গাক এনজিও নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২ | GUK NGO job cirrcular 2022 | এনজিও জব সার্কুলার নিয়োগ ২০২২ঃ গ্রাম উন্নয়ন কর্ম (গাক) জাতীয় পর্যায়ের একটি বেসরকারী উন্নয়ন সংস্থা। সংস্থাটি দীর্ঘ ৩০ বছর যাবত সমগ্র দেশে প্রায় ১০ লক্ষ পরিবারের মাঝে ঋণ কার্যক্রমসহ শিক্ষা, স্বাস্থ্য ও বিভিন্ন উন্নয়নমূলক কর্মসূচি বাস্তবায়ন করে আসছে। সংস্থার চলমান ঋণ কার্যক্রম পরিচালনার লক্ষ্যে নিম্নবর্ণিত পদে জনবল নিয়োগের জন্য আগ্রহী প্রার্থীদের নিকট থেকে দরখাস্ত আহ্বান করা যাচ্ছেঃ উৎসঃ দৈনিক প্রথম আলো – ১ সেপ্টেম্বর ২০২২
গাক এ নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২ | GUK NGO new job cirrcular 2022 সংক্ষিপ্ত ভাবে দেখুন…
- পদ: ০৫ টি
- শূন্যপদের সংখ্যা: ৬৯৫ টি
- বেতন: নিচে দেখুন
- চাকরির ধরণ: ফুল টাইম
- কর্মস্থল: বাংলাদেশের বিভিন্ন স্থান
- আবেদনের শেষ সময়: ১০ অক্টোবর ২০২২
GUK NGO job cirrcular 2022 | এনজিও জব সার্কুলার নিয়োগ ২০২২ সকল শুন্য পদের তালিকা নিম্নে দেখুন…
১। জোনাল ম্যানেজারঃ পদ সংখ্যা ৫টি। বয়সঃ সর্বোচ্চ ৪৫ বছর। শিক্ষাগত যোগ্যতাঃ যে কোন বিষয়ে স্নাতকোত্তর/সমমান/স্নাতক। সংশ্লিষ্ট অথবা সমপদে ন্যূনতম ৩ বছর কাজ করার বাস্তব অভিজ্ঞতা, ৩০টি শাখা পরিচালনায় দক্ষতা থাকতে হবে। মাসিক বেতন সর্বসাকুল্যে ৬০,৪৭১/- টাকা (মোটরসাইকেলের জ্বালানী বিল, মোবাইল বিল, দায়িত্ব ভাতা ও লাঞ্চ ভাতাসহ)। এছাড়াও শাখা পরিদর্শনে রাত্রী যাপন ভাতা মাসে ৪,৮০০/- থেকে ৫,১০০/- টাকা পাওয়ার সুযোগ রয়েছে।
২। এরিয়া ম্যানেজারঃ পদ সংখ্যা ২০টি । বয়স সর্বোচ্চ ৪৫ বছর । শিক্ষাগত যোগ্যতাঃ স্নাতকোত্তর/সমমান/স্নাতক। সংশ্লিষ্ট অথবা সমপদে ন্যূনতম ৩ বছর কাজ করার বাস্তব | অভিজ্ঞতাসহ ন্যূনতম ৫-৮টি শাখা পরিচালনায় দক্ষতা থাকতে হবে। মাসিক বেতন সর্বসাকুল্যে ৫১,৮১৩/- টাকা (মোটরসাইকেলের জ্বালানী বিল, মোবাইল বিল, দায়িত্ব ভাতা ও লাঞ্চ ভাতাসহ)। এছাড়াও শাখা পরিদর্শনে রাত্রী যাপন ভাতা মাসে ৪,৫০০/- থেকে ৫,০০০/- টাকা পাওয়ার সুযোগ রয়েছে ।
৩। শাখা ব্যবস্থাপকঃ পদ সংখ্যা ৭০টি। বয়স সর্বোচ্চ ৪০ বছর । শিক্ষাগত যোগ্যতাঃ স্নাতকোত্তর/সমমান/স্নাতক । ঋণ কর্মসুচিতে শাখা ব্যবস্থাপক পদে ন্যুনতম ১ বছর কাজ করার বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে । মাসিক বেতন সর্বসাকুল্যে ৩৯,৬৮২/- টাকা (মোটরসাইকেলের জ্বালানী বিল, মোবাইল বিল, দায়িত্ব ভাতা ও লাঞ্চ ভাতাসহ)। এ ছাড়াও ফ্রি একক আবাসন সুবিধা রয়েছে। অধিক যোগ্যতাসম্পন্ন প্রার্থীদের বেতন আলোচনা সাপেক্ষ ।
৪। ফিল্ড অফিসারঃ পদ সংখ্যা ৫০০টি। বয়স সর্বোচ্চ ৩৫ বছর। শিক্ষাগত যোগ্যতা: স্নাতক/সমমান। ৬ মাস শিক্ষানবিশকাল মাসিক বেতন ১৮,০০০/- টাকা। মূল্যায়নের ভিত্তিতে শিক্ষানবিশকাল সন্তোষজনক বিবেচিত হলে নিয়মিতকরণের পর মাসিক বেতন সর্ব সাকুল্যে ২৭,৫২২/-টাকা | (মোটরসাইকেলের জ্বালানী বিল, মোবাইল বিল, দায়িত্ব ভাতা ও লাঞ্চ ভাতাসহ)। এ ছাড়াও ফ্রি একক আবাসন সুবিধা রয়েছে। যে সকল প্রার্থীর ক্ষুদ্রঋণ কর্মসূচিতে সংশ্লিষ্ট পদে ন্যূনতম এক বছর কাজ করার অভিজ্ঞতা রয়েছে তাদের ক্ষেত্রে শিক্ষানবিশকাল শিথিলযোগ্য এবং যোগদানের পর হতে মাসিক পূর্ণ বেতন ভাতা প্রাপ্য হবেন ।
