ঈদ যাত্রার টিকেট করা শেষ। এখন শুধু নির্দিষ্ট দিনে ঠিকঠাক ট্রেনে উঠে নিজের সিটে বসে বাড়ি যাবার অপেক্ষা। কিন্তু ঢাকা কমলাপুর বা বিমানবন্দর স্টেশন হতে যারা উঠবেন তারা টেনশনে থাকেন নিজের কোচটির অবস্থান কোথায় হবে। সামনে থাকবে, পেছনে থাকবে নাকি মাঝে থাকবে!! কোন কোচের অবস্থান কেমন হবে তা নিয়েই এই পোস্ট… 😊
ঢাকা স্টেশন হতে দেশের বিভিন্ন যায়গায় ছেড়ে যাওয়া আন্তঃনগর ট্রেনগুলির কোচ কম্বিনেশনঃ
★ চট্টগ্রামগামী ৭০২ সুবর্ণ এক্সপ্রেস- ক কোচ সামনে, দ কোচ পেছনে থাকবে।
★ চট্টগ্রামগামী ৭০৪ মহানগর প্রভাতী- ক কোচ সামনে, ন কোচ পেছনে।
★ পঞ্চগড়গামী ৭০৫ একতা এক্সপ্রেস- ক কোচ সামনে, এর পরে খ কোচ (এসি কেবিন), গ কোচ (স্নিগ্ধা), ঘ কোচ (নন এসি কেবিন), ড কোচ পেছনে।
★ দেওয়ানগঞ্জ বাজারগামী ৭০৭ তিস্তা এক্সপ্রেস- ক কোচ পেছনে, খ নন এসি কেবিন, ঙ, চ, ছ, জ, ঝ কোচগুলো স্নিগ্ধা।
★ সিলেটগামী ৭০৯ পারাবত এক্সপ্রেস- ক কোচ পেছনে, ন কোচ সামনে।
★ নোয়াখালীগামী ৭১২ উপকূল এক্সপ্রেস- ক কোচ সামনে।
★ সিলেটগামী ৭১৭ জয়ন্তিকা এক্সপ্রেস- ক কোচ পেছনে।
★ চট্টগ্রামগামী ৭২২ মহানগর এক্সপ্রেস- ক কোচ সামনে, ন কোচ পেছনে।
★ খুলনাগামী ৭২৬ সুন্দরবন এক্সপ্রেস- ক কোচ সামনে, এসি কেবিন ও স্নিগ্ধা কোচ সামনে।
★ তারাকান্দিগামী ৭৩৫ অগ্নিবীণা এক্সপ্রেস- ক কোচ পেছনে, খ কোচ মাঝে (নন এসি কেবিন), ঠ কোচ সামনে।
★ কিশোরগঞ্জগামী ৭৩৭ এগারসিন্দুর প্রভাতী- ক কোচ পেছনে, খ কোচ মাঝে (নন এসি কেবিন), ঠ কোচ সামনে।
★ সিলেটগামী ৭৩৯ উপবন এক্সপ্রেস- ক কোচ পেছনে।
★ চট্টগ্রামগামী ৭৪২ তূর্ণা এক্সপ্রেস- ক কোচ সামনে, ন কোচ পেছনে।
★ দেওয়ানগঞ্জ বাজারগামী ৭৪৩ ব্রহ্মপুত্র এক্সপ্রেস- ক কোচ শেষে, ঠ কোচ সামনে।
★ তারাকান্দিগামী ৭৪৫ যমুনা এক্সপ্রেস- ক কোচ পেছনে, খ কোচ মাঝে (নন এসি কেবিন), ঠ কোচ সামনে।
★ ৭৪৯ এগারসিন্দুর গোধুলী- ক কোচ পেছনে, খ কোচ মাঝে (নন এসি কেবিন), ঠ কোচ সামনে।
★ লালমনিরহাটগামী ৭৫১ লালমনি এক্সপ্রেস- ক কোচ সামনে, ঢ কোচ পেছনে।
★ রাজশাহীগামী ৭৫৩ সিল্কসিটি এক্সপ্রেস- ক, খ কোচ সামনে (এসি কেবিন), এর পরের কোচ (স্নিগ্ধা), ড কোচ পেছনে।
★ পঞ্চগড়গামী ৭৫৭ দ্রুতযান এক্সপ্রেস- ক কোচ সামনে, এর পরে খ কোচ (এসি কেবিন), গ কোচ (স্নিগ্ধা), ঘ কোচ (নন এসি কেবিন), ড কোচ পেছনে।
★ রাজশাহীগামী ৭৫৯ পদ্মা এক্সপ্রেস- ক, খ কোচ সামনে (এসি কেবিন), এর পরের কোচ (স্নিগ্ধা), ড কোচ পেছনে।
★ খুলনাগামী ৭৬৪ চিত্রা এক্সপ্রেস- ক, খ কোচ সামনে (এসি কেবিন), এর পরে গ, ঘ কোচ (স্নিগ্ধা), ঠ কোচ পেছনে।
★ চিলাহাটিগামী ৭৬৫ নীলসাগর এক্সপ্রেস- ক কোচ সামনে, এর পরে খ কোচ (এসি কেবিন), গ, ঘ কোচ (স্নিগ্ধা), ড কোচ পেছনে।
★ রাজশাহীগামী ৭৬৯ ধুমকেতু এক্সপ্রেস- ক, খ কোচ সামনে (এসি কেবিন), এর পরের কোচ (স্নিগ্ধা), ড কোচ পেছনে।
★ রংপুরগামী ৭৭১ রংপুর এক্সপ্রেস- ক কোচ সামনে, ঢ কোচ পেছনে।
★ সিলেটগামী ৭৭৩ কালনি এক্সপ্রেস- ক কোচ সামনে।
★ সিরাজগঞ্জ বাজারগামী ৭৭৬ সিরাজগঞ্জ এক্সপ্রেস- ক কোচ পেছনে, ঝ কোচ সামনে।
★ মোহনগঞ্জগামী ৭৭৭ হাওর এক্সপ্রেস- ক কোচ সামনে, ঝ কোচ নন এসি বার্থ।
★ কিশোরগঞ্জগামী ৭৮১ কিশোরগঞ্জ এক্সপ্রেস- ক কোচ সামনে, ঢ কোচ পেছনে।
★ চট্টগ্রামগামী ৭৮৮ সোনারবাংলা এক্সপ্রেস- ক কোচ পেছনে, ঢ কোচ সামনে।
★ মোহনগঞ্জগামী ৭৮৯ মোহনগঞ্জ এক্সপ্রেস- ঢ কোচ পেছনে, ক কোচ সামনে।
★ রাজশাহীগামী ৭৯১ বনলতা এক্সপ্রেস- ক কোচ সামনে, ঠ কোচ পেছনে। এসি কোচ সামনের দিকে।
★ পঞ্চগড়গামী ৭৯৩ পঞ্চগড় এক্সপ্রেস- ক কোচ সামনে, এসি কোচ সামনে।
★ কুড়িগ্রামগামী ৭৯৭ কুড়িগ্রাম এক্সপ্রেস- ক কোচ সামনে, এসি কোচ সামনে, ঢ কোচ পেছনে।
★ জামালপুরগামী ৭৯৯ জামালপুর এক্সপ্রেস- ড কোচ সামনে, এসি কোচ পেছনে।
★ চট্টগ্রামগামী ৮০২ চট্টলা এক্সপ্রেস- ক কোচ সামনে।
বিঃদ্রঃ যান্ত্রিক কারণে কোচ পজিশন এলোমেলো হতে পারে। তাই অবশ্যই একটু আগে এসে নিজ কোচ ও সিট দেখে আসন গ্রহন করবেন। সম্ভব হলে পরিবার পরিজন নিয়ে ঢাকা স্টেশন থেকে ট্রেনে উঠতে চেষ্টা করুন।
আপনাদের যাত্রা শুভ হোক, নিরাপদ হোক… 💜
লিখেছেনঃ শাহাবুদ্দিন