টিএমএসএস এনজিও নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২ | TMSS NGO job circular 2022 | টিএমএসএস জব সার্কুলার

টিএমএসএস এনজিও নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২ | TMSS NGO job circular 2022 | টিএমএসএস জব সার্কুলার

টিএমএসএস জাতীয় পর্যায়ের একটি বেসরকারী উন্নয়ন সংস্থা। অত্র সংস্থার এইচইএম গ্র্যান্ড সেক্টরের ঋণ কর্মসূচিতে নিম্নবর্ণিত পদে জনবল নিয়োগের উদ্দেশ্যে উপযুক্ত প্রার্থীদের নিকট থেকে শর্তপূরণ সাপেক্ষে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে।

টিএমএসএস এনজিও নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ ২০২২ সংক্ষিপ্তভাবে দেখুন…

এনজিওর নামঃ টিএমএসএস এনজিও

পদ: ০২ টি

শূন্যপদের সংখ্যা: ৫০০ টি

বেতন: আলোচন সাপেক্ষে

চাকরির ধরণ: ফুল টাইম

কর্মস্থল: বাংলাদেশের বিভিন্ন স্থান

আবেদনের শেষ সময়: ২৬ সেপ্টেম্বর ২০২২

TMSS NGO job circular 2022 | টিএমএসএস জব সার্কুলার বিজ্ঞপ্তি দেখুনঃ

টিএমএসএস এনজিও নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২ | TMSS NGO job circular 2022 | টিএমএসএস জব সার্কুলার
টিএমএসএস এনজিও নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২ | TMSS NGO job circular 2022 | টিএমএসএস জব সার্কুলার

টিএমএসএস চাকরির উতৎস দৈনিক প্রথম আলো – ৭ সেপ্টেম্বর ২০২২

নিয়োগ বিজ্ঞপ্তি MRA সনদ নং-0008-00890-00105 টিএমএসএস জাতীয় পর্যায়ের একটি বেসরকারী উন্নয়ন সংস্থা। অত্র সংস্থার এইচইএম গ্র্যান্ড সেক্টরের ঋণ কর্মসূচিতে নিম্নবর্ণিত পদে জনবল নিয়োগের উদ্দেশ্যে উপযুক্ত প্রার্থীদের নিকট থেকে শর্তপূরণ সাপেক্ষে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে।

পদের নাম, সংখ্যা ও কর্মস্থল, শিক্ষাগতযোগ্যতা, অভিজ্ঞতা ও বয়স, বেতন-ভাতা নিম্নে বিস্তারিত দেখুন…

ব্রাঞ্চ ম্যানেজার (BM) পদ সংখ্যা-৩০০ টি কর্মস্থল: টিএমএসএস-এর মাইক্রোফাইন্যান্স কর্মসূচী

যে কোন বিষয়ে স্নাতকোত্তর/সমমান/এমবিএ। পাবলিক বিশ্ববিদ্যালয় হতে পাশকৃত প্রার্থীদের অগ্রাধিকার দেয়া হবে। 

সুপ্রতিষ্ঠিত কোন ক্ষুদ্রঋণ প্রতিষ্ঠানে শাখা ব্যবস্থাপক হিসেবে ন্যূনতম ৩ বছরের কর্মঅভিজ্ঞতা থাকলে তাদের শিক্ষাগত যোগ্যতা স্নাতক হলেও আবেদন করতে পারবেন। মোটরসাইকেল চালানোর সক্ষম ও বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে। বয়স: ১৮-৩৫ বছর ।

চাকরি স্থায়ীকরণের পর সর্বসাকুল্যে এ্যালাউন্সসহ)। টাকা (ক্রেডিট শিক্ষানবিশকালে ২৫,৫৩০/- টাকা প্রাপ্ত হবেন এবং শিক্ষানবিশ কাল ০৬ মাস । ৩৬,৭৫২/ শাখা হিসাবরক্ষক কাম কম্পিউটার অপারেটর বাণিজ্যে স্নাতক তবে বিবিএ (ফিন্যান্স/এ্যাকাউন্টিং) সম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেয়া হবে। 

কম্পিউটার চালনায় MS Office ও Internet Browsing কাজে দক্ষতাসহ টাইপিং স্পিড ইংরেজিতে ৪০ এবং বাংলায় চাকরি স্থায়ীকরণের পর সর্বসাকুল্যে ২৯, ২৬০/ টাকা (ক্রেডিট এ্যালাউন্সসহ)। শিক্ষানবিশকালে ২১,০০০/- টাকা প্রাপ্ত হবেন এবং শিক্ষানবিশ কাল ০৬ মাস ।

(মাইক্রোফাইন্যান্স) পদ সংখ্যা- ২০০ টি। কর্মস্থল: টিএমএসএস-এর ৩০ থাকতে হবে। বয়স: ১৮-৩৫ বছর। মাইক্রোফাইন্যান্স কর্মসূচী

বি: দ্র: সকল পদের ক্ষেত্রে সরকার অনুমোদিত ৩/৬ মাস মেয়াদী ডিপ্লোমা ইন মাইক্রোফিন্যান্স কোর্সসম্পন্নকারীদের অগ্রাধিকার দেয়া হবে । 

শর্তাবলী:

১। আগ্রহী প্রার্থীগণকে সদ্য তোলা ০৩ (তিন) কপি রঙিন পাসপোর্ট সাইজের সত্যায়িত ছবি, সকল শিক্ষাগত যোগ্যতা, অভিজ্ঞতার সনদপত্র, জাতীয় পরিচয় পত্রের সত্যায়িত অনুলিপি, মোবাইল নম্বর ও 

ই-মেইল এ্যাড্রেস সম্বলিত পূর্ণাঙ্গ জীবন বৃত্তান্তসহ আবেদন পরিচালক (এইচআর-এম এ্যান্ড এ্যাডমিন) বরাবর করতে হবে এবং খামের উপর পদের নাম স্পষ্ট অক্ষরে উল্লেখপূর্বক বর্ণিত ঠিকানায় আবেদন ২৬/০৯/২০২২ইং তারিখের মধ্যে পৌঁছাতে হবে।

  • টিএমএসএস ফাউন্ডেশন অফিস, ঠেঙ্গামারা, রংপুর রোড, বগুড়া-৫৮০০। • 
  • টিএমএসএস ডোমেইন অফিস, ওয়াইএমসিএ স্কুলের পার্শ্বে, ২৮-সেনপাড়া, পর্বতা, মিরপুর-১০, ঢাকা-১২১৬
  • টিএমএসএস রাজশাহী ডোমেইন অফিস, রোড নং-০৩, বাসা নং-২৩৩, পদ্মা আবাসিক এলাকা, চন্দ্রিমা, রাজশাহী। • 
  • টিএমএসএস রংপুর ডোমেইন অফিস,আর. কে রোড, ঘাঘটপাড়া, দর্শনা, রংপুর।
  • টিএমএসএস চট্টগ্রাম ডোমেইন অফিস, ৫৪৯ ডি টি রোড, আব্দুল আলীর হাট, অলংকার মোড়, পাহাড়তলী, চট্টগ্রাম । • 
  • টিএমএসএস যশোর ডোমেইন অফিস, তাবলীগ মসজিদের গলি, ই-ব্লক, সেক্টর #৭, বাসা#৯/৪, নিউ মার্কেট উপশহর, যশোর।
  • টিএমএসএস সিলেট ডোমেইন অফিস, শুভেচ্ছা কমিউনিটি সেন্টার সংলগ্ন, বদিকোনা (চন্ডিপুল), দক্ষিণ সুরমা, সিলেট ।
  • টিএমএসএস বরিশাল ডোমেইন অফিস, রংধনু রাজকুমার, ঘোষ লেন, সিএন্ডবি রোড, চৌমাথা (লেকের উত্তর পার্শ্বে), বরিশাল সদর, বরিশাল।
  • টিএমএসএস দিনাজপুর ডোমেইন অফিস, নিমনগর, বালুবাড়ী (নাজমা কিন্ডার গার্ডেন স্কুলের পার্শ্বে), দিনাজপুর সদর, দিনাজপুর।

টিএমএসএস কুমিল্লা ডোমেইন অফিস, কচুয়া চৌমুহনী, আহম্মদ নগর, সদর দক্ষিণ, কুমিল্লা । টিএমএসএস নাটোর ডোমেইন অফিস, টিএমএসএস ভবন, বড় হরিশপুর মোড় নতুন বাসস্ট্যান্ড সংলগ্ন, নাটোর । হবে।

২। নিয়োগ পরীক্ষার ফি বাবদ সকল পদের জন্য ২০০/- টাকার মানি রশিদ/পে-অর্ডার (অফেরৎযোগ্য) আবেদনের সাথে সংযুক্ত করতে নিয়োগ পরীক্ষার ফি প্রদানের প্রক্রিয়া নিম্নরূপ :

সংস্থার যে কোন শাখা, অঞ্চল, জোন, ডোমেইন অফিস, ফাউন্ডেশন অফিস ও প্রধান কার্যালয় হতে ১০/- টাকা সার্ভিস চার্জ দিয়ে পরীক্ষার ফি বাবদ মানি রশিদ সংগ্রহ করতে হবে। অথবা যে কোন তফসীলভূক্ত ব্যাংক হতে শুধুমাত্র “টিএমএসএস” শিরোনামে পে-অর্ডার করতে হবে, অন্যথায় আবেদন বাতিল বলে গণ্য হবে।

৩। নিয়োগপ্রাপ্ত কর্মকর্তাদের শিক্ষানবিশকাল শেষে কর্মমূল্যায়নের ভিত্তিতে স্থায়ীকরণ করা হবে এবং স্থায়ীকরণ সময় থেকে সংস্থার বিধি অনুসারে ০৩টি উৎসব ভাতা, সিটি কর্পোরেশনের ক্ষেত্রে সিটি ভাতা, চাকুরীতে যোগদানের সাথে সাথে মোটরসাইকেল সফ্ট লোন সুবিধা ও জ্বালানী বিল, জীবন বীমাসহ অন্যান্য সুযোগ-সুবিধা প্রদান করা হবে এছাড়াও ক্রেডিট এ্যালাউন্স, লোড এ্যালাউন্স, ব্যাংকার এ্যালাউন্স, হাই পারফরমেন্স বোনাসসহ স্টাফ প্রিভিলেজ প্রতিপালন করা হবে।

৪। নিয়োগ পরীক্ষার তারিখ, সময় ও স্থান পরবর্তীতে SMS / মোবাইল ফোনের মাধ্যমে জানানো হবে এবং নিয়োগ পরীক্ষায় অংশগ্রহণের

সময় শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার মূল সনদপত্র সঙ্গে আনতে হবে। ৫। নির্বাচিত প্রার্থীদেরকে যোগদানের সময় সংস্থা কর্তৃক নির্ধারিত পরিমাণ জামানত (লভ্যাংশসহ ফেরতযোগ্য) প্রদান করতে হবে।

৬। ইতিপূর্বে যারা টিএমএসএস-এর চাকরি হতে অব্যাহতি দিয়েছেন আবেদন করার ক্ষেত্রে তাদেরকে টিএমএসএস এর কর্ম অভিজ্ঞতা অবশ্যই উল্লেখ করতে হবে। তবে টিএমএসএস কর্তৃক চাকরিচ্যুত কর্মকর্তা/কর্মী আবেদন করতে পারবেন না । ৭। নিয়োগ পরীক্ষায় অংশগ্রহণের জন্য কোন প্রকার টিএ/ডিএ প্রদান করা হবে না।

৮। কর্তৃপক্ষ কোন কারণ বা ব্যাখ্যা ছাড়াই আবেদনপত্র বাতিল করার অধিকার সংরক্ষণ করে।

টিএমএসএস নিজস্ব অফিস ব্যতীত অন্য কোন মাধ্যম (বিকাশ, রকেট ও নগদ ইত্যাদি) আর্থিক লেনদেন করে না। নিয়োগ

প্রত্যাশী প্রার্থী থেকে কোন প্রতারক চক্র টাকা দাবী করলে না দেওয়ার জন্য অনুরোধ করা হ’ল। ফোন: ০৫১-৬৫৭১৯, ০২-৫৮৯৯০৪899 Web: www.tmss-bd.org

পরিচালক (এইচআর-এম এ্যান্ড এ্যাডমিন)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *