পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের আওতাধীন বন অধিদপ্তরের নিম্নবর্ণিত রাজস্ব খাতভূক্ত শূণ্য পদসমূহে অস্থায়ী ভিত্তিতে সরাসরি নিয়োগের জন্য বাংলাদেশী প্রকৃত নাগরিকদের নিকট হতে নিম্নবর্ণিত শর্তসাপেক্ষে অনলাইনে (http://bfdctg.teletalk.com.bd ওয়েবসাইটে) দরখাস্ত আহ্বান করা যাচ্ছে। অনলাইন (Online) ব্যতীত কোন আবেদন গ্রহণ করা হবে না।
১. পদের নাম: ফরেস্ট গার্ড (বনপ্রহরী);;পদসংখ্যা: ৭৫;;গ্রেড: ১৭;;বেতন স্কেল: ৯,০০০-২১,৮০০ টাকা;;যোগ্যতা: এইচএসসি বা সমমান পাস। ;;উচ্চতা ১৬৩ সেন্টিমিটার ও বুকের মাপ ৭৬ সেন্টিমিটার।
২. পদের নাম: অফিস সহায়ক;;পদসংখ্যা: ৮;;গ্রেড-২০;;বেতন স্কেল: ৮,২৫০-২০,০১০ টাকা;;যোগ্যতা: এসএসসি বা সমমান পাস। ;;সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে।
যে জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন:
খাগড়াছড়ি, বান্দরবান, রাঙামাটি ও কুমিল্লা জেলা ছাড়া চট্টগ্রাম বিভাগের সব জেলার প্রার্থী আবেদন করতে পারবেন। তবে এতিম ও শারীরিক প্রতিবন্ধী কোটায় চট্টগ্রাম বিভাগের সব জেলার প্রার্থী আবেদন করতে পারবেন।
বয়সসীমা: ৩১ অক্টোবর ২০২২ তারিখে ১৮ থেকে ৩০ বছর। কোটায় ৩২ বছর। ২৫ মার্চ ২০২০ তারিখে যেসব প্রার্থীর বয়স সর্বোচ্চ বয়সসীমার মধ্যে রয়েছে, তারাও আবেদন করতে পারবেন।
আবেদন প্রক্রিয়া: আগ্রহী প্রার্থীরা http://bfdctg.teletalk.com.bd ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে পারবেন।
আবেদন ফি: নির্ধারিত আবেদন ফি ১০০ টাকা, টেলিটকের সার্ভিস চার্জ ১২ টাকাসহ মোট ১১২ টাকা।
বন অধিদফতরে নিয়োগ বিজ্ঞপ্তির বিস্তারিত দেখুন।।

