পুরুষ ও স্ত্রীবাচক শব্দ | পুরুষ ও স্ত্রীবাচক শব্দের শ্রেণিবিভাগ

পুরুষ ও স্ত্রীবাচক শব্দ | পুরুষ ও স্ত্রীবাচক শব্দের শ্রেণিবিভাগ

চাকরির প্রস্তুতি নেয়া বন্ধুরা, আশা করি আল্লাহর রহমতে ভালোই আছেন। আপনি অনলাইনে বিভিন্ন সরকারি বেসরকারি চাকরির প্রস্তুতি নিতে চাছেন? আপনি কি অনলানে জবের প্রস্তুতি নিতে চাছেন? তাহলে সঠিক যায়গায় আসছেন। আমরা প্রতিনিয়ত সকল সরকারি বেসরকারি চাকরির প্রস্তুতি বিষয় পোষ্ট করে থাকি। আজকে আমরা পুরুষ ও স্ত্রীবাচক শব্দ | পুরুষ ও স্ত্রীবাচক শব্দের শ্রেণিবিভাগ নিয়ে আলোচনা করতে যাচ্ছি আশা করি শেষ পর্যন্ত সাথে থাকবেন।

পুরুষ ও স্ত্রীবাচক শব্দ | পুরুষ ও স্ত্রীবাচক শব্দের শ্রেণিবিভাগ

পুরুষ ও স্ত্রীবাচক শব্দঃ শব্দের যে বৈশিষ্ট্য দ্বারা পুরুষ, স্ত্রী কিংবা পুরুষ ও স্ত্রী উভয়কেই বোঝায় তাকে পুরুষ বা স্ত্রীবাচক শব্দ বলে । অন্যান্য ভাষার মতোই বাংলা ভাষাতেও পুরুষ ও স্ত্রীবাচক শব্দের রূপ পরিবর্তিত হয়। সংস্কৃত ভাষায় পুরুষবাচক বিশেষ্য পদের সঙ্গে পুরুষবাচক বিশেষণ পদ আর স্ত্রীবাচক বিশেষ্য পদের সঙ্গে স্ত্রীবাচক বিশেষণ পদ ব্যবহৃত হয়। কিন্তু বাংলা ভাষায় এই নিয়ম মানা হয় না ।

বাংলা ভাষায় কেবল বিশেষ্য পদের লিঙ্গতেন হয়। যেমন— সংস্কৃত ভাষায় ‘সুন্দর বালক ও সুন্দরী বালিকা। কিন্তু বাংলা ভাষায় সুন্দর বালক ও সুন্দর বালিকা’। মূলত পুরুষবাচক শব্দের শেষে স্ত্রীবাচক প্রত্যয় যুক্ত হয়ে স্ত্রীবাচক শব্দ গঠিত হয়।

অর্থাৎ পুরুষবাচক শব্দের শেষে একটি অতিরিক্ত শব্দাংশ যুক্ত হয়ে স্ত্রীবাচক শব্দ গঠিত হয়। এই স্ত্রীবাচক প্রত্যয় ২ প্রকার- বাংলা স্ত্রীবাচক প্রত্যয় ও সংস্কৃত শ্রীবাচক প্রত্যয়। বাংলা স্ত্রীবাচক প্রত্যয়গুলো বাংলা শব্দের সঙ্গে আর সংস্কৃত স্ত্রীবাচক প্রত্যয়গুলো সংস্কৃত শব্দের সঙ্গে যুক্ত হয়। শব্দের শেষে প্রত্যয় যুক্ত হওয়া ছাড়াও আরও কিছু বিশেষ নিয়মে পুরুষবাচক ও স্ত্রীবাচক শব্দ গঠিত হয়ে থাকে

পুরুষ ও স্ত্রীবাচক শব্দের সংজ্ঞার্থ

শব্দের যে বৈশিষ্ট্য দ্বারা পুরুষ, স্ত্রী কিংবা পুরুষ ও স্ত্রী উভয়কেই বোঝায় তাকে ব্যাকরণে পুরুষ বা স্ত্রীবাচক শব্দ বলে। এটি একটি ব্যাকরণজ্ঞাক্ষ ধারণা। এর মাধ্যমে বিশেষ্য পদের পুরুষ বা স্ত্রীবাচক শব্দগত বৈশিষ্ট্য সম্পর্কে ধারণা পাওয়া যায়। ভাষায় পুরুষ বা গ্রীবাচক শব্দ একটি গুরুত্বপূর্ণ বিষয়।

পুরুষ ও স্ত্রীবাচক শব্দের শ্রেণিবিভাগ

পুরুষ ও স্ত্রীবাচক শব্দ চার প্রকার। যথা

  • ১. পুরুষবাচক শব্দ
  • ২. স্ত্রীবাচক শব্দ
  • ৩. ক্রীবাচক শব্দ
  • ৪. উভয়বাচক শব্দ

১. পুরুষবাচক শব্দ : যে শব্দ দ্বারা পুরুষ বা পুরুষ জাতি বোঝায় তাকে পুরুষবাচক শব্দ বলে। যেমন— ভাই, বাবা, চাচা, খালু, মামা, দাদা, নানা ইত্যাদি।

২. স্ত্রীবাচক শব্দ : যে শব্দ দ্বারা স্ত্রীবাচক অর্থ প্রকাশ করে বা স্ত্রী জাতি বোঝায় তাকে স্ত্রীবাচক শব্দ বলে। যেমন- মা, আম্মা, বোন, ভাবি, দিদি, বৌদি, চাচি, খালা, মামি, নানি, জেঠি, বালিকা, বকনা বাছুর ইত্যাদি

৩. ক্লীবাচক শব্দ : যে শব্দ দ্বারা স্ত্রী বা পুরুষ কিছুই না বুঝিয়ে অপ্রাণিবাচক বা বস্তুবাচক কিছু বোঝায় তাকে ক্লীবাচক শব্দ বলে । যেমন- ঘর, চেয়ার, টেবিল, বই, পানি, দুধ ইত্যাদি ।

৪. উভয়বাচক শব্দ : যে শব্দ দ্বারা পুরুষ বা স্ত্রী উভয়কে বা উভয় জাতিকে প্রকাশ করে তাকে উভয়বাচক শব্দ বলে। যেমন “মানুষ”। ‘জনতা’ শব্দ দ্বারা স্ত্রী ও পুরুষ উভয়কেই বোঝাতে পারে। জনতা স্ত্রীলোকও হতে পারেন আবার পুরুষলোকও হতে পারেন। তেমনই গুরুজন, সন্তান, শিশু, গোরু, হাতি, পাখি ইত্যাদি ।

এছাড়াও এদের দুই ভাগে ভাগ করা যায়। যেগুলো বাক্যে লিঙ্গগত ধারণার নতুন দ্যোতনা ও সুস্পষ্ট অর্থ সৃষ্টি করে । যেমন

  • ১. নিত্য পুরুষবাচক শব্দ
  • ২. নিত্য স্ত্রীবাচক শব্দ

১. নিত্য পুরুষবাচক শব্দ : যে শব্দের স্ত্রীবাচক হয় না তাকে নিতা পুরুষবাচক শব্দ বলে। যেমন- রাষ্ট্রপতি, বিপত্নীক, কৃতদার, অকৃতদার, কবিরাজ, কুস্তিগির, পুরোহিত, শ্রৈণ, কোটিপতি, মন্ত্রী, প্রধানমন্ত্রী, ঢাকি, চুলি, চৌকিদার, দফাদার, পুলিশ, সিপাহি ইত্যাদি

২. নিত্য স্ত্রীবাচক শব্দ : বাংলা ভাষায় বেশ কিছু শব্দ আছে যেগুলো নিত্য স্ত্রীবাচক শব্দ হিসেবে পরিচিত এদের পুরুষবাচক শব্দ হয় না যেমন সধবা, বিধবা, সপত্নী, সতিন, বিমাতা, ললনা, অঙ্গনা, সৎমা, ত্রয়ো, দাই, কুলটা, অর্ধাঙ্গিনী, অসূর্যম্পশ্যা, অরক্ষণীয়া, লক্ষ্মী, ডাইনি, গর্ভিণী, বেশ্যা ইত্যাদি।

পুরুষ ও স্ত্রীবাচক শব্দের রূপান্তর

পুরুষবাচক শব্দকে স্ত্রীবাচক এবং স্ত্রীবাচক শব্দকে পুরুষবাচক শব্দে পরিবর্তন করাকে পুরুষ ও স্ত্রীবাচক শব্দের রূপান্তর বলে যেমন- ‘স্বামী’ একটি পুরুষবাচক শব্দ । এ শব্দের বিপরীত বা স্ত্রীবাচক শব্দ হলে স্ত্রী’। তেমনই ছেলে/মেয়ে, নানা/নানি, সুক/সারি প্রকৃতি । এদের রূপান্তর বাক্যে শব্দের ব্যবহারকে বিস্তৃত ও অর্থবহুল করে তোলে ।

বিদেশি পুরুষবাচক ও বিদেশি স্ত্রীবাচক শব্দ

বিদেশাগত লিঙ্গবাচক শব্দকে বিদেশি পুরুষবাচক ও স্ত্রীবাচক শব্দ বলা হয় বিদেশাগত শব্দ পুরুষ বা পুরুষ জাতি হলে বিদেশি পুরুষবাচক শব্দ এবং স্ত্রী বা স্ত্রী জাতি হলে বিদেশি স্ত্রীবাচক শব্দ বলা হয় যেমন— খান – খানম, মরদ – জেনানা, মালেক মালেকা, মুহতারিম – মুহতারিমা, সুলতান সুলতানা প্রভৃতি।

পুরুষ ও স্ত্রীবাচক শব্দের বৈশিষ্ট্য

১. বাংলায় কেবল বিশেষ্য পদের পরিবর্তন হয়

২. পুরুষবাচক শব্দের শেষে স্ত্রীবাচক প্রত্যয় যুক্ত হয়ে স্ত্রীবাচক শব্দ

৩. কতকগুলো বাংলা শব্দ পুরুষ ও স্ত্রী দুই-ই বোঝায়। যেমন- জন, পাখি, শিশু, সন্তান, শিক্ষিত, গুরু ইত্যাদি।

৪. কতকগুলো শব্দ শুধু পুরুষ বোঝায়। যেমন- কবিরাজ, ঢাকি, কৃতদার, অকৃতদার ইত্যাদি

৫. কতকগুলো শব্দ শুধু জীবাচক হয়। যেমন- সতিন, সৎমা, সধবা প্রভৃতি ৬. শব্দের শেষে প্রতায় যুক্ত হওয়া ছাড়াও আরও কিছু বিশেষ নিয়মে পুরুষবাচক ও স্ত্রীবাচক শব্দ গঠিত হয়ে থাকে

৭. কিছু পুরুষবাচক শব্দের দুটো করে স্ত্রীবাচক শব্দ আছে। যেমন- দেবর ননদ (দেবরের বোন), জা (দেবরের স্ত্রী), ভাই বোন, ভাবি/বৌদি (ডাইয়ের স্ত্রী) শিক্ষক শিক্ষয়িত্রী (নারী শিক্ষক), শিক্ষকপত্নী (শিক্ষকের স্ত্রী), বন্ধু- বান্ধবী (মেয়ে বন্ধু), বন্ধুপত্নী (বন্ধুর স্ত্রী), দাদা-দিদি (বড়ো বোন), বৌদি (দাদার স্ত্রী)।

৮. বাংলা স্ত্রীবাচক শব্দের বিশেষণ স্ত্রীবাচক হয় না। যেমন- সুন্দর বলদ – সুন্দর গাই, সুন্দর ছেলে সুন্দর মেয়ে, মেজো মুড়ো মেজো বুড়ি ।

৯. বাংলায় বিশেষণ পদের স্ত্রীবাচক হয় না। যেমন- মেয়েটি পাগল হয়ে গেছে (পাগলি হবে না) । তুমি ভয়ে অস্থির হয়ে গেছে (অস্থিরা হবে না)।

১০. কূল, উপাধি, বংশ ইত্যাদিরও স্ত্রীবাচক রূপ আছে। যেমন- ঘোষ ঘোষজা (কন্যা অর্থে), ঘোষজায়া (পত্নী অর্থে)

পুরুষ ও স্ত্রীবাচক শব্দ ব্যবহারের উপকারিতা বা প্রয়োজনীয়তা

১. এটি দিয়ে বিশেষ্য বা বিশেষণের প্রকৃতিগত ভিন্নতা চিহ্নিত করে

২. এটি দিয়ে বিশেষ্য ও সর্বনামসমূহের মধ্যে কোনটি পুরুষ, কোনটি স্ত্রী বা কোনটি উভয়বাচক বা কোনটি কোনো বাচকই নয়, সে বিষয়ে ধারণা প্রদান করে।

পুরুষ ও স্ত্রীবাচক শব্দ থেকে বিভিন চাকরির পরিক্ষায় আশা এবং পরিক্ষায় আশার মতো কমন উপযোগি কিছু প্রশ্ন ও উত্তর নিম্নে দেয়া হলো…

  • ১। নিচের কোন পুরুষবাচক শব্দের স্ত্রীবাচক শব্দ নেই?
    ক) চৌধুরী
    খ) কুলটা
    গ) নবীন
    ঘ) কোনোটিই নয়
    সঠিক উত্তরঃ ঘ) কোনটিই নয়
  • ২। নিত্য স্ত্রীবাচক শব্দ কোনটি?
    ক) মজুরানী
    খ) ঠাকুরানী
    গ) মলিনা
    ঘ) সৎমা
    সঠিক উত্তরঃ ঘ) সৎমা
  • ৩। কোনটির শুধু স্ত্রীবাচক হয়?
    ক) সন্তান
    খ) সৎমা
    গ) ঢাকী
    ঘ) ঘোষজা
  • সঠিক উত্তরঃ খ) সৎমা
  • ৪। কোনটি নিত্য স্ত্রীবাচক শব্দ?
    ক) সতীন
    খ) বিধাতা
    গ) সপত্নী
    ঘ) বিপত্নী
  • সঠিক উত্তরঃ ক) সতীন
  • ৫। ধাত্রী শব্দটি কোন লিঙ্গ?
    ক) পুংলিঙ্গ
    খ) স্ত্রীলিঙ্গ
    গ) ক্লীবলিঙ্গ
    ঘ) উভয়লিঙ্গ
  • সঠিক উত্তরঃ খ) স্ত্রীলিঙ্গ
  • ৬। ‘গরীয়ান’ শব্দটি কোন লিঙ্গ?
    ক) পুংলিঙ্গ
    খ) স্ত্রীলিঙ্গ
    গ) ক্লীবলিঙ্গ
    ঘ) উভয়লিঙ্গ
  • সঠিক উত্তরঃ ক) পুংলিঙ্গ
  • ৭। ‘বধু’ হচ্ছে-
    ক) পুংলিঙ্গ
    খ) স্ত্রীলিঙ্গ
    গ) নিত্য স্ত্রীলিঙ্গ
    ঘ) উভয়লিঙ্গ
  • সঠিক উত্তরঃ ঘ) উভয়লিঙ্গ
  • ৮। কোনটির স্ত্রীবাচক শব্দ নেই?
    ক) কবিরাজ
    খ) ঢাকি
    গ) কৃতদার
    ঘ) সবগুলো
  • সঠিক উত্তরঃ ঘ) সবগুলো
  • ৯। দালান শব্দটি কোন লিঙ্গ?
    ক) উভয়লিঙ্গ
    খ) স্ত্রীলিঙ্গ
    গ) ক্লীবলিঙ্গ
    ঘ) কোনোটিই নয়
  • সঠিক উত্তরঃ গ) ক্লীবলিঙ্গ
  • ১০। কোনটি ক্লীবলিঙ্গ?
    ক) কন্যা
    খ) স্বামী
    গ) বৃক্ষ
    ঘ) ননদ
  • সঠিক উত্তরঃ গ) বৃক্ষ
  • ১১। সমিতি কোন লিঙ্গ?
    ক) ক্লীবলিঙ্গ
    খ) পুংলিঙ্গ
    গ) স্ত্রীলিঙ্গ
    ঘ) উভয়লিঙ্গ
  • সঠিক উত্তরঃ ক) ক্লীবলিঙ্গ
  • ১২। কোন শব্দটি নিত্য পুরুষবাচক?
    ক) কবিরাজ
    খ) জ্ঞানী
    গ) সতীন
    ঘ) সম্রাট
  • সঠিক উত্তরঃ ক) কবিরাজ
  • ১৪। লিঙ্গান্তর হয় না এমন শব্দ কোনটি?
    ক) সাহেব
    খ) বেয়াই
    গ) সঙ্গী
    ঘ) কবিরাজ
  • সঠিক উত্তরঃ ঘ) কবিরাজ
  • ১৫। কবিরাজ এর স্ত্রীবাচক শব্দ কোনটি?
    ক) কবিরাজি
    খ) মহিলা কবিরাজ
    গ) কবিরাজনী
    ঘ) কোনোটিই নয়
  • সঠিক উত্তরঃ ঘ) কোনটি নয়
  • ১৬। নিচের কোনটির লিঙ্গান্তর হয় না?
    ক) রাঁধুনি
    খ) সতীন
    গ) কবি
    ঘ) আচার্য
  • সঠিক উত্তরঃ খ) সতীন
  • ১৭। কোনটি নিত্য স্ত্রীবাচক শব্দ?
    ক) হুজুরাইন
    খ) ঠাকরুন
    গ) পাগলী
    ঘ) ডাইনি
  • সঠিক উত্তরঃ ঘ) ডাইনি
  • ১৮। নিচের কোন শব্দটি পুরুষবাচক শব্দ নেই?
    ক) বাঁদী
    খ) দাত্রী
    গ) তাদৃশী
    ঘ) ডাইনী
  • সঠিক উত্তরঃ ঘ) ডাইনি
  • ১৯। লিঙ্গান্তর হয় না কোন শব্দটির?
    ক) ডাক্তার
    খ) ধোপা
    গ) নাপিত
    ঘ) কেরানি
  • সঠিক উত্তরঃ ঘ) কেরানি
  • ২০। ভূত শব্দের স্ত্রীলিঙ্গ কোনটি?
    ক) ভূতনী
    খ) পেত্নী
    গ) মেয়ে ভূত
    ঘ) ভূতনী
  • সঠিক উত্তরঃ খ) পেত্নী
  • ২১। সেবক শব্দের স্ত্রীলিঙ্গ কোনটি?
    ক) সেবকা
    খ) সেবোকি
    গ) সেবিকি
    ঘ) সেবিকা
  • সঠিক উত্তরঃ ঘ) সেবিকা
  • ২২। কোনটি পত্নী অর্থে স্ত্রীবাচক শব্দ?
    ক) ছাত্রী
    খ) আয়া
    গ) দাদী
    ঘ) সৎমা
  • সঠিক উত্তরঃ গ) দাদী
  • ২৩। কোনটি স্ত্রীলিঙ্গ ভিন্ন শব্দ?
    ক) বিদ্বান
    খ) গায়ক
    গ) কোকিল
    ঘ) দাদা
  • সঠিক উত্তরঃ ক) বিদ্বান
  • ২৪। কোনটি ভিন্নার্থক স্ত্রীবাচক শব্দ?
    ক) নাটিকা
    খ) পুস্তিকা
    গ) বনানী
    ঘ) মালিকা
  • সঠিক উত্তরঃ গ) বনানী
  • ২৫। মালী শব্দের স্ত্রীবাচক শব্দ কোনটি?
    ক) মালা
    খ) মালিকা
    গ)মালিনী
    ঘ) মালিনি
  • সঠিক উত্তরঃ গ)মালিনী
  • ২৬। কোনটির আগে স্ত্রীবাচক শব্দ যোগ করে লিঙ্গান্তর করতে হয়?
    ক) কবি
    খ) নেতা
    গ) দাতা
    ঘ) বাদশা
  • সঠিক উত্তরঃ ক) কবি
  • ২৭। কোন শব্দটির পুরুষবাচক শব্দ নেই?
    ক) সতীন
    খ) প্রথমা
    গ) গৃহিণী
    ঘ) মেছোনী
  • সঠিক উত্তরঃ ক) সতীন
  • ২৮। নিচের কোনটি ক্লীবলিঙ্গ বোঝায়?
    ক) ছেলে
    খ) কন্যা
    গ) খাতা
    ঘ) চপলা
  • সঠিক উত্তরঃ গ) খাতা
  • ২৯। ‘গনক’ শব্দটির স্ত্রীলিঙ্গ কোনটি?
    ক) গণিকা
    খ) গণকী
    গ) গণকিনী
    ঘ) গণকা
  • সঠিক উত্তরঃ খ) গণকী
  • ৩০। পত্নী অর্থে ব্যবহৃত শব্দ কোনটি?
    ক) নেত্রী
    খ) বিদুষী
    গ) নানী
    ঘ) কিশোরী
  • সঠিক উত্তরঃ গ) নানী
  • ৩১। গরিয়সী এর বিপরীত লিঙ্গ কী?
    ক) মহৎ
    খ) মহান
    গ) গরীয়ান
    ঘ) মহীয়ান
  • সঠিক উত্তরঃ গ) গরীয়ান
  • ৩২। বিশেষ নিয়মে গঠিত স্ত্রীবাচক শব্দ কোনটি?
    ক) বাঁদী-বাঁদিনী
    খ) ধাত্রা-ধাত্রী
    গ) মালি-মালিনী
    ঘ) নর-নারী
  • সঠিক উত্তরঃ ঘ) নর-নারী
  • ৩৩। নিচের কোন স্ত্রীবাচক শব্দের দুটি পুরুষ বাচক শব্দ আছে?
    ক) ননদ
    খ) নবীন
    গ) কবিরাজ
    ঘ) কুলটা
  • সঠিক উত্তরঃ ক) ননদ
  • ৩৪। কোন শব্দটির দুটি স্ত্রীবাচক শব্দ আছে?
    ক) শ্রীমান
    খ) শিক্ষক
    গ) রজক
    ঘ) বুদ্ধিমান
  • সঠিক উত্তরঃ খ) শিক্ষক
  • ৩৫। বাদশার লিঙ্গান্তর কোনটি?
    ক) রানী
    খ) বাদশানী
    গ) বেগম
    ঘ) সম্রাজ্ঞী
  • সঠিক উত্তরঃ বেগম
  • ৩৬। শুক শব্দের স্ত্রীবাচক শব্দ কোনটি
    ক) সুখী
    খ) শারী
    গ) সুকী
    ঘ) সুকা
  • সঠিক উত্তরঃ খ) শারী
  • ৩৭। কূলি শব্দের স্ত্রীবাচক শব্দ কোনটি?
    ক ) মহিলা কুলি
    খ) কুলিনী
    গ) কামিন
    ঘ) কামিনী
  • সঠিক উত্তরঃ গ) কামিন
  • ৩৮। ‘মরদ’ এর বিপরীত লিঙ্গ কোনটি?
    ক) মর্দ
    খ) জেনানা
    গ) জেনানী
    ঘ) মরদী
  • সঠিক উত্তরঃ খ) জেনানা
  • ৩৯। অরণ্য এর লিঙ্গান্তর কি?
    ক) আরন্য
    খ) অরণী
    গ) অরন্য
    ঘ) অরণ্যানী
  • সঠিক উত্তরঃ অরণ্যানী
  • ৪০। দেবর শব্দের স্ত্রীলিঙ্গ কোনটি?
    ক) নন্দাই
    খ) ননদ
    গ) ভাবি
    ঘ) দেবী
  • সঠিক উত্তরঃ খ) ননদ
  • ৪১। বিধবা শব্দের বিপরীত লিঙ্গ কি?
    ক) বহুপত্নীক
    খ) বিপত্নীক
    গ) সধবা
    ঘ) অধবা
  • সঠিক উত্তরঃ গ) বিপত্নীক
  • ৪২। নিচের কোনটি প্রত্যয়যোগে গঠিত স্ত্রীবাচক শব্দ?
    ক) বাদী
    খ) সভানেত্রী
    গ ) জেলেনি
    ঘ) পেত্নী
  • সঠিক উত্তরঃ গ) জেলেনী
  • ৪৩। কোনটি স্ত্রীবাচক শব্দ?
    ক) মায়াবী
    খ) যোগী
    গ) দুঃখী
    ঘ) বৈষ্ণবী
  • সঠিক উত্তরঃ ঘ) বৈষ্ণবী
  • ৪৪। নাটিকা কোন অর্থে স্ত্রীবাচক শব্দ?
    ক) সমার্থক
    খ) বৃহদার্থে
    গ) বিপরীতার্থে
    ঘ) ক্ষুদ্রার্থে
  • সঠিক উত্তরঃ ঘ) ক্ষুদ্রার্থে
  • ৪৫। বৃহৎ স্ত্রীবাচক শব্দ কোনটি?
    ক) যোগিনী
    খ) অরণ্যানী
    গ) ক্ষত্রিয়াণী
    ঘ) গীতিকা
  • সঠিক উত্তরঃ খ) অরণ্যানী
  • ৪৭। নিচের কোনটির লিঙ্গান্তর অশুদ্ধ?
    ক) অবল-অবলা
    খ) বাসন্তী-বসন্ত
    গ) ধাতা-ধাত্রী
    ঘ) অভাব-অভাবী
  • সঠিক উত্তরঃ খ) বাসন্তী-বসন্ত
  • ৪৮। নিচের কোনটি স্ত্রীবাচক শব্দ নয়?
    ক) সূরী
    খ) পেত্নী
    গ) গরু
    ঘ) ত্রয়ী
  • সঠিক উত্তরঃ গ) গরু
  • ৪৯। ‘ঈ’ প্রত্যয় যোগে লিঙ্গান্তর করা হয়েছে কোনটি?
    ক) জেলেনী
    খ) অনাথিনী
    গ) ছাত্রী
    ঘ) মেছোনী
  • সঠিক উত্তরঃ গ) ছাত্রী
  • ৫০। লিঙ্গান্তর করতে নায়ক শব্দের সাথে কোন প্রত্যয় যুক্ত হয়?
    ক) আ
    খ) ই
    গ) ইনি
    ঘ) ইকা
  • সঠিক উত্তরঃ ঘ) ইকা

প্রিয় পাঠক উপরে আমরা চাকরির প্রস্তুতি বিষয়ে একটি আর্টিকেল লিখেছি। আশা করি আজকের আর্টিকেল থেকে কিছু হলেও নতুন কিছু জানতে এবং শিখতে পারছেন। আশা করি আজকের টপিক থেকে বিভিন্ন সরকারি বেসরকারি চাকরির পরিক্ষায় প্রশ্ন কম্ন থাকবে।

আজকের টপিক রিলেটেডঃ পুরুষ ও স্ত্রীবাচক শব্দ pdf, পুরুষ ও স্ত্রীবাচক শব্দ mcq, ধনী এর স্ত্রীবাচক শব্দ, সভাপতি এর স্ত্রীবাচক শব্দ, মশাই এর স্ত্রীবাচক শব্দ, সম্রাট এর স্ত্রীবাচক শব্দ, সাহেব এর স্ত্রীবাচক শব্দ, সতী এর পুরুষবাচক শব্দ, সম্রাট এর স্ত্রীবাচক শব্দ, নাপিত এর স্ত্রী বাচক, Bee এর পুরুষ বাচক word কোনটি, স্ত্রীলিঙ্গ বাচক শব্দ, নিত্য স্ত্রীবাচক শব্দ, কবি এর স্ত্রী বাচক শব্দ, মশাই এর স্ত্রীবাচক শব্দ, পুরুষ ও স্ত্রীবাচক শব্দ pdf।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *