৩য় শ্রেণীর বার্ষিক পরীক্ষার প্রশ্ন ২০২২ | বাংলাদেশ ও বিশ্বপরিচয়:
বার্ষিক পরীক্ষা -২০২১খ্রিঃ
বিষয়ঃ বাংলাদেশ ও বিশ্বপরিচয়
শ্রেণিঃ তৃতীয়
সময়ঃ ২:৩০ঘন্টা পূর্ণমানঃ ১০০
ক) সংক্ষেপে নিচের প্রশ্নগুলোর উত্তর দাও (১৫টি)
১। আমরা কেন যানবাহন ব্যবহার করি?
২। মুসলমান দুইটি প্রধান ধর্মীয় উৎসব কি?
৩। হিন্দুদের দুইটি প্রধান পূজার নাম লেখ?
৪। কত তারিখে খ্রিস্টানদের প্রধান ধর্মীয় উৎসব পালিত হয়?
৫। বৌদ্ধদের প্রধান ধর্মীয় উৎসব কোনটি?
৬। বেঁচে থাকার জন্য প্রয়োজনীয় মৌলিক অধিকার গুলো কি?
৭। কোন তারিখে বিশ্ব শিশু দিবস পালিত হয়?
৮। কোন পেশার মানুষের সেবা দান করেন?
৯। ভালো শিক্ষকের কিছু গুণ উল্লেখ কর?
১০। যদি রাস্তায় তুমি কিছু টাকা পাও, তবে কি করবে?
১১। তুমি বাড়িতে করো এমন একটি কাজের নাম লেখ?
১২। বায়ু দূষণের দুটি কারণ লেখ?
১৩। পানি দূষণের দুটি কারণ লেখ?
১৪। অতিরিক্ত শব্দ এর ফলে কি হয়?
১৫। বিদ্যালয়ের কাজে কিভাবে তুমি সাহায্য করতে পার?
খ) শূন্যস্থান পূরণ কর (১২টি)
১) আমরা একা……………. করতে পারিনা।
২) বিদ্যালয়………………. পরিবেশর উপাদান।
৩) ………………. জন্মদিন উপলক্ষ্যে বুদ্ধ পূর্ণিমা পালন করা হয়।
৪) আমাদের দেশে………………….টি প্রধান ধর্ম আছে।
৫) জীবনকে ভালোভাবে গড়ার জন্য দরকার……………… অধিকার।
৬) ছোটদের স্নেহ ও বড়দের…………………. করা আমাদের দায়িত্ব।
৭) খাদ্য মানুষের একটি…………………. অধিকার।
৮) ………………. আমাদের প্রিয় খাদ্য।
৯) ………………প্রতিটি পেশাই সমান গুরুত্বপূর্ণ ।
১০)……………… আমাদের অনেক প্রিয়।
১১) বাড়ির চারপাশে সবাই আমাদের…………….।
১২) ………………… মুসলমানদের সবচেয়ে বড় উৎসব।
গ. বামপাশের বাক্যাংশের সাথে ডান পাশের বাক্যাংশের মিল করো:
বামপাশ | ডানপাশ |
ক. আমাদের সমাজে আমরা নারী পুরুষ | ক. ক্ষুদ্র নৃগোষ্ঠী বাস করে |
খ. আমাদের সমাজে বাঙালি ছাড়াও বিভিন্ন | খ. বন্ধুদের সাথে আনন্দে মেতে উঠে |
গ. মিলেমিশে থাকতে হলে | গ. আমাদের সবাইকে শ্রদ্ধা করতে হবে |
ঘ. বিভিন্ন উৎসব শিশুরা | ঘ. ধনী-দরিদ্র একসাথে বাস করি |
ঙ. বড়দিন | ঙ. বৌদ্ধদের উৎসব |
চ. খ্রিস্টানদের উৎসব | |
ছ. পরিবারের সাথে মেতে ওঠে |
ঘ. নিচের প্রশ্নগুলো হতে যেকোনো ৬টি প্রশ্নের উত্তর দাও:
১) আমাদের সামাজিক পরিবেশে বিদ্যালয়ের গুরুত্ব কি?
২) শ্রেণিকক্ষে একে অপরকে সহায়তা করা প্রয়োজন কেন?
৩) বাংলাদেশ আমরা কিভাবে আমাদের ধর্মীয় উৎসব পালন করি?
৪) অধিকার ও দায়িত্বের মধ্যে পার্থক কি?
৫) মানুষের কোন কোন গুনগুলো তাকে ভালো কাজ করতে সাহায্য করে?
৬) আমাদের বাড়িতে ঘর কেন পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা প্রয়োজন?
৭) বিদ্যালয় কেন পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে হয়?
৮) ছেলে ও মেয়ের সমান অধিকার একটি উদাহরণসহ বুঝিয়ে দাও।