চাকরির পরিক্ষায় বার বার আশা গুরুত্বপূর্ণ সন্ধি বিচ্ছেদ: সম্মানিত চাকরি প্রার্থী বন্ধুরা আশা করি সবাই ভাল আছেন। আপনারা যারা চাকরি প্রস্তুতি নিতেছেআপডেট চাকরি খবর ২০২২ | update chakrir khobor। অনেকেই জানেন যে বিভিন্ন সরকারি বেসরকারি এবং বিভিন্ন কোম্পানির প্রিলিমিনারি ও লিখিত পরীক্ষায় সন্ধি থেকে এক বা একাধিক প্রশ্ন এসেই থাকে। তাই বলা যায় চাকরির প্রস্তুতির জন্য অর্থাৎ চাকরির পরীক্ষার প্রস্তুতির জন্য সন্ধি প্রকৃতি খুবই গুরুত্বপূর্ণ। তো বন্ধুরা চাকরির পরীক্ষায় আসা প্রশ্ন এবং উত্তর এবং সন্ধি নিয়ে বিস্তারিত আলোচনা করেছি। আশা করি আজকের টপিকটি আপনাদের ভালো লাগবে। চলুন তাহলে শুরু করা যাক।
চাকরির পরিক্ষায় আশা সন্ধি বিচ্ছেদ

সন্ধি: পাশাপাশি অবস্থিত দুটি ধ্বনির মিলনকে সন্ধি বলে। অর্থাৎ, এখানে দুটি ধ্বনির মিলন হবে, এবং সেই দুটি ধ্বনি পাশাপাশি অবস্থিত হবে। যেমন, ‘নৱ + অধম = নরাধম’। এখানে ‘নর’-এর শেষ ধ্বনি ‘অ’ (ন+অ+র+ অ), এবং ‘অধম’র প্রথম ধ্বনি ‘অ’। এখানে ‘অ’ ও ‘অ’ মিলিত হয়ে ‘আ’ হয়েছে। অর্থাৎ পাশাপাশি অবস্থিত দুটি ধ্বনি ‘অ’ ও ‘অ’ মিলিত হয়ে ‘আ’ হলো। আবার, পিতৃ + আলয় = পিত্রালয়, দিক + অন্ত = দিগন্ত।
চাকরির পরিক্ষায় বার বার আশা গুরুত্বপূর্ণ সন্ধি বিচ্ছেদ
সন্ধি নতুন শব্দ তৈরির একটি কৌশল, তবে এখানে সমাসের মতো নতুনভাবে সম্পূর্ণ শব্দ তৈরি হয় না। কেবল দুটো শব্দ মিলিত হওয়ারার সময় পাশাপাশি অবস্থিত ধ্বনি দুটি মিলিত হয়। এই দুটি ধ্বনির মিলনের মধ্য দিয়ে দুটি শব্দ মিলিত হয়ে নতুন একটি শব্দ তৈরি করে। অর্থাৎ শব্দ দুটি মিলিত হয় না, ধ্বনি দুটি মিলিত হয়। উল্লেখ্য, একাধিক শব্দের বা পদের মিলন হলে তাকে বলে সমাস।
সন্ধির উদ্দেশ্য: সন্ধির মাধ্যমে যেখানে দুটি উদ্দেশ্য পূরণ হবে, সেখানেই কেবল সন্ধি করা যাবে। এগুলো হলো-
১. সন্ধির ফলে উচ্চারণ আরো সহজ হবে (স্বাভাবিক উচ্চারণে সহজপ্রবণতা)।
২. সন্ধি করার পর শুনতে আরো ভালো লাগবে (ধ্বনিগত মাধুর্য সম্পাদন)।
সন্ধির প্রকারভেদ:
বাংলা সন্ধি প্রধানত ২ প্রকার। যথা:
১. স্বরসন্ধি,
২. ব্যঞ্জনসন্ধি ।
তবে প্রাইমারি শিক্ষক নিয়োগ ও অন্যান্য প্রতিযোগিতামূলক পরীক্ষায় ঘুরে ফিরে কেবল কয়েকটি গুরুত্বপূর্ণ সন্ধি আসে। তাই উল্টা-পাল্টা অনেক বেশি সন্ধি না পড়ে কেবল গুরুত্বপূর্ণ সন্ধিগুলো বারবার পড়লেই ইনশাআল্লাহ পরীক্ষাতে কমন পাবেন। সন্ধির ক্ষেত্রে আরেকটি বিষয় মনে রাখতে হবে, কোনটি বিসর্গ সন্ধি, কোনটি নিপাতনে সিদ্ধ সন্ধি ইত্যাদি পড়ে মাথা নষ্ট করার কোনো দরকার নেই, এই ধরনের প্রশ্ন পরীক্ষায় একেবারে আসে না বললেই চলে।
প্রাইমারি শিক্ষক নিয়োগ ও অন্যান্য প্রতিযোগিতামূলক পরীক্ষায় ঘুরে ফিরে নিচের কয়েকটি সন্ধিই বেশি আসে। তবে আপনি যদি সন্ধি নিয়ে ভালোভাবে পড়তে চান, তবে আপনার জন্য ভালো হবে নবম-দশম শ্রেণির সন্ধির অধ্যায়টি ভালোভাবে রপ্ত করা।
চাকরির পরিক্ষায় বার বার আশা গুরুত্বপূর্ণ সন্ধি বিচ্ছেদ
দ্যুলোক = দিব্ + লোক ।
রত্নাকর = রত্ন + আকর।
বাগাড়ম্বর = বাক্ + আড়ম্বর
গ্রামান্তর = গ্রাম + অন্তর।
রবীন্দ্র = রবি + ইন্দ্র।
পরীক্ষা = পরি + ঈক্ষা ।
পর্যালোচনা পরি + আলোচনা =
স্বাগত = সু + আগত
গবেষণা = গো + এষণা ৷
স্বাগত = সু + আগত
গবেষণা = গো + এষণা। =
পাগল + আমি পাগলামী
সিংহাসন : সিংহ + আসন।
অতীত = অতি + ইত ।
আশাতীত = আশা + অতীত
গবাক্ষ = গো + অক্ষ ।
কটূক্তি = কটু + উক্তি।
মানবেতর = মানব + ইতর
যথেষ্ট = যথা + ইষ্ট।
শুভেচ্ছা = শুভ + ইচ্ছা।
ঢাকেশ্বরী : = ঢাকা + ঈশ্বরী।
নবোদয় = নব + উদয়।
কথোপকথন = কথা + উপকথন।
স্বচ্ছ = সু + অচ্ছ।
সপ্তর্ষি = সপ্ত + ঋষি।
শীতার্ত = শীত + ঋত।
জনৈক = জন + এক।
দৈনিক = দিন + এক
প্রত্যেক = প্রতি + এক ।
প্রত্যূষ = প্রতি + ঊষ ।
ব্যর্থ = বি + অর্থ ।
তন্বী = তনু + ঈ ।
বাগদান বাক্ + দান
বনৌষধি : = বন + ওষধি।
মহৌষধ = মহা+ ঔষধ। (নোট: আ+ঔ = ঔ)
প্রত্যহ = প্রতি + অহ।
অত্যন্ত = অতি + অন্ত।
ইত্যাদি = ইতি + আদি ।
উন্নত = উৎ + নত
উন্নীত = উৎ + নীত
উচ্ছ্বাস। = উৎ + শ্বাস।
দোলনা = দুল্ + না
লবণ = লো +
অন নায়ক = নৈ + অক
গায়ক = গৈ + অক
দর্শনীয় = দৃশ + অনীয়
মোড়ক = মুড় + অক
পরিচ্ছেদ = পরি + ছেদ
চলচ্চিত্র = চলৎ + চিত্র।
সংস্কৃতি = সম্ + কৃতি
ষড়ঋতু = ষট্ + ঋতু।
ষড়যন্ত্র = ষট্ + যন্ত্র
বৃষ্টি = বৃষ্ + তি ।
পদ্ধতি : = পদ্ + হতি।
উল্লাস = উৎ + লাস ।
ক্ষুধার্ত = ক্ষুধা + ঋত।
প্রাতঃকাল = প্রাতঃ + কাল ।
প্রাতরাশ = প্রাতঃ + আশ।
মনোযোগ = মনঃ + যোগ।
মনঃকষ্ট = মনঃ + কষ্ট।
মনস্তাপ = মনঃ + তাপ
শিরশ্ছেদ = শিরঃ + ছেদ।
ততোধিক = ততঃ + অধিক।
অহর্নিশ : = অহঃ + নিশা।
অহরহ = অহঃ + অহ
পরস্পর = পর + পর।
অন্যান্য = অন্য + অন্য।
তদবধি = তৎ + অবধি
বিচ্ছিন্ন = বি + ছিন্ন
তদ্ধিত = তদ্ + হিত
উল্লাস = উৎ + লাস
এদ্দূর = এত + দূর
উদ্যোগ = উৎ + যোগ
উন্নয়ন = উৎ + নয়ন
মৃন্ময় = মৃৎ + ময়
অলংকার = অলম্ + কার
সংগীত = সম্ + গীত
দংশন = দম্ + শন
সংলাপ = সম্ + লাপ
সঞ্চয় = সম্ + চয়
ক্ষুৎপিপাসা : = ক্ষুধ + পিপাসা
ষষ্ঠ = ষষ্ + থ
কাঁদুনি = কাঁদ + উনি
চিরুনি = চির্ + উনি
তাৎক্ষণিক = তৎক্ষণ + ইক
রান্না = রাঁধ + না
.বৈঠক = বৈঠ + ক
সদাশয় = সৎ + আশয়
দর্শক = দৃশ্ + অক
বর্জন = বৃজ্ + অন
অধোগতি = অধঃ + গতি
তপোবন = তপঃ + বন
নীরস = নিঃ + রস
দুর্নীতি = দুঃ + নীতি
দুর্যোগ = দুঃ + যোগ
নিশ্চয় = নিঃ + চয়
শিরশ্ছেদ = শিরঃ + ছেদ
ইতস্তত = ইতঃ + তত
দুশ্চরিত্র = দুঃ + চরিত্র
চতুষ্পদ = চতুঃ + পদ
আশ্চর্য = আ + চর্য
চাকরির পরিক্ষায় বার বার আশা গুরুত্বপূর্ণ সন্ধি বিচ্ছেদ
প্রিয় পাঠক উপরে আমরা সন্ধি নিয়ে বিস্তারিত আলোচনা করেছি এবং আলোচনা পাশাপাশি সন্ধি থেকে বিভিন্ন পরীক্ষায় বারবার আসা সন্ধি বিচ্ছেদ করে দিয়েছি এবং সন্ধি নিয়ে প্রাথমিক আলোচনা করা হয়েছে আশা করি আপনি যদি সন্ধি নিয়ে আজকের এই টপিকটা পড়েন তাহলে আপনার সন্ধি নিয়ে চাকরি প্রস্তুতি সম্পন্ন হয়ে যাবে আশা করি এর বাহিরে সন্ধি বিচ্ছেদ নিয়ে পড়তে হবে না। তো সবার শুভ কামনা করে দেখে নিয়ে শেষ করছি ধন্যবাদ সবাইকে।