, দক্ষিণ কোরিয়া

ফিফা বিশ্বকাপ ফুটবল ২০২২ সময়সূচী বাংলাদেশ সময় অনুযায়ী
ফিফা বিশ্বকাপ ফুটবল ২০২২ চলবে একাধিক স্টেজে। প্রথম পর্ব অর্থাৎ গ্রুপ পর্বে সকল দল অংশগ্রণ করবে, এরপর রাউন্ড অফ ১৬ তে ১৬টি উত্তীর্ণ দল খেলবে।

এরপর যথাক্রমে কোয়ার্টার ফাইনাল, সেমি ফাইনাল, তৃতীয়স্থান নির্ধারণী ও ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে। চলুন ফিফা বিশ্বকাপ ফুটবল ২০২২ সময়সূচী বাংলাদেশ জেনে নেওয়া যাক। এখানে উল্লেখিত সময় “রাত ১টা” বলতে 1AM বুঝানো হয়েছে। অর্থাৎ নভেম্বর ২২তারিখ রাত ১টা এর মানে হলো নভেম্বর ২১ এর রাত ১২টার পর আসা রাত ১টা।

fifa international cup 2022 agenda bangladesh time
গ্রুপ পর্ব
নভেম্বর ২০ : কাতার বনাম ইকুইডর, রাত ১০টা
নভেম্বর ২১ : ইংল্যান্ড বনাম ইরান, সন্ধ্যা ৭টা
নভেম্বর ২১, সেনেগাল বনাম নেদারল্যান্ডস, রাত ১০টা
নভেম্বর ২২, ইউএসএ বনাম ওয়েলস, রাত ১টা
নভেম্বর ২২, আর্জেন্টিনা বনাম সৌদি আরব, বিকাল ৪টা
নভেম্বর ২২, ডেনমার্ক বনাম টুনিশিয়া, সন্ধ্যা ৭টা
নভেম্বর ২২, মেক্সিকো বনাম পোল্যান্ড, রাত ১০টা
নভেম্বর ২৩, ফ্রান্স বনাম অস্ট্রেলিয়া, রাত ১টা
নভেম্বর ২৩, মরক্কো বনাম ক্রোয়েশিয়া, বিকাল ৪টা
নভেম্বর ২৩, জার্মানি বনাম জাপান, সন্ধ্যা ৭টা
নভেম্বর ২৩, স্পেন বনাম কোস্টারিকা, রাত ১০টা
নভেম্বর ২৪, বেলজিয়াম বনাম কানাডা, রাত ১টা
নভেম্বর ২৪, সুইজারল্যান্ড বনাম ক্যামেরুন, বিকাল ৪টা
নভেম্বর ২৪, উরুগুয়ে বনাম দক্ষিণ কোরিয়া, সন্ধ্যা ৭টা
নভেম্বর ২৪, পর্তুগাল বনাম ঘানা, রাত ১০টা
নভেম্বর ২৫, ব্রাজিল বনাম সার্বিয়া, রাত ১টা
নভেম্বর ২৫, ওয়েলস বনাম ইরান, বিকাল ৪টা
নভেম্বর ২৫, কাতার বনাম সেনেগাল, সন্ধ্যা ৭টা
নভেম্বর ২৫, নেদারল্যান্ডস বনাম ইকুইডর, রাত ১০টা
নভেম্বর ২৬, ইংল্যান্ড বনাম ইএসএ, রাত ১টা
নভেম্বর ২৬, টুনিশিয়া বনাম অস্ট্রেলিয়া, বিকাল ৪টা
নভেম্বর ২৬, পোল্যান্ড বনাম সৌদি আরব, সন্ধ্যা ৭টা
নভেম্বর ২৬, ফ্রান্স বনাম ডেনমার্ক, রাত ১০টা
নভেম্বর ২৭, আর্জেন্টিনা বনাম মেক্সিকো, রাত ১টা
নভেম্বর ২৭, জাপান বনাম কোস্টারিকা, বিকাল ৪টা
নভেম্বর ২৭, বেলজিয়াম অনাম মরোক্কো, সন্ধ্যা ৭টা
নভেম্বর ২৭, ক্রোয়েশিয়া বনাম কানাডা, রাত ১০টা
নভেম্বর ২৮, স্পেন বনাম জার্মানি, রাত ১টা
নভেম্বর ২৮, ক্যামেরুন বনাম সার্বিয়া, বিকাল ৪টা
নভেম্বর ২৮, দক্ষিণ কোরিয়া বনাম ঘানা, সন্ধ্যা ৭টা
নভেম্বর ২৮, ব্রাজিল বনাম সুইজারল্যান্ড, রাত ১০টা
নভেম্বর ২৯, পর্তুগাল বনাম উরুগুয়ে, রাত ১টা
নভেম্বর ২৯, ইকুইডর বনাম সেনেগাল, রাত ৯টা
নভেম্বর ২৯, নেদারল্যান্ডস বনাম কাতার, রাত ৯টা
নভেম্বর ৩০, ইরান বনাম ইউএসএ, রাত ১টা
নভেম্বর ৩০, ওয়েলস বনাম ইংল্যান্ড, রাত ১টা
নভেম্বর ৩০, টুনিশিয়া বনাম ফ্রান্স, রাত ৯টা
নভেম্বর ৩০, অস্ট্রেলিয়া বনাম ডেনমার্ক, রাত ৯টা
ডিসেম্বর ১, পোল্যান্ড বনাম আর্জেন্টিনা, রাত ১টা
ডিসেম্বর ১, সৌদি আরব বনাম মেক্সিকো, রাত ১টা
ডিসেম্বর ১, ক্রোয়েশিয়া বনাম বেলজিয়াম, রাত ৯টা
ডিসেম্বর ১, কানাডা বনাম মরক্কো, রাত ৯টা
ডিসেম্বর ২, জাপান বনাম স্পেন, রাত ১টা
ডিসেম্বর ২, কোস্টারিকা বনাম জার্মানি, রাত ১টা
ডিসেম্বর ২, দক্ষিণ কোরিয়া বনাম পর্তুগাল, রাত ৯টা
ডিসেম্বর ২, ঘানা বনাম উরুগুয়ে, রাত ৯টা
ডিসেম্বর ৩, সার্বিয়া বনাম সুইজারল্যান্ড, রাত ১টা
ডিসেম্বর ৩, ক্যামেরুন বনাম ব্রাজিল, রাত ১টা
গ্রুপ অব ১৬
গ্রুপ অব ১৬-এর খেলা হবে গ্রুপ পর্বের শীর্ষ ১৬টি দল নিয়ে। এখানে শুধু খেলার তারিখ দেয়া হয়েছে। খেলা চলা অবস্থায় যথাসময়ে এই তালিকা আপডেট করা হবে।

ডিসেম্বর ৩, রাত ৯টা
ডিসেম্বর ৪, রাত ১টা
ডিসেম্বর ৪, রাত ৯টা
ডিসেম্বর ৫, রাত ১টা
ডিসেম্বর ৫, রাত ৯টা
ডিসেম্বর ৬, রাত ১টা
ডিসেম্বর ৬, রাত ৯টা
ডিসেম্বর ৭, রাত ১টা

কোয়ার্টার ফাইনাল
ডিসেম্বর ৯, রাত ৯টা
ডিসেম্বর ১০, রাত ১টা
ডিসেম্বর ১০, রাত ৯টা
ডিসেম্বর ১১, রাত ১টা
সেমি ফাইনাল খেলার তারিখ
ডিসেম্বর ১৪, রাত ১টা
ডিসেম্বর ১৫, রাত ১টা
তৃতীয় স্থান নির্ধারনী
ডিসেম্বর ১৭, রাত ৯টা
ফাইনাল খেলার তারিখ
ডিসেম্বর ১৮, রাত ৯টা
বিশ্বকাপ ফুটবল ২০২২ বাছাই পর্ব পয়েন্ট টেবিল

সেমি ফাইনাল
ডিসেম্বর ১৪, রাত ১টা
ডিসেম্বর ১৫, রাত ১টা
তৃতীয় স্থান নির্ধারনী
ডিসেম্বর ১৭, রাত ৯টা
ফাইনাল
ডিসেম্বর ১৮, রাত ৯টা

ফিফা বিশ্বকাপ সম্পর্কিত FAQS । ফিফা বিশ্বকাপ নিয়ে প্রশ্ন উত্তর
১) ফিফা বিশ্বকাপ ২০২২ এ মোট কয়টি দল অংশগ্রহন করবে?

উত্তরঃ ফিফা বিশ্বকাপ ২০২২ এ ৮ টি গ্রুপে মোট ২ টি দল অংশগ্রহন করবে।

২) কীভাবে ফিফা বিশ্বকাপ ২০২২ এর সকল ম্যাচ লাইভ দেখবো?

টি স্পোর্টস এবং জী টিভি এবং বিটিভি অর্থাৎ বাংলাদেশ টেলিভিশন ফিফা বিশ্বকাপের সকল ম্যাচ সরাসরি সম্প্রচারিত করছে। এছাড়াও আপনি Toffe সহ বিভিন্ন অ্যাপ এবং ওয়েবসাইট সার্চ করে ফ্রিতে ফিফা বিশ্বকাপের সকল ম্যাচ সরাসরি লাইভ দেখতে পারবেন।

৩। ফিফা বিশ্বকাপ ফুটবল ২০২২ কিভাবে দেখা যাবে?
ফিফা বিশ্বকাপ ফুটবল ২০২২ লাইভ দেখা যাবে টিভিতে ও অনলাইনে। এছাড়া অনলাইনে লাইভ স্কোরও দেখা যাবে৷

৪। কোন দলগুলো বর্তমানে ফিফা র‍্যাংকিংয়ে এগিয়ে আছে?
ফিফা ফুটবল র‍্যাংকিংয়ে সবচেয়ে এগিয়ে রয়েছে ব্রাজিল। ব্রাজিলের পর র‍্যাংকিংয়ে দ্বিতীয় স্থানে রয়েছে বেলজিয়াম ও তৃতীয় স্থানে রয়েছে আর্জেন্টিনা। চতুর্থ স্থানে রয়েছে ফ্রান্স ও পঞ্চম স্থানে ইংল্যান্ড।

৫। ফিফা বিশ্বকাপ ফুটবল ২০২২ টিকেট
ফিফা বিশ্বকাপ ফুটবল ২০২২ এর টিকেট বিক্রি ইতিমধ্যে শুরু হয়ে গিয়েছে। ফিফা’র অফিসিয়াল ওয়েবসাইট থেকে বিশ্বকাপ ফুটবল এর টিকেট কেনা যাবে। টিকেট কিনতে ও বিস্তারিত জানতে FIFA.com/tickets লিংকে ভিজিট করুন।

কাতার ফুটবল বিশ্বকাপ ২০২২ সময় সূচি বাংলাদেশ অনুযায়ী

ফিফা বিশ্বকাপ ২০২২ নিয়ে সর্বশেষ
আজকের পোষ্টে মূলত আমরা জেনেছি ফিফা বিশ্বকাপ ২০২২ সময়সূচি সম্পর্কে। জেনেছি কোন দল কোন গ্রুপের অন্তর্ভুক্ত। এছাড়াও জেনেছি এবারের ফিফা বিশ্বকাপে খেলার নিয়মাবলী অর্থাৎ কয়টি স্টেপে খেলা ফাইনাল অব্দি মাঠে গড়াবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *