dss admit card union somaj kormi – সমাজকর্মী ইউনিয়ন প্রবেশপত্র

dss admit card union somaj kormi – সমাজকর্মী ইউনিয়ন প্রবেশপত্র

dss admit card union somaj kormi – সমাজকর্মী ইউনিয়ন প্রবেশপত্র ডাউনলোড করতে চাচ্ছেন। যদি তাই হয় তাহলে সঠিক জায়গায় আসছেন। আজকে আমরা dss admit card union somaj kormi – সমাজকর্মী ইউনিয়ন প্রবেশপত্র নিয়ে বিস্তারিত জানাবো। নিচে দেখুন…

dss somaj kormi(union) exam date 2022 সমাজসেবা অধিদপ্তরের ইউনিয়ন সমাজকর্মী পদের এডমিট কার্ড

সমাজসেবা অধিদপ্তরের ইউনিয়ন সমাজকর্মী পদের চাকুরীর নিয়োগ লিখিত (এমসিকিউ) পরীক্ষার সময়সূচী প্রকাশ করা হয়েছে । বহুল প্রতীক্ষিত এই পরীক্ষার তারিখ আজ ১৭ই অগাস্ট, ২০২২ তারিখে ঘোষণা করা হয়েছে । সমাজসেবা অধিদপ্তরের মহাপরিচালক, উক্ত পরীক্ষার তারিখ প্রকাশ করেন । যা পরবর্তীতে তাঁদের অফিচিয়াল ওয়েবসাইটে এবং প্রার্থীদের মোবাইল এসএমএস করে জানিয়ে দেওয়া হয়েছে । পরীক্ষার তারিখ হিসেবে নিধারন করা হয় ২১ অক্টোবর, ২০২২ রোজ শুক্রবার। পরীক্ষাটি সকাল ১০ টায় অনুষ্ঠিত হবে, দেশের ৩২ টি কেন্দ্রে ।

সমাজসেবার এডমিট কার্ড dss admit card

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার সমাজসেবা অধিদফতর
প্রশাসন-২ শাখা আগারগাঁও, শেরে বাংলা নগর, ঢাকা-১২০৭।
www.dss.gov.bd
মারক নং-৪১.০১.০০০০.০০৯.১১.০০২.২২-১১০৪

তারিখঃ১২-১০-২০২২ খ্রিঃ


সমাজসেবা অধিদফতরের সমাজকর্মী (ইউনিয়ন) পদে এমসিকিউ/লিখিত পরীক্ষা অনুষ্ঠান। এতদ্বারা সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানােনাে যাচ্ছে যে, সমাজসেবা অধিদফতরের ০৯ জুলাই ২০১৮ তারিখের ৪১.০১.০০০০,০০৯,১১,০২২,১৭-৫৭৭ নং নিয়ােগ বিজ্ঞপ্তিতে বিজ্ঞপিত সমাজকর্মী (ইউনিয়ন) পদে নিয়ােগের লক্ষ্যে সর্বমােট ৬,৬২,২৭০ (ছয় লক্ষ বাষট্টি হাজার দুইশত সত্তর) জন চাকুরী প্রার্থীর একই দিনে একই সময়ে ৬৪ টি জেলায় একযােগে আগামী ২১-১০-২০২২ তারিখ রােজ শুক্রবার সকাল ১০.০০ টা হতে ১১.৩০ পর্যন্ত আবেদনকারীদের নিজ নিজ জেলায় অনুষ্ঠিত হবে। উক্ত পদে আবেদনকারী/প্রার্থীগণকে যথাসময়ে পরীক্ষায় অংশগ্রহণের জন্য অনুরােধ করা হলাে।

উক্ত পদে আবেদনকারী প্রার্থীগণ আগামী ১৬/১০/২০২২ খ্রিঃ হতে ২০/১০/২০২২ খ্রিঃ তারিখ পর্যন্ত http://admit dss.gov.bd ওয়েবসাইট হতে প্রবেশপত্র ডাউনলােড করতে পারবেন। প্রার্থীদের আবেদনে উল্লিখিত মােৰাইল নম্বরে ১৬/১০/২০১৭ তারিখের পূর্বেই ০১৫৫২১৪৬০৫৬ নম্বর থেকে প্রবেশপত্র ডাউনলােডের জন্য এসএমএস প্রেরণ করা হবে। প্রার্থীগণকে আবশ্যিকভাবে প্রবেশপত্রের রঙ্গিন কপি প্রিন্ট করে পরীক্ষায় অংশগ্রহণের জন্য অনুরােধ করা হলাে। পাশাপাশি প্রার্থীগণকে বর্ণিত ওয়েবসাইট হতে আইআইসিটি, বুয়েট কর্তৃক প্রস্তুতকৃত পরীক্ষার্থীদের জন্য পরীক্ষা সংক্রান্ত কাজের নির্দেশিকা ও ভিডিও ডাউনলােড করে সেখানে বর্ণিত নির্দেশনাসমূহ অনুসরণের জন্য অনুরােধ করা হলাে।

প্রবেশপত্র ডাউনলােড করতে কোন সমস্যা হলে হটলাইন ০১৭৬৮৬৮২২৪০, ০১৭৮৫২৭৮২০৫ (অফিস চলাকালীন) এ যােগাযােগ করার জন্য অনুরােধ করা হলাে। জটিলতা এড়ানাের লক্ষ্যে শেষ তারিখের জন্য অপেক্ষা না করে তার সাথে প্রবেশপত্রের রঙ্গিন কপি প্রিন্ট করার জন্য অনুরােধ করা হলাে।

সমাজসেবা অধিদপ্তর প্রবেশপত্র ডাউনলোড ২০২২
২০১৮ সালের ৯ই জুলাই তারিখে সমাজসেবা অধিদপ্তর ইউনিয়ন সমাজকর্মী পদের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয় । এর মাঝে দুবার নিয়োগ পরীক্ষার সময়সূচীও প্রকাশ করা হয়েছিল । প্রথমবার ২০১৯ সালে মে মাসে এবং দ্বিতীয়বার ২০২০ সালের প্রথম দিকে ইউনিয়ন সমাজকর্মী পদের পরীক্ষার সময়সূচী ঘোষণা হলেও ।

পরবর্তীতে নির্ধারিত তারিখে পরীক্ষা নেওয়ার আগেই, অনিবার্য কারণে স্থগিত ঘোষণা করা হয় । তারপর অনেকদিনের বিরতি দিয়ে আবারও নতুন করে ইউনিয়ন সমাজকর্মী পদের পরীক্ষার তারিখ দিয়েছে । পরীক্ষার তারিখের পাশাপাশি প্রকাশ করা হয়েছে প্রবেশ পত্রও । যা পরীক্ষার আগে প্রার্থীদের ডাউনলোড করে নিতে হবে । কারণ প্রবেশ পত্র ছাড়া কোন প্রার্থীকে সমাজসেবা অধিদপ্তর নিয়োগ পরীক্ষায় অংশগ্রহণ করতে দেওয়া হবে না ।

নিচের তুলে ধরা হল, কিভাবে সমাজসেবা অধিদপ্তর ইউনিয়ন সমাজকর্মী পদের প্রবেশ পত্র ডাউনলোড করতে হবে ।

  1. ইউনিয়ন সমাজকর্মী পদের নিয়োগ এমসিকিউ পরীক্ষার প্রবেশ পত্র ডাউনলোড করতে, প্রথমেই সমাজসেবা অধিদপ্তরের প্রবেশ পত্র
  2. সংগ্রহকৃত অফিচিয়াল ওয়েবসাইট http://dss.teletalk.com.bd/admitcard তে যেতে হবে ।
  3. এবার একটি বক্সে আপনার ইউজার আই.ডি নম্বর দিতে হবে
  4. তারপর পাসওয়ার্ড দিন
  5. শেষ ধাপে জমা (সাবমিট) বাটুনে ক্লিক করুন (আপনার তথ্য সব ঠিক থাকলে চলে আসবে)
  6. প্রবেশ পত্র ডাউনলোড অপশনে ক্লিক করে প্রিন্ট দিয়ে ডাউনলোড করুন

সমাজসেবা অধিদপ্তর ইউনিয়ন সমাজকর্মী পদের নিয়োগ পরীক্ষায় অংশ নিতে যাচ্ছেন । তাঁদের জন্য রইলো অনেক, অনেক শুভকামনা । উল্লেখ্য যে, সমাজসেবা অধিদপ্তরের পরীক্ষা শেষে প্রশ্ন সমাধান এবং ফলাফল এখানে পাবেন । অবশেষে সকলকে অশেষ ধন্যবাদ পুরো পোস্টটি পড়ার জন্য এবং আমাদের ওয়েবসাইটটি পরিদর্শন করায় ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *