বিসিএস প্রিলিমিনারি টেস্ট ২০২৩ | ৪৫তম বিসিএস প্রিলিমিনারী প্রশ্নের উত্তর

Rate this post

আজকে আমরা বিসিএস প্রিলিমিনারি টেস্ট ২০২৩ | ৪৫তম বিসিএস প্রিলিমিনারী প্রশ্নের উত্তর প্রদান করব। সেট নম্বরঃ ০১, কোড নামঃ মনপুরা, সময় : ২ ঘণ্টা; পূর্ণমান : ২০০ [মোট প্রশ্ন ২০০ (দুইশত)টি । প্রতিটি প্রশ্নের ৪ (চার)টি উত্তরের মধ্যে ১ (এক)টি সঠিক উত্তর রয়েছে। প্রতিটি শুদ্ধ উত্তরের জন্য প্রার্থী ১ (এক) নম্বর পাবেন। প্রতিটি ভুল উত্তরের জন্য ০-৫ (শূন্য দশমিক পাঁচ) নম্বর কাটা যাবে।

৪৫ তম বিসিএস প্রশ্নের উত্তর ২০২৩

  • প্রিলি পরীক্ষার তারিখ: ১৯ মে ২০২৩
  • পরীক্ষার সময়: সকাল ১০.০০ টা থেকে ১২.০০ টা

৪৫তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার নম্বর বণ্টন ও সিলেবাসঃ

  • ১। বাংলা ভাষা ও সাহিত্য- ৩৫
  • ২। English Language and Literature- 35
  • ৩। বাংলাদেশ বিষয়াবলি- ৩০
  • ৪। আন্তর্জাতিক বিষয়াবলি- ২০
  • ৫। ভূগোল (বাংলাদেশ ও বিশ্ব.) পরিবেশ ও দুর্যোগ ব্যবস্থাপনা- ১০
  • ৬। সাধারণ বিজ্ঞান- ১৫
  • ৭। কম্পিউটার ও তথ্য-প্রযুক্তি- ১৫
  • ৮। গাণিতিক যুক্তি- ১৫
  • ৯। মানসিক দক্ষতা- ১৫
  • ১০। নৈতিকতা, মূল্যবোধ ও সুশাসন- ১০

৪৫ তম বিসিএস প্রশ্ন উত্তর

৪৫তম বিসিএস প্রিলিমিনারি বাংলা অংশের সমাধানঃ

  • ১। ‘ধ্বনি’ সম্পর্কে নিচের কোন বাক্যটি সঠিক নয়?
    সঠিক উত্তরঃ ক. ধ্বনি দৃশ্যমান
  • ২। স্বরান্ত অক্ষরকে কী বলে?
    সঠিক উত্তরঃ খ. মুক্তাক্ষর
  • ৩। শুদ্ধ বানানের গুচ্ছ কোনটি?
    সঠিক উত্তরঃ ক. শিরশ্ছেদ, দরিদ্রতা, সমীচীন
  • ৬। সর্বপ্রথম বাংলা ভাষার ব্যাকরণ রচনা করেন কে?
    সঠিক উত্তরঃ খ. রাজা রামমোহন রায়
  • ৭। উচ্চারণের রীতি অনুযায়ী নিচের কোনটি উচ্চমধ্য-সম্মুখ স্বরধ্বনি?
    সঠিক উত্তরঃ ঘ. এ
  • ৮। ‘তাম্বুলিক’ শব্দের সমার্থক নয় কোনটি?
    সঠিক উত্তরঃ গ. তামসিক
  • ১০। নিচের কোনটি যৌগিক শব্দ?
    সঠিক উত্তরঃ ঘ. মিতালি
  • ১১। ‘সুনামীর তান্ডবে অনেকেই সর্বশান্ত হয়েছে।’-বাক্যটিতে কয়টি ভুল আছে?
    সঠিক উত্তরঃ গ. ৩টি
  • ১২। কৃদন্ত পদের পূর্ববর্তী পদকে কী বলে?
    সঠিক উত্তরঃ ক. উপপদ
  • ১৩। ‘তোমার নাম কী?’ এখানে কী কোন প্রকারের পদ?
    সঠিক উত্তরঃ গ. সর্বনাম পদ
  • ১৪। ‘সরল’ শব্দের বিপরীতার্থক নয় নিচের কোনটি?
    সঠিক উত্তরঃ ঘ. গরল [গরল অর্থ সাপের বিষ]
  • ১৫। Rank শব্দের বাংলা পরিভাষা কী?
    সঠিক উত্তরঃ খ. পদমর্যাদা
  • ১৬। চর্যাপদের তিব্বতি অনুবাদ প্রকাশ করেন কে?
    সঠিক উত্তরঃ ক. প্রবোধচন্দ্র বাগচী
  • ১৭। ‘গীতগোবিন্দ’ কাব্যের রচয়িতা জয়দেব কার সভাকবি ছিলেন?
    সঠিক উত্তরঃ খ. লক্ষ্মণ সেনের
  • ১৮। কবি যশোরাজ খান বৈষ্ণবপদ রচনা করেন কোন ভাষায়?
    সঠিক উত্তরঃ ক. ব্রজবুলি
  • ১৯। নিচের কোন জন যুদ্ধকাব্যের রচয়িতা নন?
    সঠিক উত্তরঃ ঘ. সৈয়দ নুরুদ্দিন
  • ২০। কোনটি কবি জৈনুদ্দিনের কাব্যগ্রন্থ?
    সঠিক উত্তরঃ ক. রসুল বিজয়
  • ২১। “বিদ্যাসাগর ও বাঙালি সমাজ” গ্রন্থের রচয়িতা কে?
    সঠিক উত্তরঃ ক. বিনয় ঘোষ
  • ২২। প্রথম সাহিত্যিক গদ্যের স্রষ্টা কে?
    সঠিক উত্তরঃ খ. ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
  • ২৩। প্যারীচাঁদ মিত্রের “আলালের ঘরের দুলাল” প্রথম-গ্রন্থাকারে প্রকাশিত হয় কত সালে?
    সঠিক উত্তরঃ ১৮৫৮ সালে
  • ২৪। শচীন, দামিনী ও শ্রীবিলাস রচীন্দ্রনাথ ঠাকুরের কোন উপন্যাসের চরিত্র?
    সঠিক উত্তরঃ ক. চতুরঙ্গ
  • ২৫। “তুমি মা কল্পতরু, আমরা সব পোষাগরু”- এই কবিতাংশটির রচয়িতা কে?
    সঠিক উত্তরঃ ঈশ্বরচন্দ্র গুপ্ত
  • ২৬। মীর মশাররফ হোসেনের কোন গ্রন্থের উপজীব্য হিন্দু-মুসলমানের বিরোধ?
    সঠিক উত্তরঃ ক. গো-জীবন
  • ২৭। রবীন্দ্রনাথ ঠাকুর কত বয়সে ছোটগল্পকার হিসেবে আত্মপ্রকাশ করেন?
    সঠিক উত্তরঃ ঘ. ১৬ বছর
  • ২৮। নিচের কোনটি বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের গল্পগ্রন্থ নয়?
    সঠিক উত্তরঃ ক. ইছামতি
  • ২৯। ‘আমার পথ’ প্রবন্ধটি কাজী নজরুল ইসলামের কোন গ্রন্থ থেকে সংকলিত হয়েছে?
    সঠিক উত্তরঃ খ. রুদ্র-মঙ্গল
  • ৩০। ‘জীবন ও বৃক্ষ’ প্রবন্ধে মোতাহের হোসেন চৌধুরী কাকে তপোবন-প্রেমিক বলেছেন?
    সঠিক উত্তরঃ গ. রবীন্দ্রনাথ ঠাকুরকে
  • ৩১। ‘আমি যখন জেলে যাই তখন ওর বয়স মাত্র কয়েক মাস।- এখানে ‘ওর’ বলতে শেখ মুজিবুর রহমান কাকে বুঝিয়েছেন?
    সঠিক উত্তরঃ খ. শেখ কামালকে
  • ৩২। আখতারুজ্জামান ইলিয়াস জন্মগ্রহণ করেন কোথায়?
    সঠিক উত্তরঃ ক. গাইবান্ধায়
  • ৩৩। মাইকেল মধুসূদন দত্ত প্রবর্তিত ‘অমিত্রাক্ষর ছন্দ’ প্রকৃত পক্ষে বাংলা কোন ছন্দের নব-রুপায়ণ?
    সঠিক উত্তরঃ খ. অক্ষরবৃত্ত ছন্দ
  • ৩৪। “বুক তার বাংলাদেশের হৃদয়” কাব্যগ্রন্থের রচয়িতা কে?
    সঠিক উত্তরঃ খ. শামসুর রাহমান
  • ৩৫। “দুর্দিনের দিনিলিপি” স্মৃতিগ্রন্থটি কার লেখা?
    সঠিক উত্তরঃ ক. আবুল ফজল

৪৫তম প্রিলি ইংরেজি অংশের সমাধানঃ

  • ৩৬। She insisted on — leaving the house. Correct Answer: ঘ. his
  • ৩৭। The phrase “Achilles heel” means- Correct Answer: গ. a weak point
  • ৩৮। He does not adhere —- any principle. ঘ. Correct Answer: to
  • ৩৯। Millennium is a period of— . Correct Answer: খ. 1000 years
  • ৪০। Identify the passive form of the following sentence: Who has broken this jug?” Correct Answer: ক. By whom has this jug been broken?
  • ৪১। Who is not a Victorian poet? Correct Answer: গ. William Wordsworth
  • ৪২। Which of the following novels was written by Gorge Orwell? Correct Answer: ক. 1984
  • ৪৩। Identify the correct sentence: Correct Answer: ঘ. She speaks English like English.
  • ৪৪। When one makes a promise, one must not go —– on it. Correct Answer: খ. back
  • ৪৫। I can’t put up with him anymore. Correct Answer: গ. To tolerate
  • ৪৬। The poem “To His Coy Mistress” was written by: Correct Answer: ক. Andrew Marvell
  • ৪৭। The synonym of ‘altitude’ is- Correct Answer: ক. height
  • ৪৮। The character, Elizabeth Bennett, appears in the novel– Correct Answer: ক. Pride and Prejudice
  • ৪৯। This could have worked if I —- been more far-sighted. Correct Answer: খ. had
  • ৫০। What my be considered courteous in one culture may be arrogant in another. Here the underlined word “arrogant” means– Correct Answer: ক. rude
  • ৫১। Don Juan was composed by—
  • ৫২। Identify the imperative sentence: Shut up.
  • ৫৩। “Black Death” is the name of a —- Correct Answer: plague pandemic
  • ৫৪। ‘Ulysses’ is a poem written by—- Correct Answer: Alfred Tennyson
  • ৫৫। Who wrote the poem ‘Ozymandias’? Correct Answer: P.B. Shelley
  • ৫৬। Clym Yeobright is the protagonist of the novel—
  • ৫৭। The train is running —- forty miles an hour. Correct Answer: at
  • ৫৮। He divided the money —- the two children. Correct Answer: between

৪৫তম বিসিএস প্রিলিমিনারি এমসিকিউ প্রশ্ন উত্তর ২০২৩

প্রিয় পাঠক বিসিএস সংক্রাত সকল কিছুর আপডেট পেতে আমাদের ফেসবুক গ্রুপ ফলো করতে পারেন। সবার শুভ কামনা করে এখানে শেষ করছি ধন্যবাদ সবাইকে।

আজকের টপিক রিলেটেড কিছু টাইটেলঃ প্রথম আলো বিসিএস প্রিলিমিনারি মডেল টেস্ট,বিসিএস প্রিলিমিনারি মডেল টেস্ট,৪৫ তম বিসিএস প্রিলিমিনারি মডেল টেস্ট,৪৫তম বিসিএস প্রিলিমিনারি মডেল টেস্ট,অ্যাসিওরেন্স বিসিএস প্রিলিমিনারি মডেল টেস্ট,৪৫তম বিসিএস প্রিলিমিনারি প্রশ্ন সমাধান ২০২৩,ওরাকল প্রিলিমিনারি মডেল টেস্ট,অ্যাসিওরেন্স প্রিলিমিনারি মডেল টেস্ট,বিসিএস প্রস্তুতির মডেল টেস্ট,বিসিএস প্রিলি বাংলা মডেল টেস্ট,৪৫তম বিসিএস প্রস্তুতি,বিসিএস প্রস্তুতির মডেল টেস্ট–১ – প্রথম আলো,৪৫তম বিসিএস প্রশ্ন সমাধান।

৪৫ তম বিসিএস প্রস্তুতি,৪৫ তম বিসিএস প্রিলি,৪৫ তম বিসিএস,বিসিএস প্রস্তুতি,বিসিএস বাংলা প্রশ্ন ও উত্তর,বিসিএস,৪৩ তম বিসিএস পরীক্ষার প্রশ্ন ও সমাধান,৪৪ তম বিসিএস পরীক্ষার প্রশ্ন ও সমাধান ২০২২,৩৫-৪৫তম বিসিএস বাংলা প্রশ্ন,৪৪ তম বিসিএস প্রশ্ন,বিসিএস বিগত সালের প্রশ্ন,৪৫তম বিসিএস প্রস্তুতি,৪৪ তম বিসিএস প্রশ্ন সমাধান,বিসিএস প্রশ্ন সমাধান সাধারণ জ্ঞান বাংলাদেশ,বিসিএস বাংলা পরীক্ষার প্রশ্ন ও উত্তর,৪৫ তম বিসিএস প্রিলি মডেল টেষ্ট

আরও পড়ুন

বিসিএস ক্যাডার (BCS Cadre) পরিক্ষা প্রস্তুতি

প্রাইমারি শিক্ষক নিয়োগ পরীক্ষার মানবণ্টন ও সিলেবাস

প্রাইমারি শিক্ষক নিয়োগ বাংলা সাজেশন ২০২৩

প্রাইমারি শিক্ষক নিয়োগ গণিত স্পেশাল সাজেশন ২০২৩

টেকনিকে বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার সদর দপ্তর মনে রাখার কৌশল

বিভিন্ন সরকারি বেসরকারি চাকরি পরীক্ষায় আসা গুরুত্বপূর্ণ ইংরেজি শব্দ

ইন্টারভিউ বোর্ডে বাদ পড়ার ৫০টি কারণ

বিভিন্ন চাকরির পরীক্ষায় আসা গুরুত্বপূর্ণ এক কথায় প্রকাশ

সরকারি বেসরকারি চাকরির পরীক্ষায় আসা গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর

শিক্ষক নিবন্ধন পরীক্ষার বিষয়গুলির নম্বর বণ্টন

Leave a Comment