৫। এ্যাসিসটেন্ট একাউন্টস অফিসারঃ পদ সংখ্যা ১০০টি। বয়স সর্বোচ্চ ৩৫ বছর । শিক্ষাগত যোগ্যতাঃ ন্যূনতম বিকম/বিবিএস। শাখায় অবস্থান করে সফটওয়্যারের মাধ্যমে দৈনন্দিন হিসাব সংক্রান্ত যাবতীয় আর্থিক লেনদেন পরিচালনা করতে হবে। ৬ মাস শিক্ষানবিশকালে মাসিক বেতন ১৮,০০০/ টাকা ।
চাকুরী নিয়মিতকরণের পর মাসিক বেতন সর্ব সাকুল্যে ২১,৩২২/-টাকা ( মোবাইল বিল ও লাঞ্চ ভাতাসহ)। এ ছাড়াও ফ্রি একক আবাসন সুবিধা রয়েছে । যে সকল প্রার্থীর ক্ষুদ্রঋণ কর্মসূচিতে সংশ্লিষ্ট পদে ন্যূনতম এক বছর কাজ করার অভিজ্ঞতা রয়েছে তাদের ক্ষেত্রে শিক্ষানবিশকাল শিথিলযোগ্য এবং যোগদানের পর হতে মাসিক পূর্ণ বেতন ভাতা প্রাপ্য হবেন । এছাড়াও এ্যাসিসটেন্ট একাউন্টস অফিসারগণ ন্যূনতম ৫০ জন এমই সদস্যের ঋণ কার্যক্রম পরিচালনা করলে ২,০০০/- টাকা থেকে ৫,০০০/- টাকা দায়িত্ব ভাতা প্রাপ্য হবেন ।
১, ২, ৩ ও ৪ নং পদের প্রার্থীকে মোটরসাইকেল চালনায় পারদর্শী হতে হবে। সকল পদের প্রার্থীদের কম্পিউটারে অফিস প্রোগ্রাম ও ইন্টারনেট ব্যবহার জানা থাকতে হবে। ৪ ও ৫নং পদের প্রার্থীদের মৌলিক প্রশিক্ষণ কাল হবে ২ মাস এবং প্রশিক্ষণকালে প্রশিক্ষণ ভাতা বাবদ ১০,০০০/- টাকা প্রাপ্য হবেন।
উল্লেখ্য, সকল পদের ক্ষেত্রে মাসিক নির্ধারিত বেতন ছাড়াও সংস্থার চাকুরী বিধিমালা অনুযায়ী বছরে ৩টি উৎসব ভাতা, সিপিএফ, গ্রাচ্যুইটি, দূরত্ব ভাতা, সিটি এলাউন্স, লীভ এনক্যাশমেন্ট সুবিধা, যাতায়াত এবং দুর্ঘটনাজনিত বীমা সুবিধা প্রাপ্য হবেন ।
আগ্রহী প্রার্থীদের আগামী ১০ অক্টোবর ২০২২ তারিখের মধ্যে ২ কপি পাসপোর্ট সাইজের রঙ্গিন ছবি, পূর্ণাঙ্গ জীবন বৃত্তান্ত, মোবাইল নম্বর, শিক্ষাগত যোগ্যতার সত্যায়িত ফটোকপি, জাতীয় পরিচয়পত্রের সত্যায়িত ফটোকপি, অভিজ্ঞতা, উচ্চতা, ওজন, ২ জন পরিচয় প্রদানকারীর (আত্নীয় নন এমন ব্যক্তি) নাম
এবং মোবাইল নম্বর, আবেদন পত্রের খামের উপর পদের নাম, নিজ জেলা ও পরীক্ষা কেন্দ্রের নাম উল্লেখসহ কো-অর্ডিনেটর, মানবসম্পদ বিভাগ, গ্রাম উন্নয়ন কর্ম (গাক), প্রধান কার্যালয়, গাক টাওয়ার, বনানী, বগুড়া বরাবরে আবেদনপত্র প্রেরণ করতে হবে অথবা career@guk.org.bd এবং shahidul.hr@guk.ngo’তে ই-মেইলে প্রেরণ করতে হবে ।
শুধুমাত্র বাছাইকৃত প্রার্থীদেরকে নিয়োগ পরীক্ষায় অংশগ্রহণের জন্য মোবাইল ফোন/ এসএমএস এর মাধ্যমে জানানো হবে । সকল পদে ঢাকা, চট্টগ্রাম, খুলনা ও সিলেট বিভাগে কাজ করতে আগ্রহী প্রার্থীদেরকে বিশেষ অগ্রাধিকার দেয়া হবে ।

বিঃদ্রঃ নির্বাচিত প্রার্থীদের পরীক্ষা ঢাকা, কুমিল্লা, কুষ্টিয়া, যশোর এবং বগুড়ায় অনুষ্ঠিত হবে ।
এমআরএ সনদ নং-০২৭৬১-০৩১৯৬-০০২৭৩, সংস্থা সম্পর্কে বিস্তারিত জানতে www.guk.org.bd অথবা www.facebook.com/guk.org.bd ভিজিট করুন ।