বাংলাদেশে বর্তমানে সকল বিসিএস পরীক্ষা নেয় বিপিএসসি কর্তৃপক্ষ । বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশন এর বিসিএস পরীক্ষা মূলত ৩টি ধাপে সম্পন্ন হয়। যথাঃ ১। বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা- ২০০ নম্বরের এমসিকিউ পরীক্ষা হয়। ২। বিসিএস লিখিত পরীক্ষা- ৯০০ নম্বরের পরীক্ষা হয়।
তবে যদি কেউ জেনারেল ক্যাডারের পাশাপাশি টেকনিক্যাল ক্যাডারেও পরীক্ষা দিতে চান তাহলে উনাকে ৯০০ নম্বরের সাথে উনার অনার্সে পঠিত বিষয় আরো ২০০ নম্বরের পরীক্ষা দেয়া লাগে। অর্থাৎ উভয় ক্যাডারে পরীক্ষা দিলে লিখিত পরীক্ষার মোট নম্বর ১১০০।
সর্বশেষ ভাইভা পরীক্ষা- যারা প্রিলিমিনারি ও লিখিত উভয় বিষয়ে পাশ করেন তাদের ২০০ নম্বরের চূড়ান্ত ভাইভা পরীক্ষা দিতে হয়। আর ভাইভা পাশ করতে পারলেই আপনি আপনার কাঙ্ক্ষিত লক্ষে পৌছাতে পারবেন। এবং বিসিএস ভাইভা পাশ হলে পাশ পঠিত বিষয়ে ক্যাডার হিসেবে নিযুক্ত হবেন। এবং সমাজের কাছে, দেশের কাছে এবং মেয়ের বাবার কাছে অতি গুরুত্বপূর্ণ ব্যাক্তি হিসেবে পরিচিত হবেন।
তো আজকের মূল টপিকে ফিরে আশা যাক। আজকে আমরা বিসিএস পরিক্ষার ২য় ধাপ লিখিত পরিক্ষার সিলেবাস ও মানবন্টন নিয়ে আলোচনা করবো। চলুন বিসিএস লিখিত পরিক্ষার সিলেবাস দেখে নেয়া যাক…
বিসিএস লিখিত সিলেবাস ২০২৩ (BCS Written Syllabus Bangla pdf)
১। বিসিএস লিখিত বাংলা প্রথম ও দ্বিতীয় পত্র মোট নম্বর (১০০+১০০)= ২০০ নম্বর
২। বিসিএস লিখিত ইংরেজি মোট নম্বর = ২০০ নম্বর
৩। বিসিএস লিখিত বাংলাদেশ বিষয়াবলি নম্বর = ২০০ নম্বর
৪। বিসিএস লিখিত আন্তর্জাতিক বিষয়াবলি ১০০ নম্বর
৫। বিসিএস লিখিত গাণিতিক যুক্তি ও মানসিক দক্ষতা (৫০+৫০)= ১০০ নম্বর
৬। বিসিএস লিখিত সাধারণ বিজ্ঞান ও প্রযুক্তি = ১০০ নম্বর
বিসিএস লিখিত পরীক্ষার সিলেবাস ও মানবন্টন ২০২৩
বিসিএস ক্যাডার (BCS Cadre) পরিক্ষা প্রস্তুতি
বিসিএস প্রিলিমিনারি টেস্ট ২০২৩
প্রাইমারি শিক্ষক নিয়োগ পরীক্ষার মানবণ্টন ও সিলেবাস
প্রাইমারি শিক্ষক নিয়োগ বাংলা সাজেশন ২০২৩
প্রাইমারি শিক্ষক নিয়োগ গণিত স্পেশাল সাজেশন ২০২৩
টেকনিকে বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার সদর দপ্তর মনে রাখার কৌশল
বিভিন্ন সরকারি বেসরকারি চাকরি পরীক্ষায় আসা গুরুত্বপূর্ণ ইংরেজি শব্দ
ইন্টারভিউ বোর্ডে বাদ পড়ার ৫০টি কারণ
বিভিন্ন চাকরির পরীক্ষায় আসা গুরুত্বপূর্ণ এক কথায় প্রকাশ
সরকারি বেসরকারি চাকরির পরীক্ষায় আসা গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর