অনলাইনে জবের প্রস্তুতি নেয়া বন্ধুরা, আজকে আমরা পদাশ্রিতনির্দেশক কাকে বলে ও কত প্রকার পদাশ্রিত নির্দেশকের ব্যবহার নিয়ে আলোচনা করব। আশা করি শেষ পর্যন্ত সাথে থাকবে।
পদাশ্রিত নির্দেশক কাকে বলে ও কত প্রকার পদাশ্রিত নির্দেশকের ব্যবহার
পদাশ্রিতনির্দেশক
পদাশ্রিত নির্দেশক একটি পারিভাষিক শব্দ। এটি কিছুটা ইংরেজি Definite Article, The-এর তুলা। বাংলা ভাষায় ব্যবহৃত যে সমস্ত অব্যয় বা প্রত্যয় কোনো না কোনো পদের আশ্রয়ে বা শেষে সংযুক্ত হয়ে কোনো বিষয়ের বা পদের নির্দিষ্টতা আপন করে, সে সমস্ত অব্যয় বা প্রত্যয়কে “পদাশ্রিত” নির্দেশক বলে ।
পদাশ্রিত নির্দেশক সম্পর্কে বলতে গিয়ে ড. সুনীতিকুমার চট্টোপাধ্যায় বলেছেন, কোনো বিশেষ্য দ্বারা দ্যোতিত পদার্থের রূপ বা প্রকৃতি, অথবা তৎসম্বন্ধে বক্তার মনের ভাব প্রকাশ করিবার একটা বিশেষ উপায় বাঙ্গালা ভাষায় আছে। টা, টী (টি), টুকু, টুকু, থানা, খানী (খানি), জন’ প্রভৃতি কতকগুলো শব্দ বা শব্দাংশ আছে, যেগুলো বিশেষ্যের সহিত (অথবা বিশেষ্যের পূর্বে ব্যবহৃত সংখ্যাবাচক বিশেষণের সহিত) সংযুক্ত হইয়া যায়,
এবং পদার্থ বা বস্তুর গুণ বা প্রকৃতি নির্দেশ করে এইরূপ শব্দ বা শব্দাংশকে পদাশ্রিত নির্দেশক বলা যাইতে পারে। যেকোনো ব্যক্তি বা বস্তুর, বিশেষ্য ও সর্বনাম পদকে সুনির্দিষ্টতা প্রদান করার জন্য এসব পদের পরে যে শব্দ বা শব্দাংশ ব্যবহার করা হয় । তাদের পদাশ্রিত নির্দেশক বলে । যেমন- টা, টি, টুক, টুকু, খানা, খানি, গাছ, গাছি ইত্যাদি

পদাশ্রিত নির্দেশকের বচনভেদে প্রয়োগ
পদাশ্রিত নির্দেশকের ভিন্নতা নির্ভর করে বচনের রকমভেদের ওপর । যেমন একবচনে ব্যবহৃত পদাশ্রিত নির্দেশক টা, টি, খানা, খানি, গাছা, গাছি ইত্যাদি ।
উদাহরণ: ছেলেটা, ঘরটি, গোসলখানা, বইখানি, লাঠি গাছা, চুড়িগাছি ইত্যাদি । বহুবচনে ব্যবহৃত পদাশ্রিত নির্দেশক গুলি, গুলা, গুলো, গুলিন ইত্যাদি । উদাহরণ : মানুষগুলো, ছাগলগুলো, লোকগুলো, আমগুলিন (বর্তমানে গুলিন শব্দটি ব্যবহৃত হয় না) ইত্যাদি কোনো সংখ্যা বা পরিমাণের স্বল্পতা বোঝাতে ব্যবহৃত পদাশ্রিত নির্দেশক টে, টুক, টুকু, টুকুন, টো, গোটা ইত্যাদি উদাহরণ : চারটে পয়সা, দুধটুক, খিরটুকুন, পায়েসটুকু, দুটো ভাত, গোটাপাচেক লিচু ইত্যাদি ।
পদাশ্রিত নির্দেশকের ব্যবহার
১. এক, এক যে, গোটা ইত্যাদি শব্দযোগে পদের অনির্দিষ্টতা আপন করে। যেমন- ‘এক দেশে জো ছিল’, ‘এক যে ছিল দেশ’, ‘গোটা রাজ্যে সুখ বিৰাজ করল’ ।
২. ‘এক’ এর সাথে ‘টা’, ‘টি’ যুক্ত হলে অনির্দিষ্টতা কিন্তু অন্য সংখ্যাবাচক শব্দের সাথে টা’, ‘টি’ যুক্ত হলে নির্দিষ্টতা বোঝায়। যেমন— একটি দেশ, তিনটি টাকা।
৩. (ক) সংখ্যাবাচক শব্দের সঙ্গে টা, টি যুক্ত হলে নির্দিষ্টতা বোঝায়। যেমন- কলাটা, বাড়িটা, গ্রামটি, নয়টি, ছেলেটি প্রভৃতি ।
(খ) নিরর্থকভাবেও নির্দেশক ‘টা’ ও ‘টি’ প্রভৃতির ব্যবহার লক্ষণীয়। যেমন- সারাটি জনম, সারাটা মাস প্রভৃতি । (গ) নির্দেশক সর্বনামের পরে টা, টি যুক্ত হলে তা সুনির্দিষ্ট হয়ে যায়। যেমন- সেটা আমার জামা গুটি বাবুলের গাড়ি। যেটা 1 চাই সেটি আনবে, অন্যটা নয়। সেটিই ছিল আমার বই ।
৪. ‘গোটা’ বচনবাচক শব্দের আগে বসে এবং খানি, থানা পরে বসে। গোটা কখনো নির্দিষ্টতা প্রকাশে আবার কখনো অনির্দিষ্টতা প্রকাশে ব্যবহৃত হয়। যেমন— গোটা শহর যানজটে স্থবির হয়ে গেছে (নির্দিষ্ট)। গোটা পাঁচেক ডিম এবং গোটা দশেক মিষ্টি নিয়ে এসো (অনির্দিষ্ট) । দুখানা শাড়ি দাও। টেবিলে তিনখানা বই দেখা যাচ্ছে।
৫. টা, টুক, টুকু, টো, টে ইত্যাদি পদাশ্রিত নির্দেশক নির্দিষ্টতা অর্থে ব্যবহৃত হয়। যেমন— যতটা পারুন খেয়ে নিন তুমি তার সম্পর্কে কতটুক জানো? যতটুকু জানো ততটুকুই লিখো । দুটো কলম এবং চারটি খাতা এনেছি ।
৬. বিশেষ অর্থে, নির্দিষ্টতা জ্ঞাপনে কয়েকটি শব্দ । কেতা, তা, পাটি ইত্যাদি পদাশ্রিত নির্দেশক ব্যবহৃত হয়। যেমন— বাড়িটা চার কেতা জমির ওপর অবস্থিত বিশ তা কাগজ দিয়ে হবে না। একপাটি স্যান্ডেল হারিয়ে গেছে।
কোনো কোনো পদাশ্রিত নির্দেশক বিশেষণ পদের সঙ্গে যুক্ত হলে, যুক্ত হওয়ার ধরন ও প্রকৃতি বিবেচনায় বিশেষণ পদ বিশেষ্য হয়ে যায় । যেমন- পুতুল নীলটিই সুন্দর। গোলটাই কি নড়ছে। বাক্যদ্বয়ে ‘নীল’ ও ‘গোল’ বিশেষ্য হিসেবে কাজ করছে।
পদাশ্রিত নির্দেশক থেকে প্রশ্ন ও উত্তর | পদাশ্রিত নির্দেশক mcq
১. কোন পদাশ্রিত নির্দেশকটি নির্দিষ্টতা ও অনির্দিষ্টতা উভয়ই বোঝায়?
Ο ক) কেতা
Ο খ) টো
Ο গ) গাছি
Ο ঘ) গুলিন
সঠিক উত্তর: (খ)
২. ‘খানি’ পদাশ্রিত নির্দেশকটি কী অর্থে ব্যবহৃত হয়েছে?
Ο ক) নির্দিষ্ট অর্থে
Ο খ) অনির্দিষ্ট অর্থে
Ο গ) নিরর্থক
Ο ঘ) নির্দেশক অর্থে
সঠিক উত্তর: (ঘ)
৩. ‘টো’ পদাশ্রিত নির্দেশকটি কেবল কোন সংখ্যাবাচক শব্দের সাথে ব্যবহৃত হয়?
Ο ক) পাঁচ
Ο খ) তিন
Ο গ) দুই
Ο ঘ) চার
সঠিক উত্তর: (গ)
৪. ‘সারাটি সকাল তোমার আশায় বসে আছি’ – এ বাক্যে ‘সারা’ শব্দের সাথে ‘টি’ যুক্ত হয়ে কোনটি প্রকাশ করেছে?
Ο ক) অর্থপূর্ণভাবে
Ο খ) দ্ব্যর্থহীনভাবে
Ο গ) সার্থকভাবে
Ο ঘ) নিরর্থকভাবে
সঠিক উত্তর: (ঘ)
৫. পদাশ্রিত নির্দেশকের বিভিন্নতা হয় কিসের ভেদে?
Ο ক) ক্রিয়া
Ο খ) বাক্য
Ο গ) বচন
Ο ঘ) অর্থ
সঠিক উত্তর: (গ)
৬. ‘এক যে ছিল রাজা’ – এখানে পদাশ্রিত নির্দেশক কী অর্থে ব্যবহৃত হয়েছে?
Ο ক) অনির্দিষ্টতা
Ο খ) নির্দিষ্টতা
Ο গ) নিরর্থকভাবে
Ο ঘ) বাহুল্য অর্থে
সঠিক উত্তর: (ক)
৭. ‘আমি অভাগা এনেছি বহিয়া নয়ন জলে ব্যর্থ সাধনখানি’ – এ বাক্যে ‘খানি’ পদাশ্রিত নির্দেশকটি কী অর্থে ব্যবহৃত হয়েছে?
Ο ক) নির্দিষ্ট অর্থে
Ο খ) অনির্দিষ্ট অর্থে
Ο গ) নিরর্থক
Ο ঘ) বিশেষ অর্থে নির্দিষ্টার্থে
সঠিক উত্তর: (ঘ)
৮. বিশেষ অর্থে নির্দিষ্টতা জ্ঞাপক শব্দ কোন বাক্যে ব্যবহৃত হয়েছে?
Ο ক) ন্যাকামিটা এখন রাখো
Ο খ) দশ তা কাগজ দাও
Ο গ) এক যে ছিল রাজা
Ο ঘ) দশটি বছর
সঠিক উত্তর: (খ)
৯. “পোয়াটাক দুধ দাও” – এ বাক্যে ব্যবহৃত পদাশ্রিত নির্দেশক দ্বারা কী প্রকাশ পেয়েছে?
Ο ক) নির্দিষ্টতা
Ο খ) অনির্দিষ্টতা
Ο গ) সুনির্দিষ্টতা
Ο ঘ) অতিনির্দিষ্টতা
সঠিক উত্তর: (খ)
১০. পদাশ্রিতনির্দেশক সর্বনামের পর টা, টি যুক্ত হলে তা কী হয়?
Ο ক) সুনির্দিষ্ট হয়
Ο খ) অনির্দিষ্ট হয়
Ο গ) নিরর্থক হয়
Ο ঘ) সুনির্দিষ্ট ও অনির্দিষ্ট দুই-ই হতে পারে
সঠিক উত্তর: (ক)
১১. দুধটুকু খেয়ে নাও। এখানে ‘টুকু’ ব্যাকরণের কোন নিয়মে ব্যবহৃত হয়েছে?
Ο ক) বচন
Ο খ) প্রত্যয়
Ο গ) পদাশ্রিতনির্দেশক
Ο ঘ) সন্ধি
সঠিক উত্তর: (গ)
১২. পদাশ্রিতনির্দেশক সাধারণত পদের কোথায় বসে?
Ο ক) শেষে
Ο খ) প্রথমে
Ο গ) মাঝে
Ο ঘ) আদি ও অন্তে
সঠিক উত্তর: (ক)
১৩. নির্দিষ্টতা বোঝাতে সংখ্যাবাচক শব্দের সঙ্গে কোনটি যুক্ত হয়?
Ο ক) এক
Ο খ) গোটা
Ο গ) টা
Ο ঘ) টি
সঠিক উত্তর: (গ)
১৪. পদাশ্রিতনির্দেশক এর অপর নাম –
Ο ক) অনন্বয়ী অব্যয়
Ο খ) পদাশ্রিত অব্যয়
Ο গ) পদান্বয়ী অব্যয়
Ο ঘ) সমুচ্চয়ী অব্যয়
সঠিক উত্তর: (খ)
১৫. “ওটি যেন কার তৈরি?” এ বাক্যে কী অর্থে পদাশ্রিত নির্দেশকের ব্যবহার হয়েছে?
Ο ক) নির্দিষ্টতা
Ο খ) অনির্দিষ্টতা
Ο গ) বিশিষ্টতা
Ο ঘ) সুনির্দিষ্টতা
সঠিক উত্তর: (ঘ)
১৬. ‘এক’ ব্যতীত অন্য কোন সংখ্যাবাচক শব্দের সাথে টা, টি যুক্ত হলে কী বোঝায়?
Ο ক) নির্দিষ্টতা
Ο খ) অনির্দিষ্টতা
Ο গ) সুনির্দিষ্টতা
Ο ঘ) সংখ্যা
সঠিক উত্তর: (ক)
১৭. পদের পূর্বে এক, এক যে, গোটা ইত্যাদি বসে কোন অর্থ প্রকাশ করে?
Ο ক) সংকীর্ণতা
Ο খ) সীমাবদ্ধতা
Ο গ) অনির্দিষ্টতা
Ο ঘ) অবরুদ্ধতা
সঠিক উত্তর: (গ)
১৮. ‘ছেলেটা অঙ্কে কাঁচা’ – এ বাক্যে ‘টা’ —- প্রকাশক।
Ο ক) সমার্থকতা
Ο খ) নিরর্থকতা
Ο গ) নির্দিষ্টতা
Ο ঘ) অনির্দিষ্টতা
সঠিক উত্তর: (গ)
১৯. বিশেষ অর্থে নির্দিষ্টতা জ্ঞাপক শব্দ কোনগুলো?
Ο ক) কেতা, পাটি
Ο খ) গোটা, টা
Ο গ) খানা, টুকু
Ο ঘ) গুলো, গুলি
সঠিক উত্তর: (ক)
২০. অনির্দিষ্টতা প্রকাশ করছে কোন বাক্যটিতে?
Ο ক) গোটা দুই কমলা আছে
Ο খ) দু’খানা কম্বল দরকার
Ο গ) সবটুকু ওষুধই খেয়ে ফেল
Ο ঘ) সেইটিই ছিল আমার প্রিয় কলম
সঠিক উত্তর: (ক)
২১. ‘ছুঁয়োনা ছুঁয়োনা ওটি লজ্জাবতী লতা’ – এই বাক্যে কোন শব্দটি পদাশ্রিত নির্দেশক?
Ο ক) ছুয়োনা
Ο খ) ওটি
Ο গ) লজ্জাবতী
Ο ঘ) লতা
সঠিক উত্তর: (খ)
২২. নিরর্থকভাবে পদাশ্রিতনির্দেশক টা, টি – এর ব্যবহার কোনটি?
Ο ক) তিনটি টাকা দাও
Ο খ) এটা নয় ওটা আন
Ο গ) এটাই ছিল প্রিয় বই
Ο ঘ) সারাটি বিকাল বসে আছি
সঠিক উত্তর: (ঘ)
২৩. পদাশ্রিতনির্দেশক কীসের নির্দিষ্টতা জ্ঞাপন করে?
Ο ক) বচনের
Ο খ) ব্যক্তি বা বস্তুর
Ο গ) সংখ্যার
Ο ঘ) পদের
সঠিক উত্তর: (খ)
২৪. ‘একখানা বই কিনে নিও’ – এখানে ‘একখানা’ কোন অর্থ প্রকাশ করেছে?
Ο ক) নির্দিষ্ট
Ο খ) সুনির্দিষ্ট
Ο গ) অনির্দিষ্ট
Ο ঘ) অস্পষ্ট
সঠিক উত্তর: (গ)
২৫. নিরর্থকভাবে পদাশ্রিত নির্দেশকের ব্যবহার –
Ο ক) জামাটি লাল
Ο খ) গানটি শুনেছি
Ο গ) বিকালটা সুন্দর
Ο ঘ) পড়াটা ভালো লাগে না
সঠিক উত্তর: (গ)
২৬. যে প্রত্যয় নির্দিষ্টতা বোঝায় তার নাম কী?
Ο ক) সংখ্যা
Ο খ) পদাশ্রিত নির্দেশক
Ο গ) লিঙ্গ
Ο ঘ) উপসর্গ
সঠিক উত্তর: (খ)
২৭. টা, টি, খানা, খানি – পদাশ্রিত নির্দেশকের কোন বচনে ব্যবহৃত হয়?
Ο ক) বহুবাচক সর্বনামে
Ο খ) ‘মনুষ্য’ শব্দের একবচনে
Ο গ) একবচনে
Ο ঘ) বহুবচনে
সঠিক উত্তর: (গ)
২৮. ‘এক’ শব্দের সঙ্গে টা, টি যুক্ত হলে কী বোঝায়?
Ο ক) নির্দিষ্টতা
Ο খ) অনির্দিষ্টতা
Ο গ) নিরর্থকতা
Ο ঘ) বিশেষ অর্থ
সঠিক উত্তর: (খ)
২৯. তা, পাটি প্রভৃতি কী অর্থে যুক্ত হয়?
Ο ক) নিরর্থকভাবে
Ο খ) অনির্দিষ্টতা জ্ঞাপনে
Ο গ) নির্দিষ্টতা জ্ঞাপনে
Ο ঘ) দ্ব্যর্থকতা জ্ঞাপনে
সঠিক উত্তর: (গ)
৩০. ‘সারাটি সকাল/বিকেল তোমার আশায় বসে আছি’ – এখানে ‘সারাটি’ কোন অর্থ প্রকাশ করেছে?
Ο ক) নিরর্থক ভাব
Ο খ) অনির্দিষ্টতা
Ο গ) নির্দিষ্টতা
Ο ঘ) সামান্যতা
সঠিক উত্তর: (ক)
উপরে আমরা পদাশ্রিত নির্দেশক কাকে বলে ও কত প্রকার পদাশ্রিত নির্দেশকের ব্যবহার নিয়ে সামান্য কথা তুলে ধরেছি। আশা করি এখান থেকে বিভিন্ন সরকারি বেসরকারি চাকরির পরিক্ষায় একটি হলেও কমন থাকবে। সবার শুভ কামনা করে এখানেই শেষ করছি।
পদাশ্রিত নির্দেশক টপিক রিলেটেডঃ পদাশ্রিত নির্দেশক mcq, বিশেষ অর্থে নির্দিষ্টতা জ্ঞাপনে কোন পদাশ্রিত নির্দেশক, পদাশ্রিত নির্দেশক নাম কে দিয়েছেন, পদাশ্রিত নির্দেশক ব্যবহৃত হয় কিসের মতো, পদাশ্রিত নির্দেশক এর উদাহরণ, বাংলায় পদাশ্রিত নির্দেশক বলতে বোঝায়, পদাশ্রিত নির্দেশক এর অপর নাম, কোন পদাশ্রিত নির্দেশকটি নির্দিষ্টতা ও অনির্দিষ্টতা উভয়ই বোঝায়, পদাশ্রিত নির্দেশক এর নাম দিয়েছেন কে, পদাশ্রিত নির্দেশক সাধারণত কোথায় বসে, পদাশ্রিত নির্দেশক mcq , পদাশ্রিত নির্দেশক কোন পদের পরে যুক্ত হয়, পদাশ্রিত নির্দেশক নাম কে দিয়েছেন, পদাশ্রিত নির্দেশক সাধারণত পদের কোথায় বসে, পদাশ্রিত নির্দেশক এর উদাহরণ, পদাশ্রিত নির্দেশক এর অপর নাম কী।