সম্মানিত পাঠক আশা করি আল্লাহর রহমতে ভালোই আছেন। আজকে আমরা নতুন আরেকটি টপিক নিয়ে হাজির হলাম। আজকে আমরা বচন কাকে বলে | বচন কত প্রকার এবং বচন উদাহরণ নিয়ে সামান্য ধারনা নেয়ার চেষ্টা করব। চলুন তাহলে শুরু করা যাক।
বচন কাকে বলে | বচন কত প্রকার এবং বচন উদাহরণ
বচন একটি পারিভাষিক শব্দ। এর অর্থ সংখ্যার ধারণা। বিশেষ্য বা সর্বনাম পদের সংখ্যার ধারণা প্রকাশের উপায় বা সংখ্যাত্মক প্রকাশের ব্যাকরণ-নির্দেশিত কৌশল বা উপায়কে বচন বলে। অন্যভাবে বলা যায়, বিশেষ্য বা সর্বনাম পদ যে ব্যক্তি, বস্তু বা প্রাণীর প্রতিনিধিত্ব করে বা নির্দেশ করে, সেই ব্যক্তি, বস্তু বা প্রাণীর সংখ্যা বা পরিমাণকে বচন বলা হয়। অর্থাৎ সেটি একসংখ্যক না একাধিক সংখ্যা তা বোঝানোর পদ্ধতিকেই বচন বলে। ব্যাকরণে নির্দেশিত নীতিতে বিশেষ্য বা সর্বনামের সংখ্যাগত ধারণা প্রকাশের উপায়কে বলে বচন । যেমন একটি পাখি, দুটি মানুষ, তিন কেজি চাউল, দুই গ্লাস পানি ইত্যাদি। সুতরাং আমরা বলতে পারি, যে শব্দ বা শব্দসমষ্টির দ্বারা ব্যক্তি, বস্তু, বিষয় বা পদার্থের সংখ্যার বিষয়ে আমাদের ধারণা জন্মে তাই বচন
বচন বলতে কি বোঝো
বিশেষ্য বা সর্বনাম পদের সংখ্যার ধারণা প্রকাশের উপায় বা সংখ্যাত্মক প্রকাশের ব্যাকরণ-নির্দেশিত কৌশল বা উপায়কে বচন বলে অন্যভাবে বলা যায়, বিশেষা বা সর্বনাম পদ যে ব্যক্তি, বস্তু বা প্রাণীর প্রতিনিধিত্ব করে বা নির্দেশ করে, সেই ব্যক্তি, বস্তু বা প্রাণীর সংখ্যা বা পরিমাণ হলো বচন অর্থাৎ সেটি এক না একাধিক তা বোঝানোর পদ্ধতিকেই বচন বলে
বচনের বৈশিষ্ট্য
১. কেবল বিশেষ্য ও সর্বনাম পদের বচনতেন হয়।
২. কখনো বিশেষণ পদের বচনতেন হয় না ।
৩. বিশেষণবাচক শব্দ বাক্যে বিশেষ্য পদ হিসেবে ব্যবহৃত হলে কেবল তখনই তার বচনভেদ হয় ।
৪. বাংলা ভাষায় বচন কেবল দুই প্রকার।
৫. সাধারণ ব্যক্তিবাচক বিশেষ্যের বহুবচন হয় না। তবে বিশেষ অর্থে তা ব্যবহৃত হতে পারে। যেমন- করিমরা
৬. বচন দ্বিত্ব ব্যাকরণের রীতি অনুসারে দূষণীয়। যেমন— সব ছাত্রীরা নাচছে। বাক্যটি ভুল। শুদ্ধ হবে সব ছাত্রী নাচছে/ছাত্রীরা তিন ভাই নাচছে।
বচনের শ্রেণিবিভাগ
বাংলা ভাষায় ৰচন দুই প্রকার। যথা :
ক. একবচন
খ। বহুবচন
ক. একবচন । যখন কোনো পদ বা শব্দ দ্বারা কেবল একটি ব্যক্তি, বস্তু বা প্রাণীকে প্রকাশ করা হয় তখন তাকে একবচন বলে। যেমন— পাখিটা উড়ছে, সূর্য ডুবে যাচ্ছে, বৃক্ষটা অনেক বড়ো, বাড়িটা খুব সুন্দর ।
খ. বহুবচন যখন কোনো শব্দ দ্বারা একাধিক ব্যক্তি, বস্তু বা প্রাণীকে নির্দেশ করে তখন তাকে বহুবচন বলে। যেমন- পাখিগুলো উড়ছে, এ বনের গাছগুলো অনেক বড়ো, বাড়িগুলো সুন্দর।
একবচন প্রকাশক শব্দ : একবচন প্রকাশের জন্য পৃথক কোনো বিভক্তি বাংলায় নেই। এজন্য শব্দের মূল রূপটিকে একবচন হিসেবে নির্দেশ করা হয়। একবচন প্রকাশের কয়েকটি কৌশল নিচে উল্লেখ করা হলো :
১. সাধারণত এক, একটা, একটি, একখানা, একখানি প্রভৃতি শব্দ যোগ করে একবচন নির্দেশ করা হয়। যেমন- একখান লোক একজন ছাত্র, একটা বই, একটি পাখি, একখানা শাড়ি ইত্যাদি ।
২. টি. টা, খানা, খানি ইত্যাদি নির্দেশক ‘এক’-এর সঙ্গে যোগ করে অথবা ‘এক’ শব্দটিকে ব্যবহার না করে বিশেষ্যের সঙ্গে টা, টি. খানা, খানি, গাছা, গাছি ইত্যাদি নির্দেশক যোগে একবচন গঠন করা যায়। যেমন- একখানা চিঠি, একগাছি চুল ইত্যাদি
৩. একবচনের বিভক্তিযোগে একবচন নির্দেশিত হয়। যেমন- গাছটিকে, তাকে, বাবার প্রভৃতি ।
বহুবচন প্রকাশক শব্দ বাংলায় বহুবচন প্রকাশের জন্য কতকগুলো শব্দ বা শব্দাংশ ব্যবহৃত হয় এদের বহুবচন প্রকাশক শব্দ বলা হয় সাধারণভাবে এগুলো বিভক্তি নামেও পরিচিত। এসব বিভক্তি অধিকাংশই এসেছে সংস্কৃত ভাষা থেকে। অর্থাৎ বলা যায়, এগুলোর বেশিরভাগই তৎসম শব্দ বা শব্দাংশ। যেমন- রা, এরা, গুলা, গুলি (গুলো), দিগ, দের (শব্দাংশ বা বিভক্তি); সব, সকল, সমুদয়, ফুল, বৃন্দ, বর্গ, নিচয়, রাজি, রাশি, পাল, দাম, নিকর, দল, মালা, পুঞ্জ, আবলি (শব্দ) প্রভৃতি ।
বচন থেকে বিভিন্ন সরকারি বেসরকারি চাকরির পরিক্ষায় আশা প্রশ্ন ও উত্তর
- ১. অপ্রাণিবাচক শব্দে ব্যবহৃত বহুবচনবোধক শব্দ কোনগুলো?
ক) দাম, নিকর, রাশি
খ) কুল, সকল, সব
গ) গণ, বৃন্দ, বর্গ
ঘ) গুলি, গুলা, গুলো
সঠিক উত্তর: (ক) - ২. ‘রবীন্দ্রনাথরা প্রতিদিন জন্মায় না’ – এটি কোন নিয়মে বহুবচন হয়েছে?
ক) বিভক্তিযোগে
খ) বিশেষ নিয়মে
গ) দ্বিত্ব প্রয়োগে
ঘ) প্রত্যয়যোগে
সঠিক উত্তর: (ঘ) - ৩. কেবল জন্তুর বহুবচনে কোন শব্দটি বসে?
ক) বর্গ
খ) দাম
গ) পুঞ্জ
ঘ) যূথ
সঠিক উত্তর: (ঘ) - ৪. যে শব্দ দ্বারা কোন প্রাণী, বস্তু বা ব্যক্তির একের অধিক অর্থাৎ বহু সংখ্যার ধারণা হয়তাকে — বলে।
ক) একবচন
খ) বহুবচন
গ) প্রাণিবাচক বহুবচন
ঘ) বাংলায় বহুবচন
সঠিক উত্তর: (খ) - ৫. কোনটি একবচনের উদাহরণ?
ক) মানুষ মরণশীল
খ) শিক্ষক ছাত্র পড়াচ্ছেন
গ) লোকে বলে
ঘ) বনে বাঘ থাকে
সঠিক উত্তর: (খ) - ৬. ‘কমল’ শব্দটির শেষে কোন বহুবচনবোধক শব্দটি বসবে?
ক) নিচয়
খ) আবলি
গ) নিকর
ঘ) রাজি
সঠিক উত্তর: (গ) - ৭. কেবল অপ্রাণিবাচক বহুবচনের প্রত্যয় কোনটি?
ক) কুল
খ) মালা
গ) সমাজ
ঘ) মন্ডলী
সঠিক উত্তর: (খ) - ৮. সমষ্টিবোধক শব্দগুলোর বেশির ভাগই কোন ভাষা থেকে এসেছে?
ক) হিন্দি
খ) প্রাকৃত
গ) সংস্কৃত
ঘ) খাঁটি বাংলা
সঠিক উত্তর: (গ) - ৯. ‘রচনা’ শব্দটির বহুবচন কোনটি?
ক) রচনাবৃন্দ
খ) রচনারাজি
গ) রচনাবলি
ঘ) রচনাসকল
সঠিক উত্তর: (গ) - ১০. অপ্রাণিবাচক বিশেষ্যে ব্যবহৃত বহুবচনবোধক শব্দ কোনগুলো?
ক) পাল, যূথ
খ) সকল, সমূহ
গ) গন, বৃন্দ
ঘ) রাশি, রাজি
সঠিক উত্তর: (ঘ) - ১১. ইতর প্রাণিবাচক শব্দের বহুবচনে কোন শব্দ যুক্ত হয়?
ক) রাশি
খ) বর্গ
গ) গুচ্ছ
ঘ) গুলো
সঠিক উত্তর: (ঘ) - ১২. ‘হস্তি’ – এর সাথে কোন বহুবচন প্রত্যয় যুক্ত হবে?
ক) নিকর
খ) আবলি
গ) রা
ঘ) যূথ
সঠিক উত্তর: (ঘ) - ১৩. বিশেষ নিয়মে সাধিত ‘বহুবচন’ নিচের কোন বাক্যটিকে নির্দেশ করে?
ক) পোকার আক্রমণে ফসল নষ্ট হয়
খ) ঘরে বহু মেহমান এসেছে
গ) সকলে সব জানে না
ঘ) মানুষেরা মরণশীল
সঠিক উত্তর: (ক) - ১৪. বচন অর্থ কী?
ক) সংখ্যার ধারণা
খ) গণনার ধারণা
গ) ক্রমের ধারণা
ঘ) পরিমাণের ধারণা
সঠিক উত্তর: (ক) - ১৫. কোনটি একবচন বুঝায়?
ক) লোকে বলে
খ) মাঠে মাঠে ধান
গ) শুনবে যদি গল্পটি
ঘ) বনে বাঘ আছে
সঠিক উত্তর: (গ) - ১৬. প্রাণিবাচক বহুবচন কোনটি?
ক) মেঘমালা
খ) গল্পগুচ্ছ
গ) রচনাবলী
ঘ) শিক্ষকবৃন্দ
সঠিক উত্তর: (ঘ) - ১৭. ‘সাহেব’ শব্দের বহুবচন কোনটি?
ক) সাহেবা
খ) সাহেবকুল
গ) সাহেবগণ
ঘ) সাহেবান
সঠিক উত্তর: (ঘ) - ১৮. বিশেষ নিয়মে বহুবচন সাধিত হয়েছে কোনটিতে?
ক) রবীন্দ্রনাথরা প্রতিদিন জন্মায় না
খ) লাল লাল ফুল
গ) বড় বড় মাঠ
ঘ) অজস্র লোক
সঠিক উত্তর: (ক) - ১৯. নিচের কোনটি বিশেষ নিয়মে সাধিত বহুবচন?
ক) এটাই করিমদের বাড়ি
খ) সিংহ বনে থাকে
গ) বড় বড় মাঠ
ঘ) পাখি সব করে রব
সঠিক উত্তর: (ক) - ২০. অনেক সময় বিশেষ্য ও বিশেষণ পদের দ্বিত্ব প্রয়োগে কী সাধিত হয়?
ক) বহুবচন
খ) একবচন
গ) সন্ধি
ঘ) লিঙ্গ
সঠিক উত্তর: (খ) - ২১. ‘পর্বত’ শব্দের বহুবচন –
ক) পর্বতগুচ্ছ
খ) পর্বতমালা
গ) পর্বতপুঞ্জ
ঘ) পর্বতসমূহ
সঠিক উত্তর: (খ) - ২২. নিচের কোনটি বিদেশি মূল ভাষার অনুসরণে বহুবচন করা হয়েছে?
ক) আলেমদল
খ) শিক্ষকবৃন্দ
গ) কুসুমনিচয়
ঘ) সাহেবান
সঠিক উত্তর: (ঘ) - ২৩. কোন বাক্যে বিশেষণ পদের দ্বিত্ব প্রয়োগে বহুবচন হয়েছে?
ক) অজস্র লোক
খ) লাল লাল ফুল
গ) দেখে দেখে যেও
ঘ) বাগানে ফুল ফুটেছে
সঠিক উত্তর: (খ) - ২৪. ‘ঊর্মি’ শব্দের সঙ্গে কোনটি যুক্ত করলে এর বহুবচন সাধিত হয়?
ক) গুলো
খ) রাজি
গ) মালা
ঘ) রাশি
সঠিক উত্তর: (গ) - ২৫. কোনটি সঠিক বহুবচনবোধক শব্দের উদাহরণ?
ক) মনুষ্যযূথ
খ) পক্ষীবৃন্দ
গ) জলরাজি
ঘ) মাতৃকুল
সঠিক উত্তর: (ঘ) - ২৬. প্রাণিবাচক ও অপ্রাণিবাচক শব্দের বহুবচনে ব্যবহৃত হয় –
ক) সকল
খ) আবলি
গ) গুচ্ছ
ঘ) বৃন্দ
সঠিক উত্তর: (ক) - ২৭. কোন বহুবচনবোধক শব্দগুলি প্রাণী বা অপ্রাণিবাচকের বেলায় ব্যবহৃত হয়?
ক) মন্ডলী, বর্গ
খ) গণ, বৃন্দ
গ) নিচয়, মালা
ঘ) কুল, সব
সঠিক উত্তর: (ঘ) - ২৮. কোনটি ভুল বাক্য?
ক) সব মানুষই মরণশীল
খ) মানুষ মরণশীল
গ) মানুষেরা মরণশীল
ঘ) সকল মানুষেরাই মরণশীল
সঠিক উত্তর: (ঘ) - ২৯. কোনটি বিশেষ্য পদের একবচনরূপে ব্যবহৃত হয়েছে?
ক) বাগানে ফুল ফুটেছে
খ) মানুষ মরণশীল
গ) আকাশে চাঁদ উঠেছে
ঘ) বনে বাঘ আছে
সঠিক উত্তর: (গ) - ৩০. অ-প্রাণিবাচক শব্দে ব্যবহৃত বহুবচন বাচক শব্দ কোনগুলো?
ক) মালা, রাজি, রাশি
খ) গণ, বৃন্দ, বর্গ
গ) কূল, সকল, সব
ঘ) গুলি, গুলা, গুলো
সঠিক উত্তর: (ক)
প্রিয় পাঠক উপরে আমরা বচন সম্পর্কে আলোচনা করছি। এছাড়া বচন কাকে বলে | বচন কত প্রকার এবং বচন উদাহরণ নিয়ে আলোচনা করছি এবং বচন থেকে বিভিন্ন পরিক্ষায় আশা প্রশ্ন ও উত্তর তুলে ধরছি। আশা করি আজকের পোষ্টটি আপনাদের চাকরির প্রস্তুতি নিতে সহায়ক হবে।
আজকের বচন টপিক রিলেটেড প্রশ্নঃ বচন উদাহরণ, বচন mcq, বচন pdf, বচন পরিবর্তন উদাহরণ, বচন কয় প্রকার, বহুবচন কাকে বলে, বচন পরিবর্তন উদাহরণ , বচন বলতে কী বোঝো, বচন পরিবর্তন কর, খনার বচন সমগ্র, বচন পরিবর্তন, বচন কাকে বলে, বচন অর্থ, খনার বচন pdf, বৈকল্পিক বচন কাকে বলে ।