কারক কাকে বলে | কারক কত প্রকার ও কি কি | উদাহরণ সহ ব্যাখ্যা কর

কারক কাকে বলে | কারক কত প্রকার ও কি কি | উদাহরণ সহ ব্যাখ্যা কর

বিভিন্ন চাকরির প্রস্তুতি নেয়া ভাই বোনেরা আশা করি ভালোই আছেন। আপডেট চাকরির পক্ষ থেকে আপনাদের স্বাগতম । আজকে আমরা কারক কাকে বলে? কারক কত প্রকার ও কি কি? উদাহরণ সহ বিস্তারিত আলোচনা করার চেস্টা করব। আশা আজকের আর্টিকেল আপনাদের কারক বিশ্যে সম্পুর্ণ ধারনা দিবে।

কারক কাকে বলে? কারক কত প্রকার ও কি কি? উদাহরণ সহ ব্যাখ্যা কর

কারকঃ বাক্য অর্থবোধক পদের সমন্বয়ে গড়ে ওঠে। নির্দিষ্ট নিয়মে বাক্যে পদসমূহ সজ্জিত থেকে অর্থবোধক ও সহজবোধ্য মনোভাব প্রকাশে সহায়তা করে তাই বাক্যের কোনো পদই সম্পর্কহীন নয়। পদগুলোর পরস্পরের মধ্যে কোনো না কোনো সম্বন্ধ বা সম্পর্ক বা যোগসূত্র থাকে । ব্যাকরণে এই সম্বন্ধকে বলে অন্বয়। বাক্যে ‘নামপদের সঙ্গে ‘ক্রিয়া-পদের- যে সম্পর্ক তাকে কারক বলে নামপদের সঙ্গে ক্রিয়াপদের যে সম্পর্ক তা বিভিন্ন রকম হতে পারে।

কর্তা একা ক্রিয়া (কাজ) সম্পাদন করতে পারে না। তার সহায়ক দরকার হয়। জিয়া যত বড়ো হবে কর্তার কর্মপরিধি ও আয়োজনও তত বিস্তৃত হবে। কর্তার অনেক কাজ সম্পাদনে ব্যক্তি ছাড়াও বস্তুর সাহায্য লাগতে পারে। ক্রিয়া সম্পাদনের স্থান বা আধার বা কালেরও দরকার হয়। এভাবে কোনো ক্রিয়া সম্পাদনে যেকোনো কিছুর কোনো না কোনো সম্পর্ক ক্রিয়ার সঙ্গে বিদ্যমান থাকে। সেই সম্পর্কের সমষ্টিই কারক।

কারক কাকে বলে | কারক কত প্রকার ও কি কি | উদাহরণ সহ ব্যাখ্যা কর
কারক কাকে বলে | কারক কত প্রকার ও কি কি | উদাহরণ সহ ব্যাখ্যা কর

কারক চেনার উপায়

কারক-এর সংজ্ঞার্থঃ কারক শব্দের আক্ষরিক অর্থ ‘যে ক্রিয়া সম্পন্ন করে’। ‘কারক’ শব্দটিকে বিশ্লেষণ করলে পাই । √কৃ + অক (ণক)। এর অর্থ যে বা যারা করে বা কার্য সম্পাদন করে। বাক্যে ক্রিয়াপদের সঙ্গে নামপদের যে সম্পর্ক, তাই কারক। যেমন- কামাল হাসে। এ বাক্যে হাসে একটি ক্রিয়াপদ। ‘কামাল হাসে’ বাক্যের ক্রিয়াপদ ‘হাসে” এর সঙ্গে বিশেষ্য পদ ‘কামাল’ এর একটি সম্পর্ক রয়েছে। এ সম্পর্কটি হলো ‘কারক।

কারকের শ্রেণিবিভাগ

কারকের প্রকৃতি, বৈশিষ্ট্য, অবস্থান ও কার্যকরণ নিয়ে বৈয়াকরণপণের মধ্যে অনেক আলোচনা-পর্যালোচনা ও বিশ্লেষণ হয়েছে।

প্রত্যেকটি পর্যালোচনা ও বিশ্লেষণ বিবেচনা করে বৈয়াকরণগণ কারকের শ্রেণিবিভাগ সম্পর্কে একটি সিদ্ধান্তে উপনীত হয়েছেন

ক্রিয়ার সঙ্গে বাক্যের অন্তর্গত পদের সম্পর্কের পরিপ্রেক্ষিতে কারক ছয় প্রকার। যথা

১. কর্তৃকারক

. কর্ম কারকঃ কর্তা যাকে অবলম্বন করে ক্রিয়া সম্পাদন করে তাকে কর্মকারক বলে।

অর্থাৎ কর্মকারক কাকে বলে? তা বলতে ক্রিয়াকে ‘কি’ বা ‘কাকে’ জিজ্ঞেস করে যে উত্তর পাওয়া যায় তা কর্ম এবং ক্রিয়া পদের সঙ্গে কর্মের সম্বন্ধই কর্মকারক।

৩. করণ কারক

৪. সম্প্রদান কারক

৫. অপাদান কারক

৬. অধিকরণ কারক

কারক নির্ণয়ের সহজ পদ্ধতি

অনেকে মনে করেন, কারক নির্ণয় করা কঠিন। তা কিন্তু ঠিক নয়। এটি খুব সহজ। কীভাবে সহজ তা নিচে কেবল একটি উদাহরণের মাধ্যমে দেখানো হলো : ‘রহিম সাহেব’ আজ সকালে পকেট থেকে নিজ হাতে গরিবদের টাকা দান করলেন

এখন ক্রিয়াকে ধরে প্রশ্ন করি কে দিলেন? রহিম সাহেব । এখানে ‘রহিম সাহেব’ কর্তৃকারক ।

কী দিলেন ? টাকা। টাকা দিয়ে রহিম সাহেব ক্রিয়া সম্পাদন করেছেন। তাই টাকা’ হলো কর্ম কারক

কী দ্বারা দিলেন? নিজ হাতে। রহিম সাহেব নিজ হাত দিয়ে কাজটি সম্পন্ন করেছেন।

সুতরাং “নিয়া হাত করণ কারক কাকে দিলেন? গরিবদের দিলেন এখানে ‘গরিব’ হলো সম্প্রদান কারক রহিম সাহেব টাকা নিঃস্বার্থভাবে দান করেছেন এ টাকা তিনি আর ফেরত নেবেন না বা বিনিময়েও দৃশ্যত কিছু পাবেন না। তাই এটি দান। দান বুঝালে হয় সম্প্রদান কারক । কোথা হতে দিলেন? পকেট থেকে। ক্রিয়া সম্পাদনের স্থান বুঝিয়েছে এটি অপাদান কারক। কখন দিলেন? সকালে এটি ক্রিয়া সম্পাদনের সময় নির্দেশ করেছে। এটি অধিকরণ কারক

সুতরাং ক্রিয়াকে — ‘কে বা কারা করেছে’ প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায় সেটা কর্তৃকারক

‘কী করেছে’ প্রশ্ন করে যে উত্তর পাওয়া যায় সেটা কর্ম কারক ‘কী দ্বারা’ প্রশ্ন করে যে উত্তর পাওয়া যায় তা করণ কারক।

“কাকে দান করা হলো প্রশ্ন করে যে উত্তর পাওয়া যায় সেটি সম্প্রদান কারক ‘কোথা হতো প্রশ্ন করে যে উত্তর পাওয়া যায় তা অপাদান কারক ।

‘কখন কার্যটি সম্পন্ন হলো প্রশ্ন করে যে উত্তর পাওয়া যায় সেটি অধিকরণ কারক। আবার কারকের আলোচনায় বিভক্তির প্রসঙ্গটি অত্যাবশ্যক।

নিচে কারক নির্ণয়ের একটি সহজ কৌশল সংক্ষেপে ছক আকারে দেওয়া হলো
বাক্যের ক্রিয়াপদের সঙ্গে নামপদের সম্পর্ককে কারক বলে। অর্থাৎ, বাক্যের ক্রিয়াপদের সঙ্গে অন্যান্য পদের যে সম্পর্ক, তাকে কারক বলে। বাক্যস্থিত যে বিশেষ্য বা সর্বনাম পদ ক্রিয়া সম্পন্ন করে, তাকে ক্রিয়ার কর্তা বা কর্তৃকারক বলে। ক্রিয়াকে ‘কে/ কারা’ দিয়ে প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায়, সেটিই কর্তৃকারক।

কারক থেকে প্রশ্ন ও উত্তর

  1. ‘সকলকে মতে হবে’- বাক্যে সকলকে শব্দটি কোন কারকে কোন বিভক্তি?
    ক. কর্তৃকারকে দ্বিতীয়া
    খ. কর্মকারকে দ্বিতীয়া
    গ. অপাদানে দ্বিতীয়া
    ঘ. অধিকরণে দ্বিতীয়া
    উত্তরঃ ক
  2. ‘ভাইয়ে’ ভাইয়ে বেশ মিল’ বাক্যে ভাইয়ে শব্দটি কোন কারকে কোন বিভক্তি?
    ক. কর্তায় ১মা
    খ. কর্তায় ২য়া
    গ. কর্তায় ৭মী
    ঘ. কর্মে ২য়া
    উত্তরঃ গ
  3. ‘পাগলে কিনা বলে’ বাক্যে পাগলে শব্দটি কোন কারকে কোন বিভক্তি?
    ক. কর্তায় ষষ্ঠী
    খ. কর্তায় ২য়া
    গ. কর্তায় ৭মী
    ঘ. কর্তায় শুন্য
    উত্তরঃ গ
  4. দশে মিলে করি কাজ- বাক্যে ‘দশে’ কোন কারকে কোন বিভক্তি?
    ক. কর্তৃকারকে ২য়া
    খ. সম্প্রদান কারকে ৭মী
    গ. কর্তৃকারকে ৭মী
    ঘ. কর্তৃকারকে ৪র্থী
    উত্তরঃ গ
  5. ‘জল পড়ে, পাতা নড়ে’- এখানে জল ও পাতা কোন কারক-বিভক্তি?
    ক. কর্তায় প্রথমা
    খ. কর্তায় সপ্তমী
    গ. কর্তায় চতুর্থী
    ঘ. কর্তায় তৃতীয়া
    উত্তরঃ ক
  6. ‘জল পড়ে, পাতা নড়ে’- জল শব্দটি কোন কারকে কোন বিভক্তি?
    ক. কর্তায় শূন্য
    খ. অপাদানে শূন্য
    গ. কর্মে শূন্য
    ঘ. করণে শূন্য
    উত্তরঃ ক
  7. ‘তাকে দিয়ে কিছু হবে না’- বাক্যে তাকে শব্দটি কোন কারকে কোন বিভক্তি?
    ক. কর্তৃকারকে দ্বিতীয়া
    খ. কর্মে দ্বিতীয়া
    গ. করণে দ্বিতীয়া
    ঘ. অধিকরণে দ্বিতীয়া
    উত্তরঃ ক
  8. ‘মানুষে ভাবে এক, হয় আর এক’- বাক্যে মানুষে শব্দটি কোন কারকে কোন বিভক্তি?
    ক. কর্তৃকারকে সপ্তমী
    খ. কর্মকারকে সপ্তমী
    গ. অপাদান কারকে সপ্তমী
    ঘ. অধিকরণ কারকে সপ্তমী
    উত্তরঃ ক
  9. কর্তৃকারকে শূন্য বিভক্তির উদাহরণ কোনটি?
    ক. ছাগলে কিনা খায়
    খ. টাকায় টাকা আনে
    গ. আরেফ বই পড়ে
    ঘ. ডাক্তার ডাক
    উত্তরঃ গ
  10. কোনটি কর্তৃকারকে সপ্তমী বিভক্তির উদাহরণ?
    ক. কোদালে মাটি কাটব
    খ. জাহাজ চট্টগ্রাম ছাড়ল
    গ. সাপের হাসি বেদেয় চেনে
    ঘ. আমারে তুমি রক্ষা করো
    উত্তরঃ ঘ
  11. ‘কারক’ (কৃ+ণক) শব্দটির অর্থ?
    ক. যা পদকে সম্পাদন করে
    খ. যা সমাস সম্পাদন করে
    গ. যা ক্রিয়া সম্পাদন করে
    ঘ. যা পদ ও সমাসকে সম্পাদন করে
    উত্তরঃ গ
  12. বাক্যস্থিত ক্রিয়াপদের সাথে কোন পদের সম্পর্ককে কারক বলে
    ক. বিশেষণ পদের
    খ. অব্যয় পদের
    গ. নাম পদের
    ঘ. ক্রিয়া বিশেষণ পদের
    উত্তরঃ গ
  13. বাক্যের প্রতিটি শব্দের সাথে অম্বয় সাধনের জন্য যে সকল বর্ণ যুক্ত হয় তাদের কী বলে?
    ক. কারক
    খ. বিভক্তি
    গ. সমাস
    ঘ. সম্বন্ধ পদ
    উত্তরঃ খ
  14. ক্রিয়াপদের সাথে সম্পর্কযুক্ত পদকে কি বলে?
    ক. সমাস
    খ. কারক
    গ. সন্ধি
    ঘ. বিশেষণ
    উত্তরঃ খ
  15. কোন ক্ষেত্রে বিভক্তির প্রয়োজন হয়?
    ক. কারক
    খ. সন্ধি
    গ. প্রকৃতি
    ঘ. সমাস
    উত্তরঃ ক
  16. বিভক্তি প্রধানত কত প্রকার?
    ক. ২ প্রকার
    খ. ৩ প্রকার
    গ. ৫ প্রকার
    ঘ. ৪ প্রকার
    উত্তরঃ ক
  17. বিভক্তি কত প্রকার?
    ক. ৫ প্রকার
    খ. ২ প্রকার
    গ. ৭ প্রকার
    ঘ. ৩ প্রকার
    উত্তরঃ গ
  18. নিম্নের কোনটি বিভক্তি নয়?
    ক. দ্বারা
    খ. থেকে
    গ. চেয়ে
    ঘ. পযন্ত
    উত্তরঃ ঘ
  19. ‘বুলবৃলিতে ধান খেয়েছে’- এই বাক্যের ‘বুলবুলিতে’ শব্দের কোন কারকে ও কোন বিভক্তি রয়েছে?
    ক. করণে ৭মী
    খ. অধিকরণে ৭মী
    গ. কর্তৃকারকে ৭মী
    ঘ. অপাদানে ৭মী
    উত্তরঃ গ
  20. ‘আমাকে যেতে হবে’-বাক্যে আমাকে শব্দটি কোন কারকে কোন বিভক্তি?
    ক. কর্তৃকারকে দ্বিতীয়া
    খ. কর্মে দ্বিতীয়া
    গ. করণে দ্বিতীয়া
    ঘ. অপাদানে দ্বিতীয়া
    উত্তরঃ ক
  21. ‘পরীক্ষা এলেই তার চোখে জল ঝরে’- বাক্যে পরীক্ষা শব্দটি কোন কারকে কোন বিভক্তি?
    ক. কর্মে শূন্য
    খ. কর্তায় শূন্য
    গ. অপাদানে পঞ্চমী
    ঘ. অধিকরণে ষষ্ঠী
    উত্তরঃ খ
  22. “নগরে রাজা এলো” —‘রাজা’ এর কারক ও বিভক্তি-
    ক. কর্মে শূন্য
    খ. কর্তায় শূন্য
    গ. অপাদানে পঞ্চমী
    ঘ. অধিকরণে ষষ্ঠী
    উত্তরঃ খ
  23. ‘জেলে ভাই ধরে মাছ মেঘের ছায়ায়।’- এখানে ‘জেলে’ কোন কারকে কোন বিভক্তি?
    ক. কর্তৃকারকে ৭মী বিভক্তি
    খ. কর্তৃকারকে ১মা বিভক্তি
    গ. অধিকরণ কারকে ৭মী বিভক্তি
    ঘ. কর্মকারকে ১মা বিভক্তি
    উত্তরঃ খ
  24. ‘দেবতার ধন কে যায় লয়ে ফিরায়ে লয়ে’- এ বাক্যে ‘দেবতার’ পদটি-
    ক. সম্প্রদানে ষষ্ঠী
    খ. সম্বন্ধে ষষ্ঠী
    গ. কর্মে ষষ্ঠী
    ঘ. কর্তায় ষষ্ঠী
    উত্তরঃ ঘ
  25. কোন বাক্যে কর্তায় এ বিভক্তির উদাহরণ দেওয়া হয়েছে?
    ক. অন্ধজনে বদ্ধ ঘরে, দিবা-রাত্রি কষ্ট করে
    খ. ঘর ভরেছে অন্ধজনে
    গ. হাত বাড়িয়ে কর্মে টান অন্ধজনে
    ঘ. অন্ধজনে দেহ আলো
    উত্তরঃ ক
  26. ‘আমার যাওয়া হয়নি’- ‘আমার’ কোন কারকে কোন বিভক্তি?
    ক. কর্মে শূন্য
    খ. কর্তায় শূন্য
    গ. কর্তায় ষষ্ঠী
    ঘ. কর্মে ষষ্ঠী
    উত্তরঃ গ
  27. ব্যতিহার কর্তার উদাহরণ কোনটি?
    ক. ছেলেরা ফুটবল খেলছে
    খ. মুষলধারে বৃষ্টি পড়ছে
    গ. বাঘে-মহিষে এক ঘাটে জল খায়
    ঘ. শিক্ষক ছাত্রদের ব্যাকরণ পড়াচ্ছেন
    উত্তরঃ গ
  28. যাকে উদ্দেশ্য করে ক্রিয়া সম্পাদিত হয় তাকে বলে-
    ক. কর্তৃকারক
    খ. সম্প্রদান কারক
    গ. কারণ কারক
    ঘ. কর্মকারক
    উত্তরঃ ঘ
  29. ক্রিয়ার বিষয়কে কি বলে?
    ক. কর্ম
    খ. পদ
    গ. সমাস
    ঘ. করণ
    উত্তরঃ ক
  30. ‘এমন মেয়ে আর দেখিনি’- বাক্যে মেয়ে শব্দটি কোন কারকে কোন বিভক্তি?
    ক. কর্তায় শূন্য
    খ. কর্মে শূন্য
    গ. অপাদানে শূন্য
    ঘ. অধিকরণে শূন্য
    উত্তরঃ খ
  31. ‘আমার গানের মালা আমি করব কারে দান’- বাক্যে মালা শব্দটি কোন কারকে কোন বিভক্তি?
    ক. কর্তৃকারকে শূন্য
    খ. কর্মকারকে শূন্য
    গ. করণ কারকে শূন্য
    ঘ. অপাদান কারকে শূন্য
    উত্তরঃ খ
  32. ‘জিজ্ঞাসিবে জনে জনে’ বাক্যে জনে জনে শব্দটি কোন কারকে কোন বিভক্তি?
    ক. কর্তায় সপ্তমী
    খ. কর্মে সপ্তমী
    গ. করণে পঞ্চমী
    ঘ. অপাদানে সপ্তমী
    উত্তরঃ খ
  33. ‘প্রিয়জনে যাহা দিতে চাই তাই দিই দেবতারে’ বাক্যে প্রিয়জনে শব্দটি কোন কারকে কোন বিভক্তি?
    ক. অধিকরণে প্রথমা
    খ. কর্মে সপ্তমী
    গ. অপাদানে সপ্তমী
    ঘ. সম্প্রদানে সপ্তমী
    উত্তরঃ খ
  34. ছেলেরা ক্রিকেট খেলে- বাক্যে ক্রিকেট শব্দটি কোন কারকে কোন বিভক্তি?
    ক. কর্মে শূন্য
    খ. করণে শূন্য
    গ. অপাদানে শূন্য
    ঘ. অধিকরণে শূন্য
    উত্তরঃ ক
  35. “সর্বাঙ্গে ব্যথা, ঔষধ দিব কোথা” এই বাক্যে ‘ঔষধ’ কোন কারকে কোন বিভক্তির উদাহরণ?
    ক. কর্মকারকে শূন্য
    খ. সম্প্রদানে সপ্তমী
    গ. অধিকরণে শূন্য
    ঘ. কর্তৃকারকে শূন্য
    উত্তরঃ ক
  36. “কারক পড়ায় তারক ঠাকুর”- কারক শব্দটি কোন কারক?
    ক. কর্ম
    খ. সম্প্রদান
    গ. কর্তা
    ঘ. করণ
    উত্তরঃ ক
  37. ‘করিমকে রহিম গতকাল মেরেছে’ বাক্যে কর্মকারক সূচক শব্দ কোনটি?
    ক. রহিম
    খ. করিমকে
    গ. গতকাল
    ঘ. মেরেছে
    উত্তরঃ খ
  38. “ঘোড়া গাড়ি টানে।” এখানে ‘গাড়ি’-
    ক. কর্মকারক
    খ. কর্তৃকারক
    গ. করণ কারক
    ঘ. অপাদান কারক
    উত্তরঃ ক
  39. “রহিম ধোপাকে কাপড় ধুতে দিল”- ধোপাকে ইহা কোন কারক?
    ক. কর্তৃকারক
    খ. কর্মকারক
    গ. সম্প্রদান কারক
    ঘ. অপাদান কারক
    উত্তরঃ খ
  40. “শুধু বিঘে দুই ছিল মোর ভুঁই”- এখানে ‘ভুঁই’ কোন কারকে কোন বিভক্তি?
    ক. কর্মে ৭মী
    খ. করণে শূন্য
    গ. কর্মে শূন্য
    ঘ. অধিকারণে শূন্য
    উত্তরঃ গ
  41. কর্ম কারকের উদাহরণ কোনটি?
    ক. তোমাকে সেদিন দেখেছিলাম
    খ. তোমাকে আজই যেতে হবে
    গ. বাবাকে বড় ভয় করে
    ঘ. তোমাকে অনেক কথা শুনতে হবে
    উত্তরঃ ঘ
  42. ‘কপোল ভাসিয়া গেল নয়নের জলে’- বাক্যে কপোল শব্দটি কোন কারকে কোন বিভক্তি
    ক. কর্মে শূন্য
    খ. করণে ৩য়া
    গ. অধিকরণে শূন্য
    ঘ. কর্মে ২য়া
    উত্তরঃ ক
  43. ‘রেখো মা দাসেরে মনে।’ বাক্যে ‘দাসেরে’ শব্দটি কোন কারকে কোন বিভক্তি?
    ক. করণে ২য়া
    খ. কর্মে ২য়া
    গ. অপাদানে ৩য়া
    ঘ. অধিকরণে ২য়া
    উত্তরঃ খ
  44. খালেদ বই পড়ে- বাক্যে বই শব্দটি কোন কারকে কোন বিভক্তি?
    ক. করণে শূন্য
    খ. অধিকরণে শূন্য
    গ. কর্মে শূন্য
    ঘ. অপাদানে শূন্য
    উত্তরঃ গ
  45. ‘আরেফ বই পড়ে’ বাক্যে ‘বই’ শব্দটি কোন কারকে কোন বিভক্তি?
    ক. কর্মকারকে ১মা
    খ. কর্মকারকে শূন্য
    গ. অপাদানে ১মা
    ঘ. অধিকরণে কারকে ৫মী
    উত্তরঃ খ
  46. ‘শুক্রবার স্কুল বন্ধ’- বাক্যে স্কুল শব্দটি কোন কারকে কোন বিভক্তি?
    ক. কর্তায় শূন্য
    খ. কর্মে শূন্য
    গ. অপাদানে শূন্য
    ঘ. অধিকরণে শূন্য
    উত্তরঃ খ
  47. ‘আমাদের একটি গল্প বলুন।’ বাক্যে আমাদের শব্দটি কোন কারকে কোন বিভক্তি?
    ক. কর্মে ষষ্ঠী
    খ. কর্মে ২য়া
    গ. অপাদানে ৫মী
    ঘ. সম্প্রদানে ষষ্ঠী
    উত্তরঃ ক
  48. ‘ডাক্তার ডাক’- ডাক্তার কোন কারকে কোন বিভক্তি?
    ক. কর্তৃকারকে শূন্য
    খ. কর্তৃকারকে দ্বিতীয়া
    গ. কর্মকারকে শূন্য
    ঘ. অপাদান কারকে শূন্য
    উত্তরঃ গ
  49. ‘আমার গানের মালা আমি করব কারে দান’ বাক্যে ‘কারে’ শব্দটির কারক ও বিভক্তি কোনটি?
    ক. করণে সপ্তমী
    খ. অপাদানে সপ্তমী
    গ. কর্মে সপ্তমী
    ঘ. কর্তায় সপ্তমী
    উত্তরঃ গ

প্রিয় পাঠক উপরে কারক কাকে বলে? কারক কত প্রকার ও কি কি? উদাহরণ সহ দিয়েছি। আশা করি কারক নিয়ে আর কোন সমস্যা নেই। এছাড়া আমরা আমাদের সাইট থেকে চাকরির প্রস্তুতি নিতে অন্যান্য পোষ্ট ঘুরে দেখে পারেন।

আজকের টপিক সম্পর্কিত প্রশ্নঃ কারক চেনার সহজ উপায়, কারক এর উদাহরণ, কারক কাকে বলে pdf, কারক ও বিভক্তি উদাহরণ, কারক অনুশীলন, কারক কাকে বলে উদাহরণসহ বিভিন্ন প্রকার, কারক ও বিভক্তি কাকে বলে, কারক কয় প্রকার, কর্ম কারক , তিলে তৈল হয় কোন কারক , কারক শব্দের অর্থ কি, কারক কাকে বলে, কারক ও বিভক্তি চেনার সহজ উপায়, কারক চেনার সহজ উপায় , টাকায় টাকা আনে কোন কারক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *