সম্প্রতি দিশা এনজিও কোম্পানিতে ৩০০ পদে বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। দিশা এনজিওতে সিনিয়র ক্রেডিট অফিসার- গ্রেড-০৩, ক্রেডিট অফিসার গ্রেড-০১, ক্রেডিট অফিসার গ্রেড-০২ জনবল নেওয়ার নতুন একটি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। নিম্ন দিশা এনজিও কোম্পানির বিজ্ঞপ্তিতে সকল যোগ্যতা সম্পন্ন এবং আগ্রহী প্রার্থীদের অতিসত্বর আবেদন করার জন্য বলা হলো। নিম্ন বিজ্ঞপ্তিতে আবেদন সংক্রান্ত বিভিন্ন তথ্য পেতে আজকের চাকরি বিজ্ঞপ্তির পুরো পোস্টটি পরুন। কারণ এখানে আমরা বিভিন্ন কোম্পানির আবেদন করার পদ্ধতি আবেদন করার নিয়ম আবেদন করার শেষ সময় এবং আবেদন পুরুষ সময় ইত্যাদি সহ আবেদন সংক্রান্ত সকল বিষয় পুঙ্খানুভাবে আলোচনা করেছি।
স্নাতক পাশে ৩০০টি পদে দিশা এনজিওতে চাকরির বিজ্ঞপ্তি
ডেভেলাপমেন্ট ইনিশিয়েটিভ ফর সোশাল এডভান্সমেন্ট (দিশা) জাতীয় পর্যায়ের একটি বেসরকারি উন্নয়ন সংস্থা (এমআরএ সনদ নং-০১৩০৬-০০৪৮০ ০০০২৪) গত ৩০ বছর যাবৎ দারিদ্র্য বিমোচনে ক্ষুদ্রঋণ এবং অন্যান্য উন্নয়ন কার্যক্রম বাস্তবায়ন করে আসছে।
সংস্থাটি বর্তমানে দেশের ১৯ টি জেলায় ১০২ টি শাখার মাধ্যমে দরিদ্র জনসাধারণের জীবনমান উন্নয়নের লক্ষ্যে “ক্ষুদ্রঋণ এর পাশাপাশি কমিউনিটি লাইব্রেরি ও জ্ঞান চর্চার মাধ্যমে শিক্ষার মান উন্নয়নে ‘আলোঘর কার্যক্রম, কৃষি ও পরিবেশ উন্নয়নে নার্সারি কার্যক্রম, দুগ্ধ উৎপাদন বৃদ্ধির জন্য ও এ পেশায় নিয়োজিত কৃষক/ব্যবসায়ীদের উন্নয়নে ডেইরি এন্ড লাইভস্টক ডেভেলাপমেন্ট কার্যক্রম, দেশে ও বিদেশে কর্মসংস্থানের জন দক্ষতা উন্নয়ন মূলক শিক্ষা কার্যক্রম (টেকনিক্যাল ট্রেনিং), নিজস্ব।
দিশা এনজিও কর্মীদের এবং অন্যান্য প্রতিষ্ঠানের প্রশিক্ষণের জন্য আবাসনসহ উন্নত মানের প্রশিক্ষণ কেন্দ্র পরিচালনা, কমিউনিটি ভিত্তিক স্বাস্থ্য কর্মসুচী, মাতৃভূমি ফ্যাশন ইত্যাদি কার্যক্রম বাস্তবায়ন করছে”। বর্তমানে পিকেএসএফ ও বিভিন্ন সরকারি-বেসরকারি ব্যাংক/আর্থিক প্রতিষ্ঠানের সহায়তায় পরিচালিত ক্ষুদ্রঋণ কার্যক্রম বাস্তবায়নের জন্য নিম্নবর্ণিত শর্তসাপেক্ষে বাংলাদেশের যে কোন অঞ্চলে গ্রামীণ জনগোষ্ঠির সাথে কাজ করতে আগ্রহী প্রার্থীদের নিম্নবর্ণিত পদে নিয়োগ করা হবে।
দিশা এনজিও কোম্পানির সুযোগ-সুবিধা সমূহ
নির্বাচিত প্রার্থীদের সরাসরি মাঠ পর্যায়ে সমিতি গঠনের মাধ্যমে গ্রামীণ জনগোষ্টির মধ্যে ঋণ বিতরন আদায় ও সঞ্চয় কার্যক্রম পরিচালনা করতে হবে।
সংস্থায় কর্মীদের জন্য পিএফ, পিএফ এর বিপরীতে ঋণের সুবিধা, স্থায়ীকরনের ৫(পাঁচ) বছর পর থেকে গ্রাচ্যুইটি, বছরে ২০ দিন স্ব-বেতনে অর্জিত ছুটি, চিকিৎসা ও বীমা সুবিধা, বছরে ২ টি উৎসব ভাতা, বাংলা নববর্ষ ভাতা, লং সার্ভিস বেনিফিট, বিবাহভাতা, মোবাইল বিল,সাইকেল মেরামত, মহিলা কর্মীদের জন্য বিশেষ যাতায়াত ভাতা, স্ববেতনে ৬ (ছয়) মাস মাতৃত্বকালীন ছুটি, স্ববেতনে পিতৃত্বকালীন ৭ (সাত) দিন ছুটি, বছরে ১২ দিন স্ববেতনে নৈমিত্তিক ছুটি, বছরে ১৫ দিন স্ববেতনে মেডিকেল ছুটি, বদলীকালীন পরিবারসহ বাসস্থান স্থানান্তর খরচ, স্বল্প মূল্যে আবাসন সুবিধা এবং অন্যান্য সুযোগ সুবিধা বিদ্যমান (যেমন, কাজের মূল্যায়নের ভিত্তিতে বিভিন্ন ধরনের প্রণোদনা ও পদোন্নতি)।
আগ্রহী প্রার্থীগণকে শিক্ষাগত যোগ্যতার সনদপত্রের | সত্যায়িত কপি, জাতীয় পরিচয় পত্র (NID) এর ফটোকপি, সদ্য তোলা ২ (দুই) কপি পাসপোর্ট সাইজ রঙ্গিন ছবি ও মোবাইল নাম্বারসহ দরখাস্ত আগামী ২০.০৫.২০২৩ তারিখের মধ্যে পরিচালক (মানবসম্পদ ও প্রশাসন) দিশা, ই/১০, বর্ধিত পল্লবী, মিরপুর সাড়ে এগার, ঢাকা-১২১৬ এই ঠিকানায় ডাকযোগে/কুরিয়ার সার্ভিস এর মাধ্যমে প্রেরণ করতে হবে। খামের উপর পদের নাম উল্লেখ করতে হবে
দিশা এনজিও আবেদনের শর্তাবলীঃ
১। নির্বাচিত প্রার্থীদের মাঠ পর্যায়ে দায়িত্ব পালনের জন্য অবশ্যই বাই-সাইকেল/মোটর সাইকেল ব্যবহার করতে হবে।
২। যোগদানের সময় ফেরতযোগ্য জামানত বাবদ ১০,০০০/- (দশ হাজার) টাকা জমা দিতে হবে।
৩। যোগদানের সময় নন-জুডিশিয়াল ষ্ট্যাম্পে নির্ধারিত নিশ্চয়তাকারী কর্তৃক নিশ্চয়তা দিতে হবে যিনি প্রয়োজনে প্রার্থীর সকল আর্থিক অনিয়মের দায়-দায়িত্ব বহন করবেন এবং ক্ষতিপূরণ প্রদানে সক্ষম হবেন।
৪। ইতিপূর্বে অত্র সংস্থা হতে অব্যাহতি প্রাপ্ত এবং কোন ধরনের মামলায় জড়িত প্রার্থীদের আবেদন করার প্রয়োজন নাই ।
বিশেষ দ্রষ্টব্য “ দিশা এনজিও বিজ্ঞপ্তিটি সংস্থার ওয়েবসাইট www.disabd.org তে দেখা যাবে” ।
দিশা এনজিওর নতুন নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৩
