বিভিন্ন সরকারি বেসরকারি চাকরির পরীক্ষায় আসা গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর

বিভিন্ন সরকারি বেসরকারি চাকরির পরীক্ষায় আসা গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর

অনলাইনে চাকরির প্রস্তুতি নিতে আসা বন্ধুরা, আশা করি সবাই ভাল আছেন। আমাদের updatechakri.com ওয়েবসাইটের পক্ষ থেকে অভিনন্দন। প্রিয় পাঠক আমরা প্রতিনিয়ত বিভিন্ন সরকারি পরীক্ষায় আসা প্রশ্ন এবং উত্তর সহ সমাধান দিয়ে থাকি। আজকে প্রশ্ন থেকে বিভিন্ন চাকরির প্রস্তুতি নিতে সহায়ক হবে। নিচে আমরা সরকারি বেসরকারি চাকরির পরীক্ষায় আসা গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর দিয়েছি।

সরকারি বেসরকারি চাকরির পরীক্ষায় আসা গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর

১। কোনটি রবীন্দ্রনাথ ঠাকুরের কাব্যগ্রন্থ?
উত্তরঃ শেষ লেখা।

রবীন্দ্রনাথ ঠাকুরের শেষ লেখা কাব্য গ্রন্থটি তার মৃত্যুর পর প্রকাশিত হয়। তিনি বেঁচে থাকতে এই কাব্যের নামকরণ করে যেতে পারেননি। তার জীবনের শেষ কাব্যগ্রন্থ হচ্ছে শেষ লেখা।

২। তারাবাঈ নাটকের লেখক কে?
উত্তরঃ দ্বিজেন্দ্রলাল রায়।

তারাবাঈ ছাড়াও দ্বিজেন্দ্রলাল রায়ের উল্লেখযোগ্য ঐতিহাসিক নাটকগুলো হচ্ছে প্রতাপ সিং, দুর্গাদাস, নুরজাহান, মেবার পতন, শাহজাহান, চন্দ্রগুপ্ত।

৩। রাত্রি শব্দের সমার্থক শব্দ কোনটি?
উত্তরঃ নিশীথ।

রাত্রি শব্দের সমার্থক শব্দ গুলো হচ্ছে রাত, রজনী, শর্বরী, নিশা, নিশি, বিভাবরী, যামিনী।

৪। অপ্রাণিবাচক শব্দে কোনটি?
উত্তরঃ কমলনিকর।

নিকর বহুবচনবোধক শব্দটি অপ্রাণিবাচক শব্দের বহুবচনে ব্যবহৃত হয়। যেমন কমলনিকর, তরঙ্গ।

৫। বাক্যের অপরিহার্য শব্দ কোনটি?
উত্তরঃ ক্রিয়াপদ।

কিয়া বাক্যগঠনের অন্যতম গুরুত্বপূর্ণ উপাদান তা বাক্যের বিদায় অংশগ্রহণ করে এবং বাক্যের উদ্দেশ্য বা কর্তা কি করে কিংবা কর্তার কি ঘটে বা হয় তা নির্দেশ করে।

৬। আফতাব শব্দের অর্থ কি?
উত্তরঃ অর্ক।

৭। গৌড়ীয় ব্যাকরণ গ্রন্থটি রচনা করেন কে?
উত্তরঃ রামমোহন রায়।

রাজা রামমোহন রায় 1826 সালে বেঙ্গলি গ্রামার ইন ইংলিশ ল্যাঙ্গুয়েজ নাম ইংরেজি ভাষায় বাংলা ব্যাকরণ রচনা করেন। যা বাঙালি রচিত বাংলা ভাষার প্রথম ব্যাকরণ গ্রন্থ। 1833 সালে বাংলায় অনুবাদ করে গ্রন্থটির নাম দেওয়া হয় গৌড়ীয় ব্যাকরণ।

৮। মৃতের মত অবস্থা যার তাকে এক কথায় কি বলে?
উত্তরঃ মুমূর্ষু।

আরো কিছু এক কথায় প্রকাশঃ যা আঘাত পায়নি তাকে অনাহত বলে। যে নারীর সন্তান বাঁচে না তাকে মৃতবৎসা বলে। যে নারীর কোন সন্তান হয় না তাকে বন্ধা বলে। যা জলে ও স্থলে চলে তাকে উভচর বলে।

৯। নবনূর পত্রিকার সম্পাদক কে?
উত্তরঃ সৈয়দ এমদাদ আলী।

নোটঃ কিছু পত্রিকা সম্পর্কিত কথাঃ মেহেরু সুধাকার পত্রিকার সম্পাদক শেখ আব্দুর রহিম। এটি প্রকাশিত হয় ১৮৯৫ সালে। বাসনা পত্রিকার সম্পাদক শেখ ফজলুল করিম এটি প্রকাশিত হয় ১৯০৮ সালে।

১০। নিচের কোন বাক্যে সমৃচ্চয়ী অব্যয় ব্যবহৃত হয়েছে?
উত্তরঃ লেখাপড়া করো, নতুবা ফেল করবে।

যে অব্যয় পদ একটি বাক্যের সঙ্গে অন্য একটি বাক্যের অথবা বাক্যস্থিত একটি পদের সঙ্গে অন্য একটি পদের সংযোজন-বিয়োজন বা সংকোচন ঘটায় তাকে সমুচ্চয়ী বলে

সরকারি বেসরকারি চাকরির পরীক্ষায় আসা গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর

১১। অন্যের রচনা থেকে চুরি করাকে কি বলে?
উত্তরঃ কুম্ভীলকবৃত্তি।

আরো কিছু এক কথায় প্রকাশ দেখুনঃ যে পরের গুনে দোষ ধরে তাকে ওর অসূয়ক বলে। যে আপনাকে হত্যা করে তাকে আত্মঘাতী বলে। যে ক্রমশ দূরে সরে যাচ্ছে তাকে অপসৃয়মান বলে। যা বহন করা হচ্ছে তাকে নীয়মান বলে।

১২। once a blue moon means?
Ans: very rarely.

১৩। hold water means?
Ans: beer examination

১৪। who is Wallace correct?
Ans: I was a candidate for the Post.

১৫। I am looking for… you
Ans: to seeing.

১৬। the rainbow is….
Ans:a is Story by Somerset Maugham.

  1. what is the single word for “a hater of mankind”
    Ans: misanthropist.
  2. he has issured me…. safety
    Ans: for.
  3. what is the synonym of “incte”
    Ans. instigate.
  4. what is the antonym of “queer “
    Ans. ordinary.
  5. “passed away” means
    Ans. Die.
  6. this isn’t is acting….alico…
    Ans. For.
  7. his father came to see…. him
    Ans. Off.
  8. what type of noun is “kindness”
    Ans. abstract.

২৬। এক পাউন্ড সমান কত আউন্স?
উত্তরঃ ১৬ আউন্স।

২৭। বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণের যোগফল?
উত্তরঃ ১৮০°।

২৮। আন্তর্জাতিক নারী দিবস কবে?
উত্তরঃ ৮ মার্চ।

প্রতিবছর 8 মার্চ আন্তর্জাতিক নারী দিবস পালিত হয়। দিবসটির মূল প্রতিপক্ষ নারী পুরুষের সমান অধিকার প্রতিষ্ঠা করা।

২৯। ১৯৭১ সালের চার নভেম্বর স্বাধীন বাংলাদেশের সংবিধানের খসড়া গৃহীত হয়।
উত্তরঃ গণপরিষদে।

বাংলাদেশের সংবিধানের খসড়া গৃহীত হয় চার নভেম্বর ১৯৭২। বারো অক্টোবর ১৯৭২ গণপরিষদে উপস্থাপন করা হয় এবং কার্যকর হয় 16 ডিসেম্বর ১৯৭২।

৩০। বাংলাদেশের স্বাধীনতার ইশতেহার ঘোষণা করা হয় 971 এর
উত্তরঃ ৩ মার্চ।

১৯৭১ সালে ৩ মার্চ বঙ্গবন্ধুর নির্দেশে উপস্থিতিতে স্বাধীন বাংলা কেন্দ্রীয় ছাত্র সংগ্রাম পরিষদের আয়োজিত জনসভায় স্বাধীনতার ইস্তেহার পাঠ, জাতীয় পতাকা উত্তোলন ও জাতীয় সংগীত পরিবেশিত হয়।

৩১। ডেঙ্গু জ্বরের বাহক কোন মশা?
উত্তরঃ এডিস মশা

এডিস মশা ডেঙ্গু জ্বরের জীবাণু বহন করে থাকে অ্যানোফিলিস মশার কামড়ে ম্যালেরিয়া এবং কিউলেক্স মশার কামরে ফাইলেরিয়া রোগ হয়।

৩২। মুক্তির গান চলচ্চিত্রের কে পরিচালনা করেন?
উত্তরঃ তারেক মাসুদ।

মুক্তির গান তারেক মাসুক পরিচালিত মুক্তিযুদ্ধভিত্তিক স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র। ছবিটি 1995 সালে মুক্তি লাভ করে। এটি জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রাপ্ত সিনেমা

৩৩। বাংলাদেশের জাতীয় পতাকার ডিজাইনার কে?
উত্তরঃ কামরুল হাসান।

বাংলাদেশের মানচিত্র খচিত পতাকার ডিজাইনার ছিলেন শিবনারায়ন দাস। পতাকার উভয় পাশে মানচিত্রটি ফুটিয়ে তোলার অসুবিধার কারণে পতাকা হতে মানচিত্র সরিয়ে ফেলা হয়। জাতীয় পতাকার বর্তমান রূপটি দেন পটুয়া কামরুল হাসান। ১৯৭২ সালের ১২ জানুয়ারি সরকারিভাবে জাতীয় পতাকা গৃহীত হয়।

৩৪। গম্ভীরা কোন অঞ্চলের সঙ্গীত?
উত্তরঃ রাজশাহী।

গম্ভীরা বৃহত্তর রাজশাহী অঞ্চলের গান। এ ছাড়া বাংলার বিচিত্র লোক সংগীতের মধ্যে রয়েছে জারি, সারী, ভাওয়াইয়া, ভাটিয়ালি প্রভৃতি।

৩৫। বাংলাদেশের মুক্তিযুদ্ধে নৌ-কমান্ডো সেক্টর?
উত্তরঃ ১০

মুক্তিযুদ্ধের ১১ টি সেক্টরের মধ্যে একমাত্র দশ নং সেক্টর টি গঠিত হয়েছিল নৌ-কমান্ডোদের নিয়ে। বিভিন্ন নদী বন্দর ও শত্রুপক্ষের নৌযানগুলোতে অভিযান চালানোর জন্য এদের পাঠানো হতো।

চাকরির প্রস্তুতি নিয়া ভাই ও বোনেরা, পড়ে আমরা বিভিন্ন পরীক্ষায় আসা গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর নিয়ে আলোচনা করেছি। আশা করি আজকের আর্টিকেলটি আপনাদের চাকরির প্রস্তুতি নিতে সহায়তা করবে এবং এরকম চাকরির প্রস্তুতি নিতে আমাদের সাইটটি প্রতিনিয়ত ভিজিট করতে পারেন। আপনাদের সুবিধার জন্য আমরা সর্বদা কাজ করি। সবার শুভ কামনা করে এখানেই শেষ করছি ধন্যবাদ সবাইকে।

বিভিন্ন চাকরির পরীক্ষায় আসা প্রশ্ন ২০২২, বিভিন্ন চাকরির পরীক্ষায় আসা ইংরেজি প্রশ্ন, বিভিন্ন চাকরির পরীক্ষায় আসা গণিত প্রশ্ন, চাকরির প্রশ্ন ও উত্তর pdf, বিভিন্ন চাকরির পরীক্ষায় আসা বাংলা প্রশ্ন, চাকরির পরীক্ষায় আসা অংক, বিভিন্ন পরীক্ষায় আসা লিখিত প্রশ্ন, বিভিন্ন চাকরির পরীক্ষার বাংলা প্রশ্ন.

২০২১-২২ সালে বাংলা অংশ থেকে চাকরির নিয়োগ পরীক্ষার বার বার আসা ১০০ টি MCQ প্রশ্নত্তোর। Bangla MCQ

বিভিন্ন সরকারি বেসরকারি চাকরির পরীক্ষায় আসা গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *