শিক্ষক নিবন্ধন পরীক্ষার বিষয়গুলির নম্বর বণ্টন

শিক্ষক নিবন্ধন পরীক্ষার বিষয়গুলির নম্বর বণ্টন

চাকরির প্রস্তুতি নেয়া পাঠক পাঠিকা আশা করি আল্লাহর রহমতে ভালোই আছেন। আপনি কি অনলাইনে বিভিন্ন সরকারি বেসরকারি চাকরির প্রস্তুতি নিতে চাচ্ছেন? যদি আপনি চাকরির প্রস্তুতি নিতে চান তাহলে সঠিক যায়গায় আসছেন।

আজকে আমরা ১৭তম শিক্ষক নিবন্ধন পরিক্ষার প্রিলিমিনারি পরিক্ষার প্রস্তুতি নিয়ে আজকের আয়োজন। আজকে আমরা শিক্ষক নিবন্ধনের প্রস্তুতি বিষয়ে আলোচনা করব। 

শিক্ষক নিবন্ধন পরীক্ষার বিষয়গুলির নম্বর বণ্টন

  • বিষয় নম্বর
  • বাংলা ২৫
  • English ২৫
  • গাণিত ২৫
  • সাধারণ জ্ঞান  ২৫

স্কুল পর্যায়

(নিম্ন মাধ্যমিক, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক, মাদরাসার সহকারী শিক্ষক ও সহকারী মৌলবি; এবতেদায়ি মাদরাসার এবতেদায়ি প্রধান, উচ্চ মাধ্যমিক বিদ্যালয়, কলেজ এবং মাদরাসার প্রদর্শক ও শরীরচর্চা শিক্ষক; কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের সহকারী শিক্ষক, সাধারণ বিষয় (ভাষা) পদে নিবন্ধনে ইচ্ছুক সকল প্রার্থীর জন্য)

Syllabus for Preliminary Test

শিক্ষক নিবন্ধন পরীক্ষার বিষয়গুলির নম্বর বণ্টন

বিষয় কোড-৩০০ পূর্ণমান-১০০, সময়: ১ ঘণ্টা

ক. বাংলা (Bengali): ২৫

১. ভাষারীতি ও বিরাম চিহ্নের ব্যবহার, ২. বাগধারা ও বাগবিধি, ৩. ভুল সংশোধন বা শুদ্ধকরণ, ৪. যথার্থ অনুবাদ, ৫. সন্ধি বিচ্ছেদ, ৬. কারক বিভক্তি, ৭. সমাস ও প্রত্যয়, ৮. সমার্থক ও বিপরীতার্থক শব্দ, ৯. বাক্য সংকোচন, ১০. লিঙ্গ পরিবর্তন ।

খ. ইংরেজি (English): ২৫

1. Completing sentences, 2. Translation from Bengali to English, 3. Change of parts of speech, 4. Right forms of verb, 5. Fill in the blanks with appropriate words, 6. Transformation of sentences, 7. Synonyms and Antonyms, 8. Idioms and phrases.

গ. সাধারণ গণিত (General Mathematics ) : ২৫ 

পাটিগণিত: গড়, ল.সা.গু, গ.সা.গু, ঐকিক নিয়ম, শতকরা, সুদকষা, লাভ-ক্ষতি অনুপাত-সমানুপাত ।

বীজগণিত: উৎপাদক, বর্গ ও ঘনসম্বলিত সূত্রাবলী ও প্রয়োগ, গসাগু, বাস্তব সমস্যা সমাধানে সুত্র গঠন, বীজগাণিতিক সূত্র ও প্রয়োগ, সূচক ও লগারিদমের সূত্র ও প্রয়োগ। 

জ্যামিতি: রেখা, কোণ, ত্রিভুজ, চতুর্ভুজ, ক্ষেত্রফল ও বৃত্ত সম্পর্কিত সাধারণ ধারনা, নিয়ম ও প্রয়োগ।

ঘ. সাধারণ জ্ঞান: ২৫

১. বাংলাদেশ সম্পর্কিত বিষয়

২. আন্তর্জাতিক বিষয় ও চলতি ঘটনাবলী

৩. বিজ্ঞান, প্রযুক্তি, পরিবেশ এবং রোগব্যাধি সম্পর্কিত মৌলিক জ্ঞান।

বাংলাদেশের ভূপ্রকৃতি, জলবায়ু, পরিবেশ, ইতিহাস, ভাষা আন্দোলন, মুক্তিযুদ্ধ, সভ্যতা, সংস্কৃতি, বাংলাদেশের অর্থনীতি, সম্পদ (বন, কৃষি, শিল্প, পানি), যোগাযোগ ব্যবস্থা, বাংলাদেশের সমাজজীবন, সমস্যা, জনমিতিক পরিচয়, রাষ্ট্র, নাগরিকতা, সরকার ও রাজনীতি, সরকারি ও বেসরকারি লক্ষ্য, নীতি, পরিকল্পনা (অর্থনৈতিক, সামাজিক, স্বাস্থ্য ও শিক্ষা), কর্মসূচি, আন্তর্জাতিক সম্পর্ক, মানব সম্পদ উন্নয়ন, বিশ্ব ভৌগলিক পরিচিতি, জলবায়ু পরিবর্তন ও দুর্যোগ, নবায়ন যোগ্য শক্তি, জাতিসংঘ, আঞ্চলিক ও অর্থনৈতিক সংগঠন, পুরস্কার ও সম্মাননা, আন্তর্জাতিক মূদ্রা সংক্রান্ত, আন্তর্জাতিক রাজনীতি ও আনুষঙ্গিক বিষয়াবলী, স্বাস্থ্য, চিকিৎসা, তথ্য, যোগযোগ ও প্রযুক্তি, প্রাত্যহিক জীবনে বিজ্ঞান (পদার্থ, রসায়ন ও জীব বিজ্ঞান সংশ্লিষ্ট) সাধারণ রোগ ব্যাধি ও পরিবেশ বিজ্ঞান সংশ্লিষ্ট।

শিক্ষক নিবন্ধন পরীক্ষার বিষয়গুলির নম্বর বণ্টন

বাংলা ভাষা

  1. বাংলা ভাষার আদি নিদর্শন চর্যাপদ আবিষ্কৃত হয় কত সালে?
    ক. ২০০৭ সালে
    খ. ১৯০৭ সালে
    গ. ১৯১৬ সালে
    ঘ. ১৯০৯ সালে
    উত্তরঃ খ
  2. চর্যাগীতি আবিষ্কার করেন-
    ক. দীনেশচন্দ্র সেন
    খ. মহাকবি বাল্মিকী
    গ. ড. মুহাম্মদ শহীদুল্লাহ
    ঘ. হরপ্রসাদ শাস্ত্রী
    উত্তরঃ ঘ
  3. চর্যাপদ প্রথম প্রকাশিত কোথাই থেকে ?
    ক. নেপাল থেকে
    খ. মোহামেডান লিটালারি সোসাইটি থেকে
    গ. বঙ্গীয় সাহিত্য পরিষদ থেকে
    ঘ. ওপরের কোনটিই নয়
    উত্তরঃ গ
  4. ভাষার মৌলিক রীতি কোনটি?
    ক. বক্তৃতার রীতি
    খ. লেখার রীতি
    গ. কথার বলার রীতি
    ঘ. লেখা ও বলার রীতি
    উত্তরঃ খ
  5. সাধুভাষা থেকে চলিত বাংলায় লিখতে কোন পদযুগলের পরিবর্তন ঘটে?
    ক. বিশেষ্য ও বিশেষণ
    খ. সর্বনাম ও ক্রিয়া
    গ. বিশেষণ ও ক্রিয়া
    ঘ. বিশেষ্য ও সর্বনাম
    উত্তরঃ খ
  6. কোনটি সাধুরীতির শব্দ?
    ক. আজ
    খ. মিনতি
    গ. জল
    ঘ. জোসনা
    উত্তরঃ ঘ
  7. কোনটি চলিত রূপ?
    ক. তুলা
    খ. তুলি
    গ. তুলো
    ঘ. তুলী
    উত্তরঃ গ
  8. নিচের কোন ভাষাটি বাংলার সমগোত্রভুক্ত?
    ক. আরবি
    খ. ফারসি
    গ. হিব্রু
    ঘ. মংখেময়
    উত্তরঃ ঘ
  9. ভাষাকে সঠিক ভাবে রূপান্তর করতে কোনটির বা কোনগুলর সাহায্য নিতে হয়–
    ক. বাগধারা
    খ. অঙ্গপ্যত্তং
    গ. বাগযন্ত্রের
    ঘ. চক্ষুর
    উত্তরঃ গ
  10. বাংলা ভাষার আদিস্তরের স্থিতিকাল কোনটি?
    ক. দশম থেকে চতুর্দশ শতাব্দী
    খ. একাদশ থেকে পঞ্চদশ শতাব্দী
    গ. দ্বাদশ থেকে ষোড়শ শতাব্দী
    ঘ. ত্রয়োদশ থেকে সপ্তদশ শতাব্দী
    উত্তরঃ ক
  11. প্রাচীন ভারতীয় আর্য ভাষার রূপ পাওয়া যায় কোথায়?
    ক. বেদে
    খ. ঋগ্বেদের মন্ত্রগুলোতে
    গ. ঐতরেয় আরণ্যক গ্রন্থে
    ঘ. অথর্ব বেদে
    উত্তরঃ খ
  12. বাংলা ভাষার উদ্ভব হয় —
    ক. সপ্তম খ্রিস্টাব্দে
    খ. সপ্তম খ্রিস্টপূর্বাব্দে
    গ. খ্রিস্টীয় ত্রয়োদশ শতকে
    ঘ. খ্রিস্টীয় দ্বাদশ শতকে
    উত্তরঃ ক
  13. বাংলা ভাষার উদ্ভব হয়েছে কোন ভাষা থেকে-
    ক. সংস্কৃত
    খ. পালি
    গ. প্রাকৃত
    ঘ. অপভ্রংশ
    উত্তরঃ গ
  14. প্রাচীন ভারতীয় আর্য ভাষার চিহ্নিত করুন —
    ক. পলি
    খ. প্রাকৃত
    গ. বৈদিক
    ঘ. ভোজপুরি
    উত্তরঃ খ
  15. বেদের ভাষার উৎপত্তি হয়েছে যেখান থেকে-
    ক. দেশি ভাষা
    খ. বৈদিক ভাষা
    গ. বেদী ভাষা
    ঘ. ইংরেজি ভাষা
    উত্তরঃ খ
  16. বাংলা সাহিত্যের আদি গ্রন্থ চার্যপদে’র রচনাকাল-
    ক. সপ্তম থেকে দ্বাদশ
    খ. অষ্টম থেকে চতুর্দশ শতক
    গ. নবম থেকে চতুর্দশ শতক
    ঘ. দশম থেকে চতুর্দশ শতক
    উত্তরঃ ক
  17. চর্যাপদের বয়স আনুমানিক কত বছর?
    ক. ৮০০ বছর
    খ. ১০০০ বছর
    গ. ১১০০ বছর
    ঘ. ১২০০ বছর
    উত্তরঃ খ
  18. প্রাপ্ত চর্যাপদের পদকর্তা কয়জন?
    ক. ১৯
    খ. ২৩
    গ. ২৫
    ঘ. ২৭
    উত্তরঃ খ
  19. বাংলা ভাষার মধ্যযুগ কোনটি?
    ক. ৬৫০-১২০০ সাল
    খ. ৮০০-১২০০ সাল
    গ. ১২০০-১৬০০ সাল
    ঘ. ১২০১-১৮০০ সাল
    উত্তরঃ ঘ
  20. বাংলা ভাষার প্রাচীন যুগ কোনটি?
    ক. ৬৫০-১২০০ সাল
    খ. ৮০০-১২০০ সাল
    গ. ১২০০-১৬০০ সাল
    ঘ. ১২০১-১৮০০ সাল
    উত্তরঃ ক
  21. বাংলা ভাষার প্রধান দুইটি রূপ কি কি?
    ক. লেখ্য ও আঞ্চলিক
    খ. আঞ্চলিক ও সর্বজনীন
    গ. কথ্য ও আঞ্চলিক
    ঘ. মৌখিক ও লৈখিক
    উত্তরঃ ঘ
  22. ‘চর্যাপদ ’কোন ধর্মাবলম্বীদের সাহিত্য?
    ক. সনাতন হিন্দু
    খ. সহজিয়া বৌদ্ধ
    গ. জৈন
    ঘ. হরিজন
    উত্তরঃ খ
  23. কোন রাজবংশের আমলে চর্যাপদ রচনা শুরু হয়?
    ক. পাল
    খ. সেন
    গ. মুঘল
    ঘ. তুর্কী
    উত্তরঃ ক
  24. চর্যাপদ আবিস্কৃত হয় কোন দেশ থেকে?
    ক. নেপালের রাজ-দরবার থেকে
    খ. কলকাতার পার্শ্ববর্তী এলাকা থেকে
    গ. ভুটানের রাজ-দরবার থেকে
    ঘ. মুর্শিদাবাদ থেকে
    উত্তরঃ ক
  25. চর্যাপদ আবিষ্কার হয় —
    ক. চীন
    খ. নেপাল
    গ. মিয়ানমার
    ঘ. ভারত
    উত্তরঃ খ
  26. বাংলা ভাষার আধুনিক যুগ কোনটি?
    ক. ৬৫০-১২০০ সাল
    খ. ৮০০-১২০০ সাল
    গ. ১২০০-১৬০০ সাল
    ঘ. ১৮০০- বর্তমান
    উত্তরঃ ঘ
  27. একজন মানুষের দুইডা পোলা আছিল এ বাক্যটিতে কোন ভাষার উদাহরণ দেওয়া হয়েছে?
    ক. চলিত
    খ. উপভাষা
    গ. লেখ্য
    ঘ. আঞ্চলিক
    উত্তরঃ ঘ
  28. প্রাচীন বাংলা গদ্য সাহিত্য কোন ভাষায় রচিত?
    ক. উপভাষা
    খ. চলিত ভাষা
    গ. সাধু ভাষা
    ঘ. হিন্দি ভাষা
    উত্তরঃ গ
  29. বাংলা আদি অধিবাসীগণ কোন ভাষাভাষী ছিল?
    ক. সংস্কৃত
    খ. বাংলা
    গ. অস্ট্রিক
    ঘ. হিন্দী
    উত্তরঃ গ
  30. বাংলা ভাষার উৎপত্তি হয়েছে যেখান থেকে-
    ক. ইন্দো-ইউরোপীয়
    খ. ইন্দো-দ্রাবিড়িয়ান
    গ. আর্য
    ঘ. আর্য-ইউরোপীয়
    উত্তরঃ ক
  31. ইন্দো-ইউরোপীয় মূল ভাষাগোষ্ঠীর অন্তর্গত ভাষা কোনটি?
    ক. বাংলা
    খ. ইংরেজি
    গ. ফরাসি
    ঘ. উর্দু
    উত্তরঃ ক
  32. ইন্দো-ইউরোপীয় ভাষার কয়টা শাখা?
    ক. একটা
    খ. দুটো
    গ. তিনটে
    ঘ. চারটে
    উত্তরঃ খ
  33. পৃথিবীতে বতর্মানে কতগুলো ভাষা প্রচলিত?
    ক. পাঁচ হাজার
    খ. দু’হাজার
    গ. এক হাজার
    ঘ. সাড়ে তিন হাজার
    উত্তরঃ ঘ
  34. বাংলা ভাষার উৎপত্তি হয়েছে-
    ক. সংস্কৃত থেকে
    খ. মাগধী প্রাকৃত থেকে
    গ. মহারাষ্ট্রীয় প্রাকৃত থেকে
    ঘ. শৌরসেনী থেকে
    উত্তরঃ খ
  35. বাংলা সাহিত্যের যুগকে কয় ভাগে ভাগ করা যায়?
    ক. দু’ভাগে
    খ. তিন ভাগে
    গ. চার ভাগে
    ঘ. পাঁচ ভাগে
    উত্তরঃ খ
  36. বাংলা ভাষার মূল উৎস কোনটি?
    ক. কানাড়ি ভাষা
    খ. প্রকৃত ভাষা
    গ. হিন্দি ভাষা
    ঘ. বৈদিক ভাষা
    উত্তরঃ খ
  37. বাংলা ভাষার মৌলিক রূপ কয়টি?
    ক. ২
    খ. ৩
    গ. ৪
    ঘ. ৬
    উত্তরঃ ক
  38. বাংলা ভাষার প্রথম কবিতা সংকলন–
    ক. চর্যাপদ
    খ. বৈষ্ণব পদাবলী
    গ. ঐতরেয় আরণ্যক
    ঘ. দোহা কোষ
    উত্তরঃ ক
  39. বাংলা সাহিত্যের আদি কবি কে? অথবা, চর্যাপদের আদি কবি কে?
    ক. কাহ্নপা
    খ. চেগুনপা
    গ. লুইপা
    ঘ. ভূসুকুপা
    উত্তরঃ গ
  40. হরপ্রসাদ শাস্ত্রী কাকে চর্যার আদি কবি মনে করেন?
    ক. লুই পা
    খ. কাহ্ন পা
    গ. ভুসুক পা
    ঘ. টেন্টন পা
    উত্তরঃ ক
  41. সবচেয়ে বেশি চর্যাপদ পাওয়া গেছে কোন কবির?
    ক. লুইপা
    খ. শবরপা
    গ. ভুসুকুপা
    ঘ. কাহুপা
    উত্তরঃ ঘ
  42. হরপ্রসাদশাস্ত্রী কবে সম্পাদিত আকারে চর্যাপদ প্রকাশ করেন?
    ক. ১৯০৭ সালে
    খ. ১৯০৯ সালে
    গ. ১৯১৬ সালে
    ঘ. ১৯২৩ সালে
    উত্তরঃ গ
  43. শবর পা কে ছিলেন?
    ক. আদি সিদ্ধাচার্য
    খ. চর্যাকর
    গ. শবরীর পতি
    ঘ. হস্তীবিশারদ
    উত্তরঃ খ
  44. ড. হরপ্রসাদ শাস্ত্রী উদ্ধার করেন–
    ক. চর্যাপদ
    খ. ডাকার্ণব
    গ. দোঁহাকোষ
    ঘ. খ ও গ উভয়ই
    উত্তরঃ ঘ
  45. চর্যাপদের ভাষায় কোন ভাষাটির প্রভাব দেখা যায়?
    ক. অসমীয়া
    খ. উড়িয়া
    গ. মৈথিলী
    ঘ. কোল ভাষা
    উত্তরঃ ঘ
  46. চর্যাপদে কতটি প্রবাদবাক্য পাওয়া যায়?
    ক. ৪টি
    খ. ৫টি
    গ. ৬টি
    ঘ. ৭টি
    উত্তরঃ গ
  47. কোন ভাষারীতির কোন ধরাবাধা নিয়ম নেই?
    ক. আঞ্চলিক/উপভাষা
    খ. সাধুভাষা
    গ. চলিত ভাষা
    ঘ. পালি ভাষা
    উত্তরঃ ক
  48. কোনটি চলিত ভাষর বৈশিষ্ট্য নয়?
    ক. ক্রিয়াপদের সঙ্কুচিত রূপ ব্যবহৃত হয়
    খ. তদ্ভব, অর্ধতৎসম, দেশি ও বিদেশী শব্দের ব্যবহার অপেক্ষাকৃত বেশি
    গ. তৎসম শব্দের প্রয়োগ বেশী
    ঘ. সর্বনামের সংক্ষিপ্ত রূপ ব্যবহৃত হয়
    উত্তরঃ গ
  49. বাংলা ভাষার সাধুরীতির বৈশিষ্ট্য কোনটি?
    ক. বিশেষ্য ও সর্বনাম এক বিশেষ গঠন পদ্ধতি মেনে চলে
    খ. বিশেষ্য ও বিশেষণ এক বিশেষ গঠন পদ্ধতি মেনে চলে
    গ. সর্বনাম ও ক্রিয়াপদ এক বিশেষ গঠন পদ্ধতি মেনে চলে
    ঘ. সর্বনাম ও বিশেষণ এক বিশেষ গঠন পদ্ধতি মেনে চলে
    উত্তরঃ গ
  50. নিচের কোনটি সাধু রীতির উদাহরণ?
    ক. আমি তার সাথে দেখা করলাম
    খ. সে গতকাল ঢাকা গিয়েছিল
    গ. মিনা তাহাকে দেখিয়াছে
    ঘ. সেদিন তারা গেল
    উত্তরঃ গ
  51. চর্যাপদের রচনার উদ্দেশ্য–
    ক. সাহিত্য চর্চা
    খ. ধর্মচর্চা
    গ. সঙ্গীত চর্চা
    ঘ. কোনটিই নয়
    উত্তরঃ খ
  52. বাংলা ভাষায় সাধুরীতির আগমন যে ভাষা থেকে?
    ক. আঞ্চলিক ভাষা
    খ. উর্দু ভাষা
    গ. সংস্কৃত ভাষা
    ঘ. হিন্দি ভাষা
    উত্তরঃ গ
  53. ড. মুহম্মদ শহীদুল্লাহ্র মতে চর্যাপদের রচনাকাল–
    ক. ৬০০ – ৮০০ খ্রিস্টাব্দ
    খ. ৬০০ – ১০০০ খ্রিস্টাব্দ
    গ. ৮০০ – ১২০০ খ্রিস্টাব্দ
    ঘ. ৬০০ – ১২০০ খ্রিস্টাব্দ
    উত্তরঃ ঘ
  54. চর্যাপদের বেশির ভাগ পদ কত চরণে রচিত?
    ক. আট
    খ. চৌদ্দ
    গ. বারো
    ঘ. দশ
    উত্তরঃ ঘ
  55. নিচের কোনটি চলিত রীতির শব্দ?
    ক. তুলা
    খ. শুকনো
    গ. পড়িল
    ঘ. সহিত
    উত্তরঃ খ
  56. ‘বৃক্ষমালা’ যে কারণে অশুদ্ধ?
    ক. সংখ্যাজনিত
    খ. ব্যাখ্যাজনিত
    গ. বচনজনিত
    ঘ. সংগাজনিত
    উত্তরঃ গ
  57. বৌদ্ধদের কোন সম্প্রদায়ের সাধকগণ চর্যাপদ রচনা করেন?
    ক. মহাযানী
    খ. সহজযানী
    গ. হীন যানী
    ঘ. বজ্রযানী
    উত্তরঃ খ
  58. কোন ভাষায় সাহিত্যের গাম্ভীর্য ও আভিজাত্য প্রকাশ পায়?
    ক. কথ্য ভাষায়
    খ. সাধু ভাষায়
    গ. আঞ্চলিক ভাষায়
    ঘ. চলিত ভাষায়
    উত্তরঃ খ
  59. আঞ্চলিক ভাষার অপর নাম কি?
    ক. কথ্যভাষা
    খ. উপভাষা
    গ. সাধু ভাষা
    ঘ. চলিত ভাষা
    উত্তরঃ খ
  60. ‘অত্র অফিসের সবাই আজ উপস্থিত’ বাক্যে ‘অত্র’ শব্দটি যে কারণে অশুদ্ধ—
    ক. শব্দ প্রয়োগজনিত
    খ. অপ্রয়োজনিত
    গ. শব্দের গঠনগত
    ঘ. কোনটিই নয়
    উত্তরঃ ক
  61. সাধু ও চলিত ভাষার মূল পার্থক্য কোন পদে বেশি দেখা যায়?
    ক. বিশেষ্য ও বিশেষণ
    খ. ক্রিয়া ও সর্বনাম
    গ. বিশেষ্য ও ক্রিয়া
    ঘ. বিশেষণ ও ক্রিয়া
    উত্তরঃ খ
  62. লেখ্য ভাষার রূপ দুটির নাম কি?
    ক. সাধু ও আঞ্চলিক
    খ. সাধু ও চলিত
    গ. চলিত ও আঞ্চলিক
    ঘ. আঞ্চলিক ও আন্তর্জাতিক
    উত্তরঃ খ
  63. বাংলা ভাষায় কতটি যতি চিহ্নের প্রচলন রয়েছে?
    ক. ১০টি
    খ. ১১টি
    গ. ১২টি
    ঘ. ১৩টি
    উত্তরঃ গ
  64. ‘একদা মরণ-সমুদ্রের বেলাভূমিতে দাঁড়াইয়া কোন এক আরবীয় সাধক বলিয়াছিলেন’ — এ বাক্যাংশটি কোন রীতিতে লিখিত?
    ক. চলিত রীতি
    খ. সাধু রীতি
    গ. মিশ্র রীতি
    ঘ. বিদেশী রীতি
    উত্তরঃ খ
  65. ‘তিনি হাঁটিতে হাঁটিতে ভাবিতেছিলেন, শুধুমাত্র মণিষী-বাক্যেই তো জীবম্মৃত যুবসমাজের কল্যাণ বহিয়া আনিতে যথেষ্ট নহে।’ চলিত রীতিতে লেখা বাক্যটিতে ভুলের সংখ্যা-
    ক. সাত
    খ. নয়
    গ. আট
    ঘ. দশ
    উত্তরঃ ক
  66. সর্বনাম ও ক্রিয়া ভাষার কোন রীতি পরিবর্তনশীল?
    ক. সাধু রীতি
    খ. আঞ্চলিক রীতি
    গ. চলিত রীতি
    ঘ. কথা রীতি
    উত্তরঃ গ
  67. বাংলা সাহিত্যের আদি নিদর্শন কোনটি?
    ক. শ্রীকৃষ্ণ বিজয়
    খ. চর্যাপদ
    গ. শূন্যপূরাণ
    ঘ. শ্রীকৃষ্ণ কীর্তন
    উত্তরঃ খ
  68. বাংলা সাহিত্যের প্রথম নিদর্শন চর্যাপদের পদসংখ্যা-
    ক. ৪৬ টি
    খ. সাড়ে ৪৬টি
    গ. ৪৯টি
    ঘ. ৫০টি
    উত্তরঃ ঘ
  69. চর্যাপদের কোন পদটি খণ্ডিত আকারে পাওয়া যায়?
    ক. ১০ নং পদ
    খ. ১৬ নং পদ
    গ. ১৮ নং পদ
    ঘ. ২৩ নং পদ
    উত্তরঃ ঘ
  70. ‘আপনা মাংসে হরিণা বৈরী’- লাইনটি কোন সাহিত্যের অন্তর্ভুক্ত?
    ক. লোক সাহিত্য
    খ. ব্রজবুলি
    গ. চর্যাপদ
    ঘ. বৈষ্ণব গীতিকা
    উত্তরঃ গ
  71. বাংলা সাহিত্যের প্রাচীনতম শাখা কোনটি ?
    ক. কাব্য
    খ. প্রহসন
    গ. ছোটগল্প
    ঘ. ছন্দ
    উত্তরঃ ক
  72. কাহ্নপা রচিত পদের সংখ্যা কত?
    ক. ২টি
    খ. ৫টি
    গ. ৭টি
    ঘ. ১৩টি
    উত্তরঃ ঘ
  73. হরপ্রসাদ শাস্ত্রী পুঁথি সাহিত্য সংগ্রহের জন্য কোথায় গিয়েছিলেন?
    ক. ভুতান,সিকিম
    খ. তিব্বত,নেপাল
    গ. কাশী, বেনারস
    ঘ. বোম্বে, জয়পুর
    উত্তরঃ খ
  74. কোন কবি নিজেকে বাঙালি বলে পরিচয় দিয়েছেন?
    ক. ভুসুকুপা
    খ. কায়কোবাদ
    গ. গোবিন্দদাস
    ঘ. কাহুপা
    উত্তরঃ ক
  75. ‘কদম মধু পিবিবি ধোকইন ভোমরা’ কোন ভাষার নিদর্শন?
    ক. সান্ধ্য
    খ. মৈথিলি
    গ. ভোজপুরী
    ঘ. পালি
    উত্তরঃ ক
  76. নিচের কোনটি সহোদর ভাষাগোষ্ঠী?
    ক. বাংলা ও উর্দু
    খ. বাংলা ও অসমিয়া
    গ. বাংলা ও হিন্দি
    ঘ. বাংলা ও সংস্কৃত
    উত্তরঃ খ
  77. চর্যাপদ যে বাংলা ভাষায় রচিত এটি প্রথম কে প্রমাণ করেন ?
    ক. হরপ্রসাদ শাস্ত্রী
    খ. সুকুমার সেন
    গ. ড. সুনীতিকুমার চট্রোপাধ্যায়
    ঘ. মুহম্মদ শহীদুল্লাহ
    উত্তরঃ গ
  78. কোন পন্ডিত চর্যাপদের পদগুলো টীকার মাধ্যমে ব্যাখ্যা করেন ?
    ক. কাহ্ন পা
    খ. লুই পা
    গ. ডাকার্ণব
    ঘ. মুনিদত্ত
    উত্তরঃ ঘ
  79. বাংলা সাহিত্যের ইতিহাস ও ইংরেজি সাহিত্যের ইতিহাস- এ দু;টির মধ্যে কোনটি বেশি পুরাতন?
    ক. বাংলা সাহিত্যের ইতিহাস
    খ. ইংরেজি সাহিত্যের ইতিহাস
    গ. দু’টিই সমসাময়িক
    ঘ. বিষয়টি বিতর্কিত ও অমিমাংসিত
    উত্তরঃ খ
  80. চর্যা শব্দের অর্থ কি?
    ক. আচরণ
    খ. প্রকৃত
    গ. শুদ্ধ
    ঘ. আচার
    উত্তরঃ ক
  81. ‘পার হইয়া’- এই ক্রিয়া পদের সাধু রূপটি চলিত রূপে রূপান্তরিত করলে কি হবে?
    ক. পার হয়ে
    খ. পারায়ে
    গ. পেরিয়ে
    ঘ. পার হইয়ে
    উত্তরঃ ক
  82. ভাষা প্রকাশের মাধ্যম কয়টি?
    ক. ১টি
    খ. ২টি
    গ. ৩টি
    ঘ. ৪টি
    উত্তরঃ খ
  83. ‘উহা’ কোন রীতির শব্দ?
    ক. সাধু
    খ. চলিত
    গ. উভয় রিতির
    ঘ. আঞ্চলিক
    উত্তরঃ ক
  84. ‘যে কথা একবার জমিয়ে বলা গিয়াছে, তাহার পর তার ফেনাইয়া ব্যাখ্যা করা চলে না।’ — চলতি ভাষায় এ বাক্যে ভুলের সংখ্যা কয়টি?
    ক. ২
    খ. ৩
    গ. ৪
    ঘ. ৫
    উত্তরঃ গ
  85. বাংলা সাহিত্যের ইতিহাসে প্রথম গ্রন্থ কোনটি?
    ক. বৈষ্ণব পদাবলী
    খ. দোহা কোষ
    গ. মঙ্গল কাব্য
    ঘ. চর্যাপদ
    উত্তরঃ ঘ
  86. চর্যাপদ হলো মূলত-
    ক. গানের সংকলন
    খ. কবিতার সংকলন
    গ. প্রবন্ধের সংকলন
    ঘ. কোনটিই নয়
    উত্তরঃ ক
  87. বাংলাভাষায় সবচেয়ে পুরোনো যে পুথির সন্ধান পাওয়া গেছে তার নাম কি?
    ক. বৈষ্ণব পদাবলী
    খ. চর্যাপদ
    গ. পুঁথি সাহিত্য
    ঘ. বাউল সঙ্গঢু
    উত্তরঃ খ
  88. উপভাষা (Dialect) কোনটি?
    ক. সাহিত্যের ভাষা
    খ. পাঠ্যপুস্তকের ভাষা
    গ. অঞ্চল বিশেষের মানুষের মুখের ভাষা
    ঘ. লেখ্য ভাষা
    উত্তরঃ গ
  89. বাংলা ভাষা কোন মূল ভাষার অন্তর্গত?
    ক. ভারতীয়
    খ. অস্ট্রেলীয়
    গ. ইন্দো-ইরানীয়
    ঘ. ইন্দো-ইউরোপীয়
    উত্তরঃ ঘ
  90. আর্য ভাষার কোন স্তর থেকে বাংলা ভাষার উদ্ভব হয়েছে?
    ক. প্রাচীন ভারতীয় আর্যভাষা
    খ. মধ্যভারতীয় আর্যভাষা
    গ. নব্যভারতীয় আর্যভাষা
    ঘ. সংস্কৃত ভাষা
    উত্তরঃ ক
  91. ‘প্রাকৃত শব্দটির অর্থ —-
    ক. প্রকৃত
    খ. যথার্থ
    গ. যা করা হয়েছে
    ঘ. স্বাভাবিক
    উত্তরঃ ঘ
  92. ভাষার কোন রীতি কেবলমাত্র লেখ্যরূপে ব্যবহৃত হয়?
    ক. কথ্য রীতি
    খ. আঞ্চলিক রীতি
    গ. সাধু রীতি
    ঘ. চলিত রীতি
    উত্তরঃ গ
  93. সাধু ও চলিত রীতি বাংলা ভাষার কোনরূপে বিদ্যামান?
    ক. আঞ্চলিক
    খ. উপভাষা
    গ. লেখ্য
    ঘ. কথ্য
    উত্তরঃ গ
  94. ‘সাধুভাষা’ পরিভাষাটি প্রথম ব্যবহার করেন-
    ক. রাঝা মনিমোহন রায়
    খ. রাজা রামমোহন রায়
    গ. ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
    ঘ. অক্ষয় কুমার দত্ত
    উত্তরঃ খ
  95. বাংলা গদ্যের প্রথম যুগে কোন রীতির প্রচলন ছিল?
    ক. মিশ্র রীতি
    খ. কথ্য রীতি
    গ. চলিত রীতি
    ঘ. সাধু রীতি
    উত্তরঃ ঘ
  96. চলিত ভাষার আদর্শরূপে গৃহীত ভাষাকে বলা হয়-
    ক. সাধু ভাষা
    খ. প্রমিত ভাষা
    গ. আঞ্চলিক ভাষা
    ঘ. উপভাষা
    উত্তরঃ খ
  97. কোনটি চলিত ভাষার বৈশিষ্ট্য?
    ক. গাম্ভীয
    খ. প্রমিত উচ্চারণ
    গ. তৎসম শব্দের বহুল ব্যবহার
    ঘ. ব্যাকরণ অনুসরণ করে চলে
    উত্তরঃ খ
  98. কোন লেখক চলিত ভাষাকে মান ভাষারূপে প্রতিষ্ঠা করার জন্য আন্দোলন করেছিলেন?
    ক. ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
    খ. রামেন্দ্রসুন্দর ত্রিবেদী
    গ. প্রমথ চৌধুরী
    ঘ. বুদ্ধদেব বসু
    উত্তরঃ গ
  99. মনের ভাব প্রকাশের প্রধান মাধ্যম কোনটি?
    ক. চিত্র
    খ. ভাষা
    গ. ইঙ্গিত
    ঘ. আচরণ
    উত্তরঃ খ
  100. ভাষা কি?
    ক. শব্দের উচ্চারণ
    খ. ধ্বনির উচ্চারণ
    গ. বাক্যের উচ্চারণ
    ঘ. ভাবের উচ্চারণ
    উত্তরঃ ঘ
  101. নির্দিষ্ট পরিবেশের মানুষের বস্তু ও ভাবের প্রতীক কোনটি?
    ক. ভাষা
    খ. শব্দ
    গ. ধ্বনি
    ঘ. বাক্য
    উত্তরঃ ক
  102. মানুষের মুখে উচ্চারিত অর্থবোধক ও মনোভাব প্রকাশক ধ্বনি সমস্টিকে বলে-
    ক. বর্ণ
    খ. শব্দ
    গ. বাক্য
    ঘ. ভাষা
    উত্তরঃ ঘ
  103. ব্যাকরণ ও ভাষার মধ্যে কোনটি আগে সৃষ্টি হয়েছে?
    ক. ব্যাকরণ
    খ. ভাষা
    গ. ব্যাকরণ ও ভাষা উভয়ই একসাথে
    ঘ. কোনোটিই নয়
    উত্তরঃ খ
  104. কোনটি ভাষার বৈশিষ্ট্য নয়?
    ক. অর্থদ্যোতকতা
    খ. ইশারা বা অঙ্গভঙ্গি
    গ. মানুষের কণ্ঠনিঃসৃত ধ্বনি
    ঘ. জনসমাজে ব্যবহার যোগ্যতা
    উত্তরঃ খ
  105. উপভাষা (Dialect) কোনটি?
    ক. সাহিত্যের ভাষা
    খ. পাঠ্যপুস্তকের ভাষা
    গ. অঞ্চল বিশেষের মানুষের মুখের ভাষা
    ঘ. লেখ্য ভাষা
    উত্তরঃ গ
  106. দেশ-কাল ও পরিবেশভেদে কিসের পার্থক্য ঘটে?
    ক. ধ্বনির
    খ. ভাষার
    গ. অর্থের
    ঘ. শব্দের
    উত্তরঃ খ
  107. ভাষার মৌলিক অংশ কয়টি
    ক. ২টি
    খ. ৩টি
    গ. ৪টি
    ঘ. ৬টি
    উত্তরঃ গ
  108. প্রত্যেক ভাষারই তিনটি মৌলিক অংশ হলো-
    ক. ধ্বনি, শব্দ, বাক্য
    খ. শব্দ, সন্ধি, সমাস
    গ. ধ্বনি, শব্দ, বর্ণ
    ঘ. অনুসর্গ, উপসর্গ, শব্দ
    উত্তরঃ ক
  109. কোন অঞ্চলের মৌলিক ভাষাকে ভিত্তি করে চলিত ভাষা গড়ে উঠেছে?
    ক. যশোর
    খ. ঢাকা
    গ. কলকাতা
    ঘ. বিহার
    উত্তরঃ গ
  110. নিচের কোনটি সাধু রীতির উদাহরণ?
    ক. তখন গভীর ছায়া নেমে আসে সর্বত্র
    খ. তখন গভীর ছায়া নামিয়া আসিল সবখানে
    গ. তখন গভীর ছায়া নামিয়া আসে সর্বত্র
    ঘ. তখন গভীর ছায়ায় সর্বত্র ঢেকে গিয়েছে
    উত্তরঃ খ
  111. বাংলা ভাষার কোন রীতি সুনির্ধারিত ব্যাকরণের অনুসারী?
    ক. সাধু রীতি
    খ. চলিত রীতি
    গ. কথ্য রীতি
    ঘ. লেখ্য রীতি
    উত্তরঃ ক
  112. কোন ভাষারীতির পদবিন্যাস সুনিয়ন্ত্রিত এবং সুনির্দিষ্ট?
    ক. চলিত ভাষা
    খ. কথ্য ভাষা
    গ. লেখ্য ভাষা
    ঘ. সাধু ভাষা
    উত্তরঃ ঘ
  113. ভাষার কোন রীতি পরিবর্তনশীল?
    ক. সাধু রীতি
    খ. চলিত রীতি
    গ. কথ্য রীতি
    ঘ. লেখ্য রীতি
    উত্তরঃ খ
  114. চলিত ভাষার রীতির ক্ষেত্রে কোন বৈশিষ্ট্য প্রযোজ্য?
    ক. পরিবর্তনশীল
    খ. আভিজাত্যের অধিকারী
    গ. গুরুগম্ভীর
    ঘ. অপরিবর্তনীয়
    উত্তরঃ ক
  115. বাংলা ভাষার চলিত রীতির বৈশিষ্ট্য কোনটি?
    ক. আভিজাত্য
    খ. পদবিন্যাস সুনির্দিষ্ট
    গ. কাঠামো অপরিবর্তিত
    ঘ. কৃত্রিমতা বর্জিত
    উত্তরঃ ঘ
  116. ভাষার কোন রীতি কৃত্রিমতা বর্জিত?
    ক. কথ্য রীতি
    খ. আঞ্চলিক রীতি
    গ. চলিত রীতি
    ঘ. কোনোটিই নয়
    উত্তরঃ গ
  117. ‘তৎসম’ শব্দের ব্যবহার কোন রীতিতে বেশি হয়?
    ক. চলিত রীতি
    খ. সাধু রীতি
    গ. মিশ্র রীতি
    ঘ. আঞ্চলিক রীতি
    উত্তরঃ খ
  118. ভাষার কোন রীতি তদ্ভব শব্দ বহুল?
    ক. সাধু রীতি
    খ. চলিত রীতি
    গ. কথ্য রীতি
    ঘ. বানান রীতি
    উত্তরঃ খ
  119. সাধু ও চলিত রীতিতে অভিন্নরূপে ব্যবহৃত হয়-
    ক. অব্যয়
    খ. সম্বোধন পদ
    গ. সর্বনাম
    ঘ. ক্রিয়া
    উত্তরঃ ক
  120. সাধু রীতিতে কোন পদটির দীর্ঘরূপ হয় না?
    ক. বিশেষ্য
    খ. সর্বনাম
    গ. অব্যয়
    ঘ. ক্রিয়া
    উত্তরঃ গ
  121. চলিত ভাষায় নিম্নের কোনটির রূপ সংক্ষিপ্ত হয়?
    ক. অনুসর্গ
    খ. বিশেষ্য
    গ. অব্যয়
    ঘ. উপসর্গ
    উত্তরঃ ক
  122. নিচের কোন বাক্যটি চলিত ভাষার ক্ষেত্রে প্রযোজ্য নয়?
    ক. তদ্ভব ও অর্ধ-তৎসম শব্দের ব্যবহার অপেক্ষাকৃত বেশি
    খ. সর্বনামের পূর্ণরূপ ব্যবহার করা হয় না
    গ. চলিত ভাষা কৃত্রিম ও অপরিবর্তনীয়
    ঘ. নাটকের সংলাপ ও বক্তৃতার জন্য চলিত ভাষা অত্যন্ত উপযোগী
    উত্তরঃ গ
  123. কোনটি চলিত ভাষার বৈশিষ্ট্য নয়?
    ক. ক্রিয়াপদের সঙ্কুচিত রূপ ব্যবহৃত হয়
    খ. তদ্ভব, অর্ধ-তৎসম, দেশি ও বিদেশি শব্দের ব্যবহার অপেক্ষাকৃত বেশি
    গ. তৎসম বা সংস্কৃত শব্দের প্রয়োগ বেশি
    ঘ. সর্বনামের সংক্ষিপ্ত রূপ ব্যবহৃত হয়
    উত্তরঃ গ
  124. বাংলা সাধু ভাষা বলতে বোঝায়-
    ক. সাধু পুরুণদের ব্যবহৃত ভাষা
    খ. তৎসম শব্দবহুল ভাষার রীতি
    গ. কবিতা রচনার ভাষা
    ঘ. সাধারন লোকের ভাষা
    উত্তরঃ খ
  125. সাধু ভাষায় কোন শব্দের প্রাধান্য বেশি?
    ক. বিদেশি
    খ. দেশি
    গ. তদ্ভব
    ঘ. তৎসম
    উত্তরঃ ঘ
  126. সাধু ভাষার বৈশিষ্ট্য কোনটি?
    ক. গুরুচণ্ডাল
    খ. গুরুগম্ভীর
    গ. অবোধ্য
    ঘ. দুর্বোধ্য
    উত্তরঃ খ
  127. কোন ভাষায় সাহিত্যের গাম্ভীয ও আভিজাত্য প্রকাশ পায়?
    ক. কথ্য ভাষায়
    খ. সাধু ভাষায়
    গ. আঞ্চলিক ভাষায়
    ঘ. চলিত ভাষায়
    উত্তরঃ খ
  128. সাধু ভাষা সাধারণত কোথায় অনুপযোগী?
    ক. কবিতার পঙ্‌ক্তিতে
    খ. গানের কলিতে
    গ. গল্পের বর্ণনায়
    ঘ. নাটকের সংলাপে
    উত্তরঃ ঘ
  129. নাটকের সংলাপের উপযোগী ভাষার কোন রীতি?
    ক. সাধু
    খ. চলিত
    গ. আঞ্চলিক
    ঘ. মিশ্র
    উত্তরঃ খ
  130. বাংলা ভাষার সাধু রীতির বৈশিষ্ট কোনটি?
    ক. বিশেষ্য ও সর্বনাম এক বিশেষ গঠন পদ্ধতি মেনে চলে
    খ. বিশেষ্য ও বিশেষণ এক বিশেষ গঠন পদ্ধতি মেনে চলে
    গ. সর্বনাম ও ক্রিয়াপদ এক বিশেষ গঠন পদ্ধতি মেনে চলে
    ঘ. সর্বনাম ও বিশেষণ এক বিশেষ গঠন পদ্ধতি মেনে চলে
    উত্তরঃ গ
  131. সাধুভাষা থেকে চলিত বাংলায় লিখতে কোন পদযুগলের পরিবর্তন ঘটে?
    ক. বিশেষ্য ও বিশেষণ
    খ. সর্বনাম ও ক্রিয়া
    গ. বিশেষণ ও ক্রিয়া
    ঘ. বিশেষ্য ও সর্বনাম
    উত্তরঃ খ
  132. সাধু ভাষা ও চলিত ভাষার পার্থক্য-
    ক. তৎসম ও তদ্ভব শব্দের ব্যবহার
    খ. ক্রিয়াপদ ও সর্বনাম পদের রূপে
    গ. শব্দের কথা ও লেখ্য রূপে
    ঘ. বাক্যের সরলতা ও জটিলতায়
    উত্তরঃ খ
  133. ক্রিয়া,সর্বনাম ও অনুসর্গের পূর্ণরূপ ব্যবহৃত হয়-
    ক. চলিত ভাষারীতিতে
    খ. সাধু ভাষারীতিতে
    গ. সমাজ উপভাষায়
    ঘ. আঞ্চলিক উপভাষায়
    উত্তরঃ খ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